নৈহাটি , 10 অক্টোবর : নৈহাটির গরিফার পুলিশ ফাঁড়ির কাছে বাসন্তীতে খুন এক ব্যক্তি ৷ মৃতের নাম অমরনাথ তিওয়ারি (45) ৷ বাড়ির ভেতর ঢুকে তাঁকে গুলি করে খুন করে দুষ্কৃতীরা ৷
বাসন্তী পল্লি এলাকায় দুষ্কৃতীদের কার্যকলাপের প্রতিবাদ করেছিলেন অমরনাথের ছেলে আসু তিওয়ারি । প্রতিবাদ করার কারণে গতকাল রাত দশটা নাগাদ তাঁর বাড়িতে এসে হুমকি দিয়ে যায় দুষ্কৃতীরা । তাদের কাছে অস্ত্র ছিল ৷ দুষ্কৃতীদের বিরুদ্ধে থানায় অভিযোগ জানাতে যান অমরনাথ ও তাঁর পরিবার । পুলিশে অভিযোগ দায়ের করার জন্য আবার তাঁদের বাড়িতে গভীর রাতে জনা পঁচিশেক দুষ্কৃতী হামলা করে ৷ তাদের প্রত্যেকের কাছে আগ্নেয়াস্ত্র ছিল ৷
দুষ্কৃতীরা আসু তিওয়ারিকে খুন করতে এসেছিল ৷ ছেলেকে বাঁচানোর জন্য বাধা দিতে যান তিনি ৷ সেই মুহূর্তে দুষ্কৃতীরা তাঁকে গুলি করে ৷ তাঁকে লক্ষ্য করে দুটো গুলি চালানো হয় ৷ আসু বেঁচে যান ৷ কিন্তু মৃত্যু হয় অমরনাথের ৷
আসুর অভিযোগ , দুষ্কৃতীদের নেতৃত্ব ছিল বিহারী এবং আমন । তাদের নেতৃত্বেই এই হামলা হয়েছে । পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে ৷ নৈহাটি থানার পুলিশ এখনও পর্যন্ত 10 জনকে আটক করেছে । তবে একেবারে পুলিশের নাকের ডগায় এই ধরনের ঘটনা ঘটায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে । স্থানীয়দের অভিযোগ , দুষ্কৃতীদের বিরূদ্ধে পুলিশ আগেই ব্যবস্থা নিলে এই খুন হত না । দুষ্কৃতী দৌরাত্ম্যের বিরূদ্ধে পুলিশ কোনও ব্যবস্থাই নেয়নি ৷ এলাকায় আতঙ্ক ছড়িয়েছে অনেকদিন ধরেই ৷