ETV Bharat / state

বারাসতে গোডাউনে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু ব্যক্তির - আগুন

প্রতিদিনের মতো গোডাউনে ঘুমাচ্ছিলেন 51 বছরের তন্ময় মজুমদার । মশার কামড় থেকে বাঁচতে ডিমের ট্রে জ্বালিয়ে ঘুমাচ্ছিলেন তিনি । দমকলের অনুমান, ডিমের ট্রে থেকে গোডাউনে আগুন লাগে ।

বারাসতে গোডাউনে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু প্রৌঢ়ের
বারাসতে গোডাউনে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু প্রৌঢ়ের
author img

By

Published : Mar 1, 2021, 3:11 PM IST

বারাসত, 1 মার্চ : গোডাউনের মধ্যেই অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হল এক ব্যক্তির । মৃতের নাম তন্ময় মজুমদার(51) । বারাসতের নবপল্লি এলাকার ঘটনা । পুলিশ দেহটি উদ্ধার করে বারাসত জেলা হাসপাতালে ময়নাতদন্তে পাঠিয়েছে । প্রাথমিক তদন্তে দমকলের অনুমান, গোডাউনে দাহ্য পদার্থ মজুত থাকার ফলে ঘটনাটি ঘটেছে । তবে, অন্য কোনও কারণ রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, তন্ময়বাবু বারাসতের কলোনি মোড়ে একটি ফলের দোকানে কাজ করতেন । বাড়ি নবপল্লির মধ্য বালুরিয়ায় । নবপল্লির একটি ফ্ল্যাটের নিচে গোডাউনে প্রতিদিন রাতে ঘুমাতে যেতেন তিনি । সেখানেই শাটার নামিয়ে ঘুমাতেন । মশার কামড় থেকে বাঁচতে গোডাউনের মধ্যে ডিমের ট্রে জ্বালাতেন । গতকাল রাতে আচমকা সেখান থেকে আগুনের ফুলকি বের হতে দেখে ফ্ল্যাটের আবাসিকরা । বারবার ডাকাডাকি করা হলেও কোনও সাড়াশব্দ পাওয়া যায়নি তন্ময়বাবুর । শেষে দমকল ও পুলিশে খবর দেওয়া হয় । খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থানে আসে । আসে বারাসত থানার পুলিশও । আধ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন । পরে গোডাউনের শাটার ভেঙে ওই ব্যক্তির দগ্ধ দেহ উদ্ধার করে দমকল ও পুলিশ ।

বারাসতে গোডাউনে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু প্রৌঢ়ের

এই বিষয়ে ঘটনার প্রত্যক্ষদর্শী ও স্থানীয় ব্যবসায়ী অমল কুণ্ডু বলেন, "ওই ব্যক্তি প্রতিদিন রাতে ডিমের ট্রে জ্বালিয়ে গোডাউনে ঘুমাতেন । বহুবার আমরা বারণ করা সত্ত্বেও কোনও কথা শোনেননি । তার ফলেই যা হওয়ার তা হয়েছে ।" তাঁর কথায়, "মাঝরাতে দাউদাউ করে আগুন জ্বলতে দেখে প্রথমে আমরাই তা নেভানোর চেষ্টা করি । কিন্তু তাতে কাজ না হওয়ায় দমকলে খবর দেওয়া হয় । পরে, তারা আগুন নেভায় । "

আরও পড়ুন, প্রার্থী কারা ? বাইপাসের ধারে পাঁচতারা হোটেলে দিলীপ-কৈলাসরা


অন্যদিকে, সোমবার সকালে অশোকনগরের বিড়া বাথানিয়ার রাস্তার পাশে একটি পানাপুকুরে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির নিথর দেহ পড়ে থাকতে দেখা যায় । পরে, পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় । এটি খুন না দুর্ঘটনা তা খতিয়ে দেখছে পুলিশ ।

বারাসত, 1 মার্চ : গোডাউনের মধ্যেই অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হল এক ব্যক্তির । মৃতের নাম তন্ময় মজুমদার(51) । বারাসতের নবপল্লি এলাকার ঘটনা । পুলিশ দেহটি উদ্ধার করে বারাসত জেলা হাসপাতালে ময়নাতদন্তে পাঠিয়েছে । প্রাথমিক তদন্তে দমকলের অনুমান, গোডাউনে দাহ্য পদার্থ মজুত থাকার ফলে ঘটনাটি ঘটেছে । তবে, অন্য কোনও কারণ রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, তন্ময়বাবু বারাসতের কলোনি মোড়ে একটি ফলের দোকানে কাজ করতেন । বাড়ি নবপল্লির মধ্য বালুরিয়ায় । নবপল্লির একটি ফ্ল্যাটের নিচে গোডাউনে প্রতিদিন রাতে ঘুমাতে যেতেন তিনি । সেখানেই শাটার নামিয়ে ঘুমাতেন । মশার কামড় থেকে বাঁচতে গোডাউনের মধ্যে ডিমের ট্রে জ্বালাতেন । গতকাল রাতে আচমকা সেখান থেকে আগুনের ফুলকি বের হতে দেখে ফ্ল্যাটের আবাসিকরা । বারবার ডাকাডাকি করা হলেও কোনও সাড়াশব্দ পাওয়া যায়নি তন্ময়বাবুর । শেষে দমকল ও পুলিশে খবর দেওয়া হয় । খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থানে আসে । আসে বারাসত থানার পুলিশও । আধ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন । পরে গোডাউনের শাটার ভেঙে ওই ব্যক্তির দগ্ধ দেহ উদ্ধার করে দমকল ও পুলিশ ।

বারাসতে গোডাউনে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু প্রৌঢ়ের

এই বিষয়ে ঘটনার প্রত্যক্ষদর্শী ও স্থানীয় ব্যবসায়ী অমল কুণ্ডু বলেন, "ওই ব্যক্তি প্রতিদিন রাতে ডিমের ট্রে জ্বালিয়ে গোডাউনে ঘুমাতেন । বহুবার আমরা বারণ করা সত্ত্বেও কোনও কথা শোনেননি । তার ফলেই যা হওয়ার তা হয়েছে ।" তাঁর কথায়, "মাঝরাতে দাউদাউ করে আগুন জ্বলতে দেখে প্রথমে আমরাই তা নেভানোর চেষ্টা করি । কিন্তু তাতে কাজ না হওয়ায় দমকলে খবর দেওয়া হয় । পরে, তারা আগুন নেভায় । "

আরও পড়ুন, প্রার্থী কারা ? বাইপাসের ধারে পাঁচতারা হোটেলে দিলীপ-কৈলাসরা


অন্যদিকে, সোমবার সকালে অশোকনগরের বিড়া বাথানিয়ার রাস্তার পাশে একটি পানাপুকুরে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির নিথর দেহ পড়ে থাকতে দেখা যায় । পরে, পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় । এটি খুন না দুর্ঘটনা তা খতিয়ে দেখছে পুলিশ ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.