ETV Bharat / state

নৈহাটিতে বাড়িতে ঢুকে ব্যক্তিকে গুলি করে খুন - নৈহাটির খুনের খবর

নৈহাটির হাজিনগরে খুন এক ব্যক্তি ৷ বাড়িতে ঢুকে তাঁকে গুলি করে খুন করে দুষ্কৃতীরা ৷

murder
author img

By

Published : Oct 10, 2019, 11:05 AM IST

Updated : Oct 10, 2019, 12:08 PM IST

নৈহাটি , 10 অক্টোবর : নৈহাটির গরিফার পুলিশ ফাঁড়ির কাছে বাসন্তীতে খুন এক ব্যক্তি ৷ মৃতের নাম অমরনাথ তিওয়ারি (45) ৷ বাড়ির ভেতর ঢুকে তাঁকে গুলি করে খুন করে দুষ্কৃতীরা ৷

বাসন্তী পল্লি এলাকায় দুষ্কৃতীদের কার্যকলাপের প্রতিবাদ করেছিলেন অমরনাথের ছেলে আসু তিওয়ারি । প্রতিবাদ করার কারণে গতকাল রাত দশটা নাগাদ তাঁর বাড়িতে এসে হুমকি দিয়ে যায় দুষ্কৃতীরা । তাদের কাছে অস্ত্র ছিল ৷ দুষ্কৃতীদের বিরুদ্ধে থানায় অভিযোগ জানাতে যান অমরনাথ ও তাঁর পরিবার । পুলিশে অভিযোগ দায়ের করার জন্য আবার তাঁদের বাড়িতে গভীর রাতে জনা পঁচিশেক দুষ্কৃতী হামলা করে ৷ তাদের প্রত্যেকের কাছে আগ্নেয়াস্ত্র ছিল ৷

শুনে নিন কিরা তেওয়ারির বক্তব্য...

দুষ্কৃতীরা আসু তিওয়ারিকে খুন করতে এসেছিল ৷ ছেলেকে বাঁচানোর জন্য বাধা দিতে যান তিনি ৷ সেই মুহূর্তে দুষ্কৃতীরা তাঁকে গুলি করে ৷ তাঁকে লক্ষ্য করে দুটো গুলি চালানো হয় ৷ আসু বেঁচে যান ৷ কিন্তু মৃত্যু হয় অমরনাথের ৷

আসুর অভিযোগ , দুষ্কৃতীদের নেতৃত্ব ছিল বিহারী এবং আমন । তাদের নেতৃত্বেই এই হামলা হয়েছে । পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে ৷ নৈহাটি থানার পুলিশ এখনও পর্যন্ত 10 জনকে আটক করেছে । তবে একেবারে পুলিশের নাকের ডগায় এই ধরনের ঘটনা ঘটায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে । স্থানীয়দের অভিযোগ , দুষ্কৃতীদের বিরূদ্ধে পুলিশ আগেই ব্যবস্থা নিলে এই খুন হত না । দুষ্কৃতী দৌরাত্ম্যের বিরূদ্ধে পুলিশ কোনও ব্যবস্থাই নেয়নি ৷ এলাকায় আতঙ্ক ছড়িয়েছে অনেকদিন ধরেই ৷

নৈহাটি , 10 অক্টোবর : নৈহাটির গরিফার পুলিশ ফাঁড়ির কাছে বাসন্তীতে খুন এক ব্যক্তি ৷ মৃতের নাম অমরনাথ তিওয়ারি (45) ৷ বাড়ির ভেতর ঢুকে তাঁকে গুলি করে খুন করে দুষ্কৃতীরা ৷

বাসন্তী পল্লি এলাকায় দুষ্কৃতীদের কার্যকলাপের প্রতিবাদ করেছিলেন অমরনাথের ছেলে আসু তিওয়ারি । প্রতিবাদ করার কারণে গতকাল রাত দশটা নাগাদ তাঁর বাড়িতে এসে হুমকি দিয়ে যায় দুষ্কৃতীরা । তাদের কাছে অস্ত্র ছিল ৷ দুষ্কৃতীদের বিরুদ্ধে থানায় অভিযোগ জানাতে যান অমরনাথ ও তাঁর পরিবার । পুলিশে অভিযোগ দায়ের করার জন্য আবার তাঁদের বাড়িতে গভীর রাতে জনা পঁচিশেক দুষ্কৃতী হামলা করে ৷ তাদের প্রত্যেকের কাছে আগ্নেয়াস্ত্র ছিল ৷

শুনে নিন কিরা তেওয়ারির বক্তব্য...

দুষ্কৃতীরা আসু তিওয়ারিকে খুন করতে এসেছিল ৷ ছেলেকে বাঁচানোর জন্য বাধা দিতে যান তিনি ৷ সেই মুহূর্তে দুষ্কৃতীরা তাঁকে গুলি করে ৷ তাঁকে লক্ষ্য করে দুটো গুলি চালানো হয় ৷ আসু বেঁচে যান ৷ কিন্তু মৃত্যু হয় অমরনাথের ৷

আসুর অভিযোগ , দুষ্কৃতীদের নেতৃত্ব ছিল বিহারী এবং আমন । তাদের নেতৃত্বেই এই হামলা হয়েছে । পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে ৷ নৈহাটি থানার পুলিশ এখনও পর্যন্ত 10 জনকে আটক করেছে । তবে একেবারে পুলিশের নাকের ডগায় এই ধরনের ঘটনা ঘটায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে । স্থানীয়দের অভিযোগ , দুষ্কৃতীদের বিরূদ্ধে পুলিশ আগেই ব্যবস্থা নিলে এই খুন হত না । দুষ্কৃতী দৌরাত্ম্যের বিরূদ্ধে পুলিশ কোনও ব্যবস্থাই নেয়নি ৷ এলাকায় আতঙ্ক ছড়িয়েছে অনেকদিন ধরেই ৷

Intro:Body:নৈহাটি নৈহাটি থানার অন্তর্গত গরিফা পুলিশ ফাঁড়ির ঢিলছোঁড়া দূরত্বে হাজীনগরে বাসন্তীতলা এলাকায় গুলি করে খুন ৪৫ বছরের এক ব্যক্তিকে। মৃত ব্যক্তির নাম অমর নাথ তেওয়ারি। বাড়ির ভেতর ঢুকে গুলি করে খুন করে দুস্কৃতিরা।তার ছেলে আসু তেওয়ারি কে মারতে এসে বাবা অমরনাথ তেওয়ারি দুষ্কৃতীদের বাধা দিতে গেলে তাকেই কে গুলি করে খুন করে দুস্কৃতিরা।এলাকায় আতঙ্ক।Conclusion:
Last Updated : Oct 10, 2019, 12:08 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.