ETV Bharat / state

Minakhan Bomb Blast: নারকেল ভেবে মজুত রাখা বোমাতে হাত, প্রাণ গেল বালিকার

author img

By

Published : Nov 16, 2022, 11:01 PM IST

মামাবাড়িতে ঘুরতে এসেছিল ভাগ্নি ৷ সেখানেই মাচা থেকে নারকেল পাড়তে গিয়ে বোমা বিস্ফােরণ ৷ ঘটনায় মৃত ওই বালিকা ৷ ঘটনাটি ঘটেছে মিনাখাঁর চাঁপালি গ্রাম পঞ্চায়েতের বকচোরা গ্রামে (Girl Dead Due to Bomb Blast) । পুলিশ তদন্ত করছে ৷

Minakhan Bomb Blast
বোমা বিস্ফােরণে প্রাণ গেল বালিকার

বসিরহাট, 16 নভেম্বর: কাঁকিনাড়ার পর এবার মিনাখাঁ । বাড়িতে মজুত রাখা বোমা বিস্ফোরণে বেঘোরে প্রাণ গেল আট বছরের এক বালিকার (Girl Dead Due to Bomb Blast)। মৃতের নাম ঝুমা খাতুন । ঘটনাকে কেন্দ্র করে বুধবার তীব্র উত্তেজনা ছড়ায় উত্তর 24 পরগনার মিনাখাঁর চাঁপালি গ্রাম পঞ্চায়েতের বকচোরা গ্রামে । ঘটনার পর থেকেই বাড়ির মালিক আবুল হোসেন গাইন-সহ পরিবারের বাকি সদস্যরা পলাতক । কীভাবে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটল তা তদন্ত করে দেখছে পুলিশ । সেই সঙ্গে পলাতকদের খোঁজেও শুরু হয়েছে তল্লাশি ।

স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, বুধবার সন্ধ্যাবেলায় আবুল হোসেন গাইন নামে ওই ব্যক্তির বাড়িতে মজুত রাখা বোমাকে নারকেল ভেবে মাচা থেকে পাড়তে যায় ঝুমা ৷ আর তারপরেই ঘটে বিপত্তি ৷ বিকট শব্দে কেঁপে ওঠে এলাকা । বিস্ফোরণে রক্তাক্ত অবস্থায় মাটিতেই লুটিয়ে পড়ে সে । এরপর গুরুতর জখম অবস্থায় তাকে উদ্ধার করে মিনাখাঁ গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই চিকিৎসকরা মৃত বলে জানান । সম্পর্কে আবুলের ভাগনি হয় ওই বালিকা ৷ এদিনই সে তার আত্মীয়দের সঙ্গে মামাবাড়িতে বেড়াতে এসেছিল । ঘটনার কথা চাউর হতেই বাড়ি থেকে বেপাত্তা হয়ে যান আবুল হোসেন ও তাঁর পরিবারের সদস্যরা ।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, আবুল হোসেন এলাকায় একজন দুষ্কৃতী হিসাবেই পরিচিত। তার বিরুদ্ধে নানা অসামাজিক কার্যকলাপের অভিযোগ রয়েছে । পুলিশ সঠিকভাবে তদন্ত করলেই তা জানা যাবে ৷

আরও পড়ুন: তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ, বোমাবাজিতে কবজি উড়ল কর্মীর ! নেতা বললেন, 'ছোট্ট ঘটনা'

এদিকে খবর পেয়ে এদিন রাতে বসিরহাট জেলার অতিরিক্ত পুলিশ সুপার সৌতম বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পুলিশবাহিনী যায় ঘটনাস্থলে । সেখান থেকে তাঁরা বেশ কয়েকটি তাজা বোমা উদ্ধার করেছে বলে জানা গিয়েছে । কী কারণে বাড়ির ভিতর বোমাগুলি মজুত করে রাখা হয়েছিল তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা । এর পিছনে রাজনৈতিক মদতও রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে বলে খবর পুলিশ সূত্রে ।

বসিরহাট, 16 নভেম্বর: কাঁকিনাড়ার পর এবার মিনাখাঁ । বাড়িতে মজুত রাখা বোমা বিস্ফোরণে বেঘোরে প্রাণ গেল আট বছরের এক বালিকার (Girl Dead Due to Bomb Blast)। মৃতের নাম ঝুমা খাতুন । ঘটনাকে কেন্দ্র করে বুধবার তীব্র উত্তেজনা ছড়ায় উত্তর 24 পরগনার মিনাখাঁর চাঁপালি গ্রাম পঞ্চায়েতের বকচোরা গ্রামে । ঘটনার পর থেকেই বাড়ির মালিক আবুল হোসেন গাইন-সহ পরিবারের বাকি সদস্যরা পলাতক । কীভাবে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটল তা তদন্ত করে দেখছে পুলিশ । সেই সঙ্গে পলাতকদের খোঁজেও শুরু হয়েছে তল্লাশি ।

স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, বুধবার সন্ধ্যাবেলায় আবুল হোসেন গাইন নামে ওই ব্যক্তির বাড়িতে মজুত রাখা বোমাকে নারকেল ভেবে মাচা থেকে পাড়তে যায় ঝুমা ৷ আর তারপরেই ঘটে বিপত্তি ৷ বিকট শব্দে কেঁপে ওঠে এলাকা । বিস্ফোরণে রক্তাক্ত অবস্থায় মাটিতেই লুটিয়ে পড়ে সে । এরপর গুরুতর জখম অবস্থায় তাকে উদ্ধার করে মিনাখাঁ গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই চিকিৎসকরা মৃত বলে জানান । সম্পর্কে আবুলের ভাগনি হয় ওই বালিকা ৷ এদিনই সে তার আত্মীয়দের সঙ্গে মামাবাড়িতে বেড়াতে এসেছিল । ঘটনার কথা চাউর হতেই বাড়ি থেকে বেপাত্তা হয়ে যান আবুল হোসেন ও তাঁর পরিবারের সদস্যরা ।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, আবুল হোসেন এলাকায় একজন দুষ্কৃতী হিসাবেই পরিচিত। তার বিরুদ্ধে নানা অসামাজিক কার্যকলাপের অভিযোগ রয়েছে । পুলিশ সঠিকভাবে তদন্ত করলেই তা জানা যাবে ৷

আরও পড়ুন: তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ, বোমাবাজিতে কবজি উড়ল কর্মীর ! নেতা বললেন, 'ছোট্ট ঘটনা'

এদিকে খবর পেয়ে এদিন রাতে বসিরহাট জেলার অতিরিক্ত পুলিশ সুপার সৌতম বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পুলিশবাহিনী যায় ঘটনাস্থলে । সেখান থেকে তাঁরা বেশ কয়েকটি তাজা বোমা উদ্ধার করেছে বলে জানা গিয়েছে । কী কারণে বাড়ির ভিতর বোমাগুলি মজুত করে রাখা হয়েছিল তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা । এর পিছনে রাজনৈতিক মদতও রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে বলে খবর পুলিশ সূত্রে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.