বারাসত, 6 নভেম্বর: রেশন দুর্নীতিকাণ্ডে ইডি'র হাতে গ্রেফতার হওয়ার আগে দলের প্রকাশ্য মঞ্চ থেকে বিরোধীদের জেলে ঢোকানোর হুঁশিয়ারি দিয়েছিলেন প্রাক্তন খাদ্যমন্ত্রী ও বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। শুধু তাই নয়, ওই মঞ্চ থেকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সম্পর্কে বিতর্কিত মন্তব্য করতেও পিছপা হননি হাবরার তৃণমূল বিধায়ক। যা দেখে বিরোধীরা বলতে শুরু করেছেন, প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের দাপট উত্তর 24 পরগনা জেলায় কতটা, তা বোঝা যায় এর থেকেই ! কটাক্ষের সুরে বিরোধী শিবির এও বলছে, ভাগ্যের কী পরিহাস ! বিরোধীদের শায়েস্তা করতে যিনি একসময় জেলে ঢোকানোর দাওয়াই দিয়েছিলেন, তিনিই এখন রেশন দুর্নীতিকাণ্ডে গ্রেফতার হয়ে সেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি'র হেফাজতে ৷
সম্প্রতি প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা হাবরার তৃণমূল বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিকের সেই হুমকি-ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। সেখানে তিনি দলের প্রকাশ্য সভা মঞ্চ থেকে বিরোধীদের উদ্দেশ্যে হুঁশিয়ারি দিয়ে বলছেন, "আমাকে ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্স দেখিয়ে লাভ নেই। এতে আমি কোনও ভয় পাই না। ইডির চিঠি থুতু দিয়ে ফেলে দেব! থুতু দিয়ে ফেলে দেবো সিবিআই-ইনকাম ট্যাক্সের চিঠিও। কেউ কেউ মনে করছে ধমকালে, চমকালে সরে যাব। হাবরায় কোনও ধমকানো, চমকানো চলবে না। দু-একটা চিড়িং, বিড়িং করছে। মাইক্রোফোনের আওয়াজ শুনে নিন! তাঁদের স্থান হবে জেলে। ওই চিড়িং, বিড়িংদের ভিতরে ঢোকানোর দায়িত্ব নিল জ্যোতিপ্রিয় মল্লিক আজ থেকে ৷" এরপরই গেরুয়া শিবিরের উদ্দেশ্যে তৎকালীন খাদ্যমন্ত্রী ও জেলা তৃণমূলের দাপুটে নেতা জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, "বিজেপি ভাবছে দু-চারজনকে হাওয়া দিয়ে দেব! হাওয়া দেবেন না। জ্যোতিপ্রিয় মল্লিক খুব কঠিন। আমি হলাম ইস্পাত। আমাকে যত পেটাবেন, আমি তত খাড়া হয়ে থাকব। বেকব না। লড়াই হবে। কেউ বলছে খেলা হবে। খেলা তো হবেই ! আমি তো মালের খেলা খেলি না। উন্নয়নের খেলা খেলি ৷"
এদিকে, ওই সভা মঞ্চ থেকে নিজেকে জমিদার বংশের ছেলে হিসেবে পরিচয় দিয়ে জ্যোতিপ্রিয় বলেছিলেন, "লোকের খেতে কত টাকা লাগে ভাই !সর্বোচ্চ কত টাকা লাগতে পারে ? বড়লোকের ঘরের ছেলে আমি। জমিদার বংশের ছেলে। খেতে কত লাগে ? দিনে 50 টাকা। দুপুরে 20 টাকা। রাতে আরও 50 টাকা। 120 টাকা খেলে যথেষ্ট খাওয়া। এর বেশি খেলে সামাল দেওয়া যাবে না। বদ হজম হয়ে যাবে। তারপর মুখ্যমন্ত্রী সব ফ্রি করে দিয়েছেন। এপ্রিল মাস থেকে কোনও টাকা নেওয়া যাবে না। আমি বললাম চাল দুই টাকা। গম দুই টাকা। মুখ্যমন্ত্রী বললেন তাও নেওয়া যাবে না। শুধু সমালোচনা করলে হবে না। কাজ করতে হবে। শুধু ইনকাম ট্যাক্সের ভয় দেখানো। ইডি-সিবিআইয়ের ভয় দেখানো। এসব চলবে না। আমি এটাও বলেছি হাবরার কোনও তৃণমূল কর্মী কিংবা সাধারণ মানুষের গায়ে হাত পড়লে জ্যোতিপ্রিয় মল্লিকের ভয়ঙ্কর রূপ দেখবে ৷"
আরও পড়ুন: বাড়ল মেয়াদ, 13 নভেম্বর পর্যন্ত ইডি হেফাজতে জ্যোতিপ্রিয়
অন্যদিকে, রেশন দুর্নীতিকাণ্ডে ধৃত জ্যোতিপ্রিয় মল্লিকের এই হুমকি-ভিডিয়ো প্রকাশ্যে আসতেই সরগরম হয়ে উঠেছে রাজ্য-রাজনীতি। যদিও এনিয়ে গুরুত্ব দিচ্ছে না বিরোধী শিবির। উলটে প্রাক্তন খাদ্যমন্ত্রীকে কটাক্ষ করে সিপিএমের জেলা সম্পাদক মন্ডলীর সদস্য আহমেদ আলি খান বলেছেন, "আগে উনি নিজেকে রক্ষা করুন। যেভাবে জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধে একের পর এক তথ্য বেরিয়ে আসছে তাতে এটা প্রমাণিত উনি এই রেশন দুর্নীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তাই, আমাদের জেলে ঢোকানোর কথা না ভেবে আগে নিজে কীভাবে জেল থেকে বেরোবেন তার চেষ্টা করুক।ওর সঙ্গে এটাই হওয়ার ছিল ৷"