ETV Bharat / state

জ্যোতিপ্রিয়র গড়ে তিনশোর বেশি কর্মী সমর্থকের বিজেপিতে যোগদান

তৃণমূল নেতা সোমনাথ দত্তের নেতৃত্বে তিনশোর বেশি কর্মী সমর্থক তৃণমূল ছেড়ে যোগ দেন বিজেপিতে। বারাসতে বিজেপির দলীয় কর্মসূচিতে হাজির হয়ে গেরুয়া ঝান্ডা তুলে নেন তাঁরা । দলের ঝান্ডা তুলে দেন বিজেপি নেতা বিশ্বপ্রিয় রায়চৌধুরি ।

সোমনাথ দত্ত
সোমনাথ দত্ত
author img

By

Published : Dec 19, 2020, 12:05 PM IST

বারাসত, 19 ডিসেম্বর : একের পর এক নেতা , বিধায়ক, সাংসদের বিদ্রোহ । দল ছেড়ে কেউ কেউ আবার পা বাড়িয়ে রয়েছে বিজেপিতে যাওয়ার জন্য । তৃণমূল দলে যখন এইরকম ডামাডোল অবস্থা, ঠিক তখনই খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের গড় হাবরা বিধানসভায় ধস নামল শাসকদলে । তৃণমূল নেতা সোমনাথ দত্তের নেতৃত্বে তিনশোর বেশি কর্মী সমর্থক শুক্রবার দল ছেড়ে যোগ দিলেন গেরুয়া শিবিরে । এইদিন বিকেলে বারাসতে বিজেপির দলীয় এক কর্মসূচিতে হাজির হয়ে বিজেপির ঝান্ডা তুলে নেন তাঁরা। দলত্যাগীদের হাতে এদিন দলের ঝান্ডা তুলে দেন বিজেপি নেতা বিশ্বপ্রিয় রায়চৌধুরি । হাজির ছিলেন বিজেপির বারাসত সাংগঠনিক জেলা সভাপতি শঙ্কর চট্টোপাধ্যায় সহ বিজেপির রাজ্য স্তরের নেতারা ।

এদিন সকালেই জেলাপরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষের পদ ছেড়ে বিজেপিতে যাওয়ার জল্পনা বাড়িয়েছেন তৃণমূলের প্রভাবশালী নেতা ফিরোজ কালাম গাজী ওরফে বাবু মাস্টার । এদিনই আবার তৃণমূলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন ব্যারাকপুরের বিধায়ক শীলভদ্র দত্ত । তিনিও বিজেপিতে যোগ দিতে পারেন বলে জল্পনা চলছে । এর আগে জেলাপরিষদের আর এক কর্মাধ্যক্ষ ও তৃণমূলের পুরানো নেতা রতন ঘোষ দল ছেড়ে নাম লিখিয়েছেন গেরুয়া শিবিরে । তৃণমূলের একের পর এক নেতা, বিধায়ক ও মন্ত্রী যখন বেসুরো গাইতে শুরু করেছে, তখন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের গড় হাবরা বিধানসভায় দল ছাড়ার হিড়িক পড়েছে তৃণমূল নেতা ও কর্মীদের । বিধানসভা ভোটের আগে শাসক শিবিরের অস্বস্তি বাড়বে বলেই মত রাজনৈতিক মহলের ।


আরও পড়ুন : তৃণমূল ছাড়লেন বিধায়ক বনশ্রী মাইতি

এদিকে, খোদ খাদ্যমন্ত্রীর গড় তৃণমূলে ধস নামাতে পেরে রীতিমতো উজ্জীবিত গেরুয়া শিবির । আর তার সুর শোনা গিয়েছে বিজেপির রাজ্য সহ-সভাপতি বিশ্বপ্রিয় রায়চৌধুরীর গলাতে । তিনি বলেন,"এদিন তৃণমূল নেতা সোমনাথ দত্তের নেতৃত্বে যারা বিজেপিতে যোগ দিলেন,তাঁদের অধিকাংশই নবীন । এর ফলে হাবরায় দলীয় সংগঠন আরও মজবুত হবে । বিধানসভা ভোটের পর খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের কোনও অস্তিত্ব থাকবে না । তিনি উজ্জ্বল হয়ে থাকবেন খাদ্য কেলেঙ্কারির মন্ত্রী হিসেবে।" হাবরা বিধানসভা জেতার সঙ্গে সঙ্গে বারাসত জেলার ন'টি আসনই বিজেপির দখলে থাকবে বলে আশাবাদী তিনি । অন্যদিকে, এই যোগদানের ফলে তৃণমূলের কোনও ক্ষতি হবে না কিংবা দলে কোনও প্রভাব পড়বে না বলেই দাবি শাসক শিবিরের।

বারাসত, 19 ডিসেম্বর : একের পর এক নেতা , বিধায়ক, সাংসদের বিদ্রোহ । দল ছেড়ে কেউ কেউ আবার পা বাড়িয়ে রয়েছে বিজেপিতে যাওয়ার জন্য । তৃণমূল দলে যখন এইরকম ডামাডোল অবস্থা, ঠিক তখনই খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের গড় হাবরা বিধানসভায় ধস নামল শাসকদলে । তৃণমূল নেতা সোমনাথ দত্তের নেতৃত্বে তিনশোর বেশি কর্মী সমর্থক শুক্রবার দল ছেড়ে যোগ দিলেন গেরুয়া শিবিরে । এইদিন বিকেলে বারাসতে বিজেপির দলীয় এক কর্মসূচিতে হাজির হয়ে বিজেপির ঝান্ডা তুলে নেন তাঁরা। দলত্যাগীদের হাতে এদিন দলের ঝান্ডা তুলে দেন বিজেপি নেতা বিশ্বপ্রিয় রায়চৌধুরি । হাজির ছিলেন বিজেপির বারাসত সাংগঠনিক জেলা সভাপতি শঙ্কর চট্টোপাধ্যায় সহ বিজেপির রাজ্য স্তরের নেতারা ।

এদিন সকালেই জেলাপরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষের পদ ছেড়ে বিজেপিতে যাওয়ার জল্পনা বাড়িয়েছেন তৃণমূলের প্রভাবশালী নেতা ফিরোজ কালাম গাজী ওরফে বাবু মাস্টার । এদিনই আবার তৃণমূলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন ব্যারাকপুরের বিধায়ক শীলভদ্র দত্ত । তিনিও বিজেপিতে যোগ দিতে পারেন বলে জল্পনা চলছে । এর আগে জেলাপরিষদের আর এক কর্মাধ্যক্ষ ও তৃণমূলের পুরানো নেতা রতন ঘোষ দল ছেড়ে নাম লিখিয়েছেন গেরুয়া শিবিরে । তৃণমূলের একের পর এক নেতা, বিধায়ক ও মন্ত্রী যখন বেসুরো গাইতে শুরু করেছে, তখন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের গড় হাবরা বিধানসভায় দল ছাড়ার হিড়িক পড়েছে তৃণমূল নেতা ও কর্মীদের । বিধানসভা ভোটের আগে শাসক শিবিরের অস্বস্তি বাড়বে বলেই মত রাজনৈতিক মহলের ।


আরও পড়ুন : তৃণমূল ছাড়লেন বিধায়ক বনশ্রী মাইতি

এদিকে, খোদ খাদ্যমন্ত্রীর গড় তৃণমূলে ধস নামাতে পেরে রীতিমতো উজ্জীবিত গেরুয়া শিবির । আর তার সুর শোনা গিয়েছে বিজেপির রাজ্য সহ-সভাপতি বিশ্বপ্রিয় রায়চৌধুরীর গলাতে । তিনি বলেন,"এদিন তৃণমূল নেতা সোমনাথ দত্তের নেতৃত্বে যারা বিজেপিতে যোগ দিলেন,তাঁদের অধিকাংশই নবীন । এর ফলে হাবরায় দলীয় সংগঠন আরও মজবুত হবে । বিধানসভা ভোটের পর খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের কোনও অস্তিত্ব থাকবে না । তিনি উজ্জ্বল হয়ে থাকবেন খাদ্য কেলেঙ্কারির মন্ত্রী হিসেবে।" হাবরা বিধানসভা জেতার সঙ্গে সঙ্গে বারাসত জেলার ন'টি আসনই বিজেপির দখলে থাকবে বলে আশাবাদী তিনি । অন্যদিকে, এই যোগদানের ফলে তৃণমূলের কোনও ক্ষতি হবে না কিংবা দলে কোনও প্রভাব পড়বে না বলেই দাবি শাসক শিবিরের।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.