ETV Bharat / state

অশোকনগর হাসপাতালে দ্রুত বসতে চলেছে অক্সিজেন প্ল্যান্ট - করোনা

রাজ্যে করোনা সংক্রমণের কারণে ক্রমেই বেড়ে চলেছে অক্সিজেনের চাহিদা। এই পরিস্থিতিতে অশোকনগর হাসপাতালে অতি দ্রুত বসতে চলেছে অক্সিজেন প্ল্যান্ট। মঙ্গলবার দুপুরে হাসপাতাল পরিদর্শনে আসেন পিএইচই-এর আধিকারিকরা। কোথায় অক্সিজেন প্ল্যান্ট বসানো হবে, তার জন্য কতটা জায়গা লাগবে তা খতিয়ে দেখেন তারা।

ASHOKNAGAR HOSPITAL
অক্সিজেন প্ল্যান্ট
author img

By

Published : May 11, 2021, 5:23 PM IST

অশোকনগর, 11 এপ্রিল: অশোকনগর হাসপাতালে অতি দ্রুত বসতে চলেছে অক্সিজেন প্লান্ট। মঙ্গলবার দুপুরে হাসপাতাল পরিদর্শনে আসেন পিএইচই-এর আধিকারিকরা। কোথায় অক্সিজেন প্ল্যান্ট বসানো হবে, তার জন্য কতটা জায়গা লাগবে তা খতিয়ে দেখেন তারা। এক সপ্তাহের মধ্যে প্ল্যান্ট চালু হবে বলে আশাবাদী হাসপাতাল কর্তৃপক্ষ।

রাজ্যে করোনার দ্বিতীয় ঢেউয়ে দেখা দিয়েছে অক্সিজেনের অভাব। প্রভাব পড়েছে উত্তর 24 পরগনাতেও। অক্সিজেনের ঘাটতি মেটাতে জেলার বিভিন্ন হাসপাতালে অক্সিজেন প্ল্যান্ট বসানোর সিদ্ধান্ত নিয়েছে দফতর। চলতি মাসের 9 তারিখ অশোকনগর শহিদ সদনে পৌরসভার প্রতিনিধি,অশোকনগরের বিধায়ক ও স্বাস্থ্য দফতরের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন জেলাশাসক সুমিত গুপ্তা। বৈঠকে সিদ্ধান্ত হয় অশোনগর হাসপাতালে মিনিটে 500 লিটার তৈরির করার মতো একটি অক্সিজেন প্ল্যান্ট বসানো হবে। অতি দ্রুত তার কাজ শুরু হওয়ার কথা জানিয়েছিলেন জেলাশাসককে। 14 দিনের মধ্যে চালু হওয়া কথা বলেছিলেন অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামী। সেইমতো মঙ্গলবার দুপুরে অশোকনগর হাসপাতাল পরিদর্শনে আসেন পিএইচই-এর আধিকারিকরা। কোথায় প্ল্যান্ট হবে, কতটা জায়গা লাগবে এদিন তা পরিমাপ করেন তাঁরা।

অক্সিজেন প্ল্যান্ট

হাসপাতালের হিসাবরক্ষক শুভজিত দত্ত বলেন, ওদের 100 কেবি ইলেকট্রিক সাপ্লাই লাগবে। কিন্তু আমাদের আছে 65 কেবি। সেই কারণে পাওয়ার সাপ্লাই বাড়াতে হবে। আজ পিএইচই-এর আধিকারিকরা জায়গা পরিদর্শন করেন এবং অক্সিজেন প্ল্যান্টের ঘর কোথায় হবে সেই জায়গাটাকে পরিমাপ করেন। আশা করা যায় এক সপ্তাহের মধ্যে প্লান্ট তৈরির কাজ সম্পূর্ণ হবে।

অশোকনগর, 11 এপ্রিল: অশোকনগর হাসপাতালে অতি দ্রুত বসতে চলেছে অক্সিজেন প্লান্ট। মঙ্গলবার দুপুরে হাসপাতাল পরিদর্শনে আসেন পিএইচই-এর আধিকারিকরা। কোথায় অক্সিজেন প্ল্যান্ট বসানো হবে, তার জন্য কতটা জায়গা লাগবে তা খতিয়ে দেখেন তারা। এক সপ্তাহের মধ্যে প্ল্যান্ট চালু হবে বলে আশাবাদী হাসপাতাল কর্তৃপক্ষ।

রাজ্যে করোনার দ্বিতীয় ঢেউয়ে দেখা দিয়েছে অক্সিজেনের অভাব। প্রভাব পড়েছে উত্তর 24 পরগনাতেও। অক্সিজেনের ঘাটতি মেটাতে জেলার বিভিন্ন হাসপাতালে অক্সিজেন প্ল্যান্ট বসানোর সিদ্ধান্ত নিয়েছে দফতর। চলতি মাসের 9 তারিখ অশোকনগর শহিদ সদনে পৌরসভার প্রতিনিধি,অশোকনগরের বিধায়ক ও স্বাস্থ্য দফতরের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন জেলাশাসক সুমিত গুপ্তা। বৈঠকে সিদ্ধান্ত হয় অশোনগর হাসপাতালে মিনিটে 500 লিটার তৈরির করার মতো একটি অক্সিজেন প্ল্যান্ট বসানো হবে। অতি দ্রুত তার কাজ শুরু হওয়ার কথা জানিয়েছিলেন জেলাশাসককে। 14 দিনের মধ্যে চালু হওয়া কথা বলেছিলেন অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামী। সেইমতো মঙ্গলবার দুপুরে অশোকনগর হাসপাতাল পরিদর্শনে আসেন পিএইচই-এর আধিকারিকরা। কোথায় প্ল্যান্ট হবে, কতটা জায়গা লাগবে এদিন তা পরিমাপ করেন তাঁরা।

অক্সিজেন প্ল্যান্ট

হাসপাতালের হিসাবরক্ষক শুভজিত দত্ত বলেন, ওদের 100 কেবি ইলেকট্রিক সাপ্লাই লাগবে। কিন্তু আমাদের আছে 65 কেবি। সেই কারণে পাওয়ার সাপ্লাই বাড়াতে হবে। আজ পিএইচই-এর আধিকারিকরা জায়গা পরিদর্শন করেন এবং অক্সিজেন প্ল্যান্টের ঘর কোথায় হবে সেই জায়গাটাকে পরিমাপ করেন। আশা করা যায় এক সপ্তাহের মধ্যে প্লান্ট তৈরির কাজ সম্পূর্ণ হবে।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.