বেলঘরিয়া, 31 মার্চ : উত্তর 24 পরগনায় কোরোনা আক্রান্ত আরও এক । এবার বেলঘরিয়ায় খোঁজ মিলল জেলার দ্বিতীয় কোরোনা আক্রান্তের। সবমিলিয়ে রাজ্যের কোরোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল 27 ।
আজ বেলঘরিয়ার বাসিন্দার টেস্ট রিপোর্টে কোরোনা পজ়িটিভ এসেছে । বর্তমানে রথতলার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন তিনি। পাশাপাশি যক্ষ্মায় ভুগছেন তিনি।
23 মার্চ থেকে জ্বর-সর্দি-কাশি ছিল তাঁর ৷ স্থানীয়দের তরফে জানা গেছে, 57 বছর বয়সি ওই ব্যক্তিকে 27 মার্চ হাসপাতালে ভরতি করা হয়েছিল। গতকাল তাঁর লালারস পরীক্ষার (সোয়াব টেস্ট) জন্য পাঠানো হয়। আজ রিপোর্ট এলে জানা যায়, তিনি কোরোনা আক্রান্ত । একটি ছোট খাবারের দোকান রয়েছে ওই ব্যক্তির ৷
ইতিমধ্যে স্বাস্থ্য আধিকারিকরা তাঁর বাড়ির দিকে রওনা দিয়েছেন। কীভাবে তাঁর মধ্যে কোরোনার সংক্রমণ হল পুরো ইতিহাস জানতে চায় স্বাস্থ্য দপ্তর। সেই অনুযায়ী ওই রোগীর সংস্পর্শে যাঁরা এসেছিলেন, তাঁদের কোয়ারান্টাইনে রাখা হবে । ওই রোগীকে ঘিরে এলাকায় যাতে আতঙ্ক না-ছড়ায়, সেদিকেও নজর রাখছে প্রশাসন।
প্রসঙ্গত, 19 মার্চ হাবড়ার বাসিন্দা স্কটল্যান্ড ফেরত এক যুবতির কোরোনা পজিটিভ ধরা পড়ে। বেলেঘাটা ID হাসপাতালে চিকিৎসার পর আপাতত তিনি সুস্থ ।