ETV Bharat / state

ভাটপাড়ায় উদ্ধার যুবকের রক্তাক্ত দেহ - উত্তর 24 পরগনা

পেশায় দিনমজুর ছিলেন ইমতিয়াজ় ৷ সোমবার রাতে ভাটপাড়ার বাসিন্দা ইমতিয়াজ়কে বাড়ি থেকে ডেকে নিয়ে যান তাঁর বন্ধুরা ৷ বাড়ির কাছেই টিনের গোডাউনে গিয়েছিলেন ইমতিয়াজ় ৷ এরপর রাতে তাঁর বাড়িতে খবর আসে, ইমতিয়াজ়ের বন্ধুরা তাঁকে মারধর করেছে ৷

death
author img

By

Published : Oct 30, 2019, 9:02 PM IST

Updated : Oct 31, 2019, 12:44 AM IST

ভাটপাড়া, 30 অক্টোবর : ভাটপাড়ায় রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় এক যুবককে ৷ যুবকের নাম ইমতিয়াজ় আলি (28) ৷ পুলিশ সূত্রে খবর, ইমতিয়াজ়ের মাথায় রড দিয়ে আঘাত করা হয়েছিল ৷

পেশায় দিনমজুর ছিলেন ইমতিয়াজ় ৷ সোমবার রাতে ভাটপাড়ার বাসিন্দা ইমতিয়াজ়কে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় তাঁর বন্ধুরা ৷ তাঁর বাড়ির কাছেই টিনের গোডাউনে গিয়েছিলেন ইমতিয়াজ় ৷ এরপর রাতে তাঁর বাড়িতে খবর আসে, ইমতিয়াজ়ের বন্ধুরা তাঁকে মারধর করেছে ৷ ঘটনাস্থানে পৌঁছায় ভাটপাড়া থানার পুলিশ ৷ ইমতিয়াজ়ের রক্তাক্ত দেহ উদ্ধার করে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ তাঁর মাথায় আঘাতের ক্ষত ছিল ৷ আশঙ্কাজনক হওয়ায় এরপর তাঁকে কল্যাণী জওহরলাল নেহরু হাসপাতালে নিয়ে যাওয়া হয় । সেখানেই চিকিৎসারত ছিলেন তিনি ৷ গতরাতে তাঁর মৃত্যু হয় ৷

দেখুন ভিডিয়ো...

ইমতিয়াজ়ের পরিবারের অভিযোগ , তাঁকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে তাঁকে খুন করেছে বন্ধুরাই ৷ ইমতিয়াজ়ের বাবা মহম্মদ আলি ভাটপাড়া থানায় ইমতিয়াজ়ের চার বন্ধু মহম্মদ ইসমাইল, আকবর আলি, মহম্মদ এহসান, মহম্মদ জুগনুর বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেছেন । অভিযুক্তদের খুঁজছে পুলিশ ৷

কী কারণে এই খুন? কোনও ব্যক্তিগত আক্রোশ ছিল কী না তা খতিয়ে দেখছে ভাটপাড়া থানার পুলিশ ৷

ভাটপাড়া, 30 অক্টোবর : ভাটপাড়ায় রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় এক যুবককে ৷ যুবকের নাম ইমতিয়াজ় আলি (28) ৷ পুলিশ সূত্রে খবর, ইমতিয়াজ়ের মাথায় রড দিয়ে আঘাত করা হয়েছিল ৷

পেশায় দিনমজুর ছিলেন ইমতিয়াজ় ৷ সোমবার রাতে ভাটপাড়ার বাসিন্দা ইমতিয়াজ়কে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় তাঁর বন্ধুরা ৷ তাঁর বাড়ির কাছেই টিনের গোডাউনে গিয়েছিলেন ইমতিয়াজ় ৷ এরপর রাতে তাঁর বাড়িতে খবর আসে, ইমতিয়াজ়ের বন্ধুরা তাঁকে মারধর করেছে ৷ ঘটনাস্থানে পৌঁছায় ভাটপাড়া থানার পুলিশ ৷ ইমতিয়াজ়ের রক্তাক্ত দেহ উদ্ধার করে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ তাঁর মাথায় আঘাতের ক্ষত ছিল ৷ আশঙ্কাজনক হওয়ায় এরপর তাঁকে কল্যাণী জওহরলাল নেহরু হাসপাতালে নিয়ে যাওয়া হয় । সেখানেই চিকিৎসারত ছিলেন তিনি ৷ গতরাতে তাঁর মৃত্যু হয় ৷

দেখুন ভিডিয়ো...

ইমতিয়াজ়ের পরিবারের অভিযোগ , তাঁকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে তাঁকে খুন করেছে বন্ধুরাই ৷ ইমতিয়াজ়ের বাবা মহম্মদ আলি ভাটপাড়া থানায় ইমতিয়াজ়ের চার বন্ধু মহম্মদ ইসমাইল, আকবর আলি, মহম্মদ এহসান, মহম্মদ জুগনুর বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেছেন । অভিযুক্তদের খুঁজছে পুলিশ ৷

কী কারণে এই খুন? কোনও ব্যক্তিগত আক্রোশ ছিল কী না তা খতিয়ে দেখছে ভাটপাড়া থানার পুলিশ ৷

Intro:Body:ভাটপাড়া থানার ঢিলছোঁড়া দূরত্বে ইমতেয়াজ আলি) 28)নামে এক যুবককে রড দিয়ে মাথায় মেরে খুন। তারই বন্ধুদের বিরুদ্ধে এই খুনের অভিযোগ পরিবারের। এই ঘটনায় পুলিশ এক বন্ধুকে আটক করেছে।

গত পরশুদিন রাতে ভাটপাড়া থানার পিছনে কাঁকিনাড়া আড়াই নম্বর গলির বাসিন্দা পেশায় দিনমজুর ইমতেয়াজ কে তার বন্ধুরা ডেকে নিয়ে পাশেই টিনা গোডাউন নিয়ে যায়। তারপর রাতে বাড়িতে খবর আসে বন্ধুরা তাকে আকন্ঠ মদ্যপান করিয়ে মারধোর করেছে। এই খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তার অবস্থা আশঙ্কাজনক হওয়াতে কল্যাণী জওহরলাল নেহরু হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এরপর গতকাল রাতে ইমতেয়াজ এর মৃত্যু হয়।কি কারনে কারা তাকে এভাবে খুন করেছে তা এখনো স্পষ্ট নয়।তবে মৃতের বাবা মহঃ আলি ভাটপাড়া থানায় ইমতেয়াজ এর চার বন্ধু মহঃ ইসমাইল, আকবর আলি, মহঃ এহসান, মহঃ জুগনু নামে খুনের অভিযোগ দায়ের করেছেন। এরা সকলেই বর্তমানে পলাতক।ভাটপাড়া থানার পুলিশ গোটা ঘটনার তদন্তে নেমেছে।Conclusion:
Last Updated : Oct 31, 2019, 12:44 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.