বারাসত, 1 অগস্ট : 'এক দেশ, এক রেশন কার্ড' আওতাধীন মানুষেরাও বিনামূল্যে রেশন পাবেন এই রাজ্যে । এর ফলে উপকৃত হবেন প্রায় 6 কোটি 10 লাখ মানুষ ।
খাদ্যমন্ত্রী রথীন ঘোষ বলেন, "এক দেশ রেশন কার্ড-এর নোটিফিকেশন জারি করা হয়েছে । 3 অগস্ট থেকে এই প্রকল্প চালু হতে চলেছে রাজ্যে। বর্তমানে রাজ্যে 10 কোটি 33 লাখ মানুষ বিনামূল্যে রেশন পেয়ে থাকেন। এর মধ্যে এনএফএসএ-র আওতাভুক্ত 6 কোটি 10 লাখ মানুষ । বাকি রাজ্য সরকারের খাদ্য সুরক্ষা যোজনার আওতাধীন ৷"
এরপরই এনএফএসএ-র উপকারিতা নিয়ে ব্যাখা দিতে গিয়ে খাদ্যমন্ত্রী রথীন ঘোষ বলেন, "এর আওতাভুক্তরা এই রাজ্যে রেশন তোলার ক্ষেত্রে যেমন সুবিধা পাবেন তেমনই সুবিধা পাবেন অন্য রাজ্যেও৷ " তবে, খাদ্য সুরক্ষা যোজনার আওতাধীন মানুষেরা যে ভিন রাজ্যে এর সুবিধা থেকে বঞ্চিত হবেন তাও শোনা গিয়েছে খাদ্যমন্ত্রীর গলাতে।
এ বিষয়ে তিনি আরও বলেন, "এই সুবিধা মিলবে কেবলমাত্র 'এক দেশ, এক রেশন কার্ড'-এর আওতাধীনদেরই ৷" খাদ্য সুরক্ষা যোজনার সঙ্গে এনএফএসএ-র পলিসিগত পার্থক্য রয়েছে । সে কারণেই খাদ্য সুরক্ষা যোজনার আওতাভুক্তরা অন্য রাজ্যে গেলে এর সুবিধা পাবেন না ৷" তবে আগামীদিনে এনএফএসএ-র মতো খাদ্য সুরক্ষা যোজনার আওতাভুক্তদেরও এর সুবিধা দেওয়া যায় কি না সেটি মুখ্যমন্ত্রীর গোচরে আনা হবে বলেও জানিয়েছেন খাদ্যমন্ত্রী ।
এদিকে, রাজ্যে কবে থেকে দুয়ারে রেশন চালু হচ্ছে সে বিষয়ে জিজ্ঞাসা করা হলে খাদ্যমন্ত্রী বলেন, "মুখ্যমন্ত্রী এনিয়ে একটি টাস্ক ফোর্স গঠন করেছেন। তাদের সবুজ সংকেত মিললেই চালু করা সম্ভব হবে দুয়ারে রেশন প্রকল্প ৷"
প্রসঙ্গত, কেন্দ্রীয় সরকারের 'এক দেশ, এক রেশন কার্ড' চালু করা নিয়ে বারবার সংঘাতে জড়িয়েছে রাজ্য সরকার। এনিয়ে মুখ্যমন্ত্রীর দাবি ছিল, রাজ্যের খাদ্য সুরক্ষা যোজনা প্রকল্পে অনেক বেশি মানুষকে সুবিধা দেওয়া হচ্ছে। আর সেই সুবিধা দেওয়া হচ্ছে সম্পূর্ণ বিনামূল্যে। ফলে রাজ্য সরকারের ইচ্ছার বিরুদ্ধে এতদিন এই প্রকল্প চালু করা সম্ভব হয়নি কেন্দ্রীয় সরকারের।
শেষে, পরিযায়ী শ্রমিকদের কথা মাথায় রেখে সুপ্রিম কোর্ট নির্দেশ দেয়, 31 জুলাইয়ের মধ্যে সমস্ত রাজ্যে 'এক দেশ, এক রেশন কার্ড' চালু করতে হবে। শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টের নির্দেশে পশ্চিমবঙ্গে চালু হতে চলেছে 'এক দেশ, এক রেশন কার্ড'-এর সুবিধা।