ETV Bharat / state

Road Accident: গাড়ির ধাক্কায় মৃত্যু সাইকেল আরোহীর - Road Accident

গাড়ির ধাক্কায় মৃত্যু সাইকেল আরোহীর (Death in a Road Accident) ৷ 21 জুলাইয়ের সমাবেশের গাড়িকে ওভারটেক করতে গিয়েই সাইকেল আরোহীকে ধাক্কা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে একটি 407 গাড়ি ৷

Road Accident
গাড়ির ধাক্কায় মৃত্যু সাইকেল আরোহীর
author img

By

Published : Jul 21, 2022, 10:41 PM IST

আমডাঙা, 21 জুলাই: শহিদ দিবসের সমাবেশের গাড়িকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সাইকেল আরোহীকে ধাক্কা মারল একটি বেপরোয়া 407গাড়ি (one person death in a road accident in amdanga at north 24 pargana)। ঘটনায় শেখ কারিমুল্লা (26) নামে এক যুবকের মৃত্যু হয়েছে ৷ বৃহস্পতিবার উত্তর 24 পরগনার আমডাঙার 34 নম্বর জাতীয় সড়ক চত্বরে দুর্ঘটনাটি ঘটেছে ৷ মৃত শেখ কারিমুল্লা আমডাঙার রাহানা এলাকার বাসিন্দা ৷

পুলিশ সূত্রে খবর, একুশে জুলাইয়ের সমাবেশের জন্য বৃহস্পতিবার সকাল থেকেই 34 নম্বর জাতীয় সড়কে গাড়ির চলাচল অন্যান্য দিনের থেকে বেশি ছিল । তারই মধ্যে আমডাঙার রাহানা মোড়ের 34 নম্বর জাতীয় সড়ক ধরে দ্রুত গতিতে আসা একটি 407 গাড়ি 21 জুলাইয়ের সমাবেশের একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে দাঁড়িয়ে এক সাইকেল আরোহীকে ধাক্কা মারে এবং নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে পড়ে য়ায় ৷ গুরুতর আহত অবস্থায় স্থানীয় বাসিন্দারা সাইকেল আরোহীকে উদ্ধার করে আমডাঙা গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা ওই যুবককে মৃত বলে ঘোষণা করেন।

গাড়ির ধাক্কায় মৃত্যু সাইকেল আরোহীর

আরও পড়ুন: 'কাদের বার্থ সার্টিফিকেট দিয়েছিলেন' বিকাশরঞ্জনকে আক্রমণ মমতার, পালটা দিলেন কলকাতার প্রাক্তন মেয়র

দুর্ঘটনার জেরেই সাময়িক যানচলাচল ব্যাহত হয় 34 নম্বর জাতীয় সড়কে । পরে আমডাঙা থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ক্রেনের সাহায্যে নয়ানজুলি থেকে দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি উদ্ধার করলেও পলাতক ঘাতক গাড়ির চালক ৷

আমডাঙা, 21 জুলাই: শহিদ দিবসের সমাবেশের গাড়িকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সাইকেল আরোহীকে ধাক্কা মারল একটি বেপরোয়া 407গাড়ি (one person death in a road accident in amdanga at north 24 pargana)। ঘটনায় শেখ কারিমুল্লা (26) নামে এক যুবকের মৃত্যু হয়েছে ৷ বৃহস্পতিবার উত্তর 24 পরগনার আমডাঙার 34 নম্বর জাতীয় সড়ক চত্বরে দুর্ঘটনাটি ঘটেছে ৷ মৃত শেখ কারিমুল্লা আমডাঙার রাহানা এলাকার বাসিন্দা ৷

পুলিশ সূত্রে খবর, একুশে জুলাইয়ের সমাবেশের জন্য বৃহস্পতিবার সকাল থেকেই 34 নম্বর জাতীয় সড়কে গাড়ির চলাচল অন্যান্য দিনের থেকে বেশি ছিল । তারই মধ্যে আমডাঙার রাহানা মোড়ের 34 নম্বর জাতীয় সড়ক ধরে দ্রুত গতিতে আসা একটি 407 গাড়ি 21 জুলাইয়ের সমাবেশের একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে দাঁড়িয়ে এক সাইকেল আরোহীকে ধাক্কা মারে এবং নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে পড়ে য়ায় ৷ গুরুতর আহত অবস্থায় স্থানীয় বাসিন্দারা সাইকেল আরোহীকে উদ্ধার করে আমডাঙা গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা ওই যুবককে মৃত বলে ঘোষণা করেন।

গাড়ির ধাক্কায় মৃত্যু সাইকেল আরোহীর

আরও পড়ুন: 'কাদের বার্থ সার্টিফিকেট দিয়েছিলেন' বিকাশরঞ্জনকে আক্রমণ মমতার, পালটা দিলেন কলকাতার প্রাক্তন মেয়র

দুর্ঘটনার জেরেই সাময়িক যানচলাচল ব্যাহত হয় 34 নম্বর জাতীয় সড়কে । পরে আমডাঙা থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ক্রেনের সাহায্যে নয়ানজুলি থেকে দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি উদ্ধার করলেও পলাতক ঘাতক গাড়ির চালক ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.