ETV Bharat / state

গাইঘাটা কোভিড কেয়ারের উদ্যোগে চালু হল অক্সিজেন পার্লার - অক্সিজেন পার্লার

স্বেচ্ছাসেবী সংগঠন গাইঘাটা কোভিড কেয়ার 5 শয্যার অক্সিজেন পার্লারের উদ্বোধন করল ৷ এখানে মিলবে ডাক্তারি পরিষেবাও ৷

oxygen parlour launched at gaighata amid covid crisis
গাইঘাটা কোভিড কেয়ারের উদ্যোগে চালু হল অক্সিজেন পার্লার
author img

By

Published : May 24, 2021, 3:01 PM IST

গাইঘাটা, 24 মে: রাজ্যে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা । টিকা এবং অক্সিজেনের অভাব দেখা দিয়েছে । অক্সিজেনের ঘাটতি মেটাতে সরকারের পক্ষ থেকে বিভিন্ন হাসপাতালে অক্সিজেন প্ল্যান্ট বসানোর প্রস্তুতি শুরু করে দিয়েছে । সরকারের পাশাপাশি অক্সিজেনের ঘাটতি মেটাতে এ বার উদ্যোগ নিল স্বেচ্ছাসেবী সংগঠন । গাইঘাটা কোভিড কেয়ারের উদ্যোগে চালু হল 5 শয্যার অক্সিজেন পার্লার ।

উত্তর 24 পরগনার ঠাকুরনগর মিলন সংঘের ক্লাব ঘরে সোমবার এই অক্সিজেন পার্লারের সূচনা হয় । কোভিড কেয়ার থেকে মিলবে ডাক্তারি পরিষেবাও । চলতি মাসের 18 তারিখ থেকে গাইঘাটা কোভিড কেয়ারের পথ চলা শুরু হয় । প্রথম দিন থেকে তারা গাইঘাটার বিভিন্ন এলাকায় কোভিড আক্রান্ত রোগীদের বিনামূল্যে ওষুধ, অ্যাম্বুলেন্স পরিষেবা ও বাড়ি জীবাণুমুক্ত করার মতো কাজ করত । প্রয়োজনে কোভিড আক্রান্ত রোগীর পরিবারের খাবার পৌঁছে দিত । কোভিড রোগীদের পাশে দাঁড়াতে গিয়ে তারা অনুভব করে কোভিড আক্রান্তদের অক্সিজেনের অভাব । বিভিন্ন সময়ে অক্সিজেন পেতে হয়রানির শিকার হতে হচ্ছে রোগীর পরিজনেদের । ফলে রোগীর অবস্থা অবনতি ঘটছে ।

সেই সমস্ত রোগীদের অক্সিজেনের ঘাটতি মেটাতে অক্সিজেন পার্লার তৈরি করে গাইঘাটা কোভিড কেয়ার ইউনিট । আজ প্রাথমিকভাবে 5 শযার অক্সিজেন পার্লার চালু করে তারা । এ দিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপাড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের বিএমওএইচ সুজন গাইন, গাইঘাটা থানার আধিকারিক বলাই ঘোষ-সহ সংগঠনের সদস্যরা ।

আরও পড়ুন: ঘূর্ণিঝড়ে পরিণত নিম্নচাপ, আগামী 24 ঘণ্টায় অতি শক্তিশালী হবে যশ : মৌসম ভবন

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, "গাইঘাটা এলাকায় যে সমস্ত কোভিড আক্রান্ত রোগী রয়েছেন, যাঁদের অক্সিজেনের প্রয়োজন, তাঁরা এখানে এসে নিখরচায় অক্সিজেন নিতে পারবেন ।"

অক্সিজেন পার্লারের উদ্বোধন

বিএমওএইচ সুজন গাইন বলেন, "গাইঘাটায় অক্সিজেনের অভাব তেমন একটা নেই । বিভিন্ন সংগঠন কোভিড আক্রান্তদের পাশে দাঁড়াতে এগিয়ে আসে । তাদের স্বাগত জানাই । গাইঘাটার কোভিড কেয়ার উইনিটকে সাধুবাদ জানাই ।" পাশাপাশি তিনি বলেন, "হাসপাতালের পক্ষ থেকে কোভিড কেয়ারে দিনে একবার হলেও পর্যবেক্ষণের জন্য ডাক্তার পাঠানো হবে ।"

গাইঘাটা, 24 মে: রাজ্যে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা । টিকা এবং অক্সিজেনের অভাব দেখা দিয়েছে । অক্সিজেনের ঘাটতি মেটাতে সরকারের পক্ষ থেকে বিভিন্ন হাসপাতালে অক্সিজেন প্ল্যান্ট বসানোর প্রস্তুতি শুরু করে দিয়েছে । সরকারের পাশাপাশি অক্সিজেনের ঘাটতি মেটাতে এ বার উদ্যোগ নিল স্বেচ্ছাসেবী সংগঠন । গাইঘাটা কোভিড কেয়ারের উদ্যোগে চালু হল 5 শয্যার অক্সিজেন পার্লার ।

উত্তর 24 পরগনার ঠাকুরনগর মিলন সংঘের ক্লাব ঘরে সোমবার এই অক্সিজেন পার্লারের সূচনা হয় । কোভিড কেয়ার থেকে মিলবে ডাক্তারি পরিষেবাও । চলতি মাসের 18 তারিখ থেকে গাইঘাটা কোভিড কেয়ারের পথ চলা শুরু হয় । প্রথম দিন থেকে তারা গাইঘাটার বিভিন্ন এলাকায় কোভিড আক্রান্ত রোগীদের বিনামূল্যে ওষুধ, অ্যাম্বুলেন্স পরিষেবা ও বাড়ি জীবাণুমুক্ত করার মতো কাজ করত । প্রয়োজনে কোভিড আক্রান্ত রোগীর পরিবারের খাবার পৌঁছে দিত । কোভিড রোগীদের পাশে দাঁড়াতে গিয়ে তারা অনুভব করে কোভিড আক্রান্তদের অক্সিজেনের অভাব । বিভিন্ন সময়ে অক্সিজেন পেতে হয়রানির শিকার হতে হচ্ছে রোগীর পরিজনেদের । ফলে রোগীর অবস্থা অবনতি ঘটছে ।

সেই সমস্ত রোগীদের অক্সিজেনের ঘাটতি মেটাতে অক্সিজেন পার্লার তৈরি করে গাইঘাটা কোভিড কেয়ার ইউনিট । আজ প্রাথমিকভাবে 5 শযার অক্সিজেন পার্লার চালু করে তারা । এ দিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপাড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের বিএমওএইচ সুজন গাইন, গাইঘাটা থানার আধিকারিক বলাই ঘোষ-সহ সংগঠনের সদস্যরা ।

আরও পড়ুন: ঘূর্ণিঝড়ে পরিণত নিম্নচাপ, আগামী 24 ঘণ্টায় অতি শক্তিশালী হবে যশ : মৌসম ভবন

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, "গাইঘাটা এলাকায় যে সমস্ত কোভিড আক্রান্ত রোগী রয়েছেন, যাঁদের অক্সিজেনের প্রয়োজন, তাঁরা এখানে এসে নিখরচায় অক্সিজেন নিতে পারবেন ।"

অক্সিজেন পার্লারের উদ্বোধন

বিএমওএইচ সুজন গাইন বলেন, "গাইঘাটায় অক্সিজেনের অভাব তেমন একটা নেই । বিভিন্ন সংগঠন কোভিড আক্রান্তদের পাশে দাঁড়াতে এগিয়ে আসে । তাদের স্বাগত জানাই । গাইঘাটার কোভিড কেয়ার উইনিটকে সাধুবাদ জানাই ।" পাশাপাশি তিনি বলেন, "হাসপাতালের পক্ষ থেকে কোভিড কেয়ারে দিনে একবার হলেও পর্যবেক্ষণের জন্য ডাক্তার পাঠানো হবে ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.