ETV Bharat / state

কাঁকিনাড়া স্টেশনে দুষ্কৃতীদের বোমায় মৃত্যু যুবকের - Bomb

দাদার মৃত্যুর খবর পেয়ে বাড়ি ফিরছিলেন যুবক ৷ সেই সময় দুষ্কৃতীদের ছোড়া বোমার আঘাতে মৃত্যু হয় তাঁরা ৷

মৃত যুবক
author img

By

Published : Sep 14, 2019, 1:11 PM IST

Updated : Sep 14, 2019, 2:25 PM IST

কাঁকিনাড়া, 14 সেপ্টেম্বর : কাঁকিনাড়া স্টেশনে দুষ্কৃতীদের ছোড়া বোমার আঘাতে মৃত্যু হল এক যুবকের ৷ নাম বিশ্বজিৎ বিশ্বাস (37) ৷ বাড়ি নদিয়ার কৃষ্ণনগরে ৷ ঘটনার তদন্ত শুরু করেছে নৈহাটি রেল পুলিশ ।

গতরাত দুটো নাগাদ ডাউন মুজ়ফ্ফরপুর প্যাসেঞ্জার থেকে কাঁকিনাড়ায় নামেন বিশ্বজিৎ ৷ সঙ্গে ছিলেন কেশব কুমার নামে এক যুবক ৷ তাঁরা কৃষ্ণনগর যাওয়ার ট্রেন ধরবেন বলে অপেক্ষা করছিলেন ৷ সেই সময় রেললাইন দিয়ে হেঁটে তাঁদের সামনে আসে তিন দুষ্কৃতী ৷ দু'পক্ষের মধ্যে বচসা শুরু হয় ৷ ধস্তাধস্তি হয় ৷ এরপরই বিশ্বজিৎকে লক্ষ্য করে বোমা ছোড়ে দুষ্কৃতীরা ৷ ঘটনাস্থানেই মৃত্যু হয় তাঁর ৷ খবর পেয়ে ঘটনাস্থানে এসে মৃতদেহটি উদ্ধার করে রেল পুলিশ ৷

পুলিশের প্রাথমিক অনুমান, ছিনতাইয়ের উদ্দেশ্যেই সেখানে এসেছিল দুষ্কৃতীরা ৷ পরে বোমা ছোড়া হয়েছে ৷ তবে, একইসঙ্গে থাকলেও কেশবের কোনও আঘাত লাগেনি ৷ তা নিয়ে প্রশ্ন উঠছে ৷ আপাতত কেশবকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে রেল পুলিশ ৷

দেখুন ভিডিয়ো

বিশ্বজিতের মৃত্যুর খবর পেয়ে আজ সকালে কাঁকিনাড়ায় আসেন তাঁর পরিবারের সদস্যরা ৷ তাঁদের বক্তব্য, সম্প্রতি মৃত্যু হয়েছে বিশ্বজিতের দাদার ৷ সেই খবর পেয়েই তড়িঘড়ি বাড়ি ফিরছিলেন বিশ্বজিৎ ৷

কাঁকিনাড়া, 14 সেপ্টেম্বর : কাঁকিনাড়া স্টেশনে দুষ্কৃতীদের ছোড়া বোমার আঘাতে মৃত্যু হল এক যুবকের ৷ নাম বিশ্বজিৎ বিশ্বাস (37) ৷ বাড়ি নদিয়ার কৃষ্ণনগরে ৷ ঘটনার তদন্ত শুরু করেছে নৈহাটি রেল পুলিশ ।

গতরাত দুটো নাগাদ ডাউন মুজ়ফ্ফরপুর প্যাসেঞ্জার থেকে কাঁকিনাড়ায় নামেন বিশ্বজিৎ ৷ সঙ্গে ছিলেন কেশব কুমার নামে এক যুবক ৷ তাঁরা কৃষ্ণনগর যাওয়ার ট্রেন ধরবেন বলে অপেক্ষা করছিলেন ৷ সেই সময় রেললাইন দিয়ে হেঁটে তাঁদের সামনে আসে তিন দুষ্কৃতী ৷ দু'পক্ষের মধ্যে বচসা শুরু হয় ৷ ধস্তাধস্তি হয় ৷ এরপরই বিশ্বজিৎকে লক্ষ্য করে বোমা ছোড়ে দুষ্কৃতীরা ৷ ঘটনাস্থানেই মৃত্যু হয় তাঁর ৷ খবর পেয়ে ঘটনাস্থানে এসে মৃতদেহটি উদ্ধার করে রেল পুলিশ ৷

পুলিশের প্রাথমিক অনুমান, ছিনতাইয়ের উদ্দেশ্যেই সেখানে এসেছিল দুষ্কৃতীরা ৷ পরে বোমা ছোড়া হয়েছে ৷ তবে, একইসঙ্গে থাকলেও কেশবের কোনও আঘাত লাগেনি ৷ তা নিয়ে প্রশ্ন উঠছে ৷ আপাতত কেশবকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে রেল পুলিশ ৷

দেখুন ভিডিয়ো

বিশ্বজিতের মৃত্যুর খবর পেয়ে আজ সকালে কাঁকিনাড়ায় আসেন তাঁর পরিবারের সদস্যরা ৷ তাঁদের বক্তব্য, সম্প্রতি মৃত্যু হয়েছে বিশ্বজিতের দাদার ৷ সেই খবর পেয়েই তড়িঘড়ি বাড়ি ফিরছিলেন বিশ্বজিৎ ৷

Intro:রেল স্টেশনে যুবক খুন Body:দুষ্কৃতীদের ছোঁড়া বোমার আঘাতে মৃত্যু হলো এক ট্রেন যাত্রীর।শিয়ালদহ রানাঘাট মেন শাখার কাঁকিনাড়া রেল স্টেশন এর ঘটনা। মৃত যাত্রীর নাম বিশ্বজিৎ বিশ্বাস (37)।বাড়ি নদীয়ার কৃষ্ণনগর এর বাসিন্দা।

আজ ভোররাতে ডাউন মুজফ্ফরপুর লোকাল যখন কাঁকিনাড়া স্টেশনে আসে সেই সময় ঐ ট্রেন থেকে দুই যাত্রী নামে। এখান থেকে কৃষ্ণনগর যাওয়ার ট্রেন ধরার অপেক্ষা করছিল। রেল লাইন ধরে তিনজন দুষ্কৃতী তাদের সামনে আসে।এদের মধ্যে বচসা হয়। এরপরই দুষ্কৃতীরা বোম চালায়।সেই বোমার আঘাতে জখম হন বিশ্বজিৎ বিশ্বাস। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। এরপর রেল পুলিশ মৃতদেহটি উদ্ধার করে নিয়ে যায়। বিশ্বজিৎ এর সঙ্গী কেশব কুমার কে আটক করে জিজ্ঞাসাবাদ করছে নৈহাটি রেল পুলিশ। ছিনতাই করার উদ্দেশ্যেই এই ঘটনা বলে মনে করছে পুলিশ। তবে কাঁকিনাড়া স্টেশনের মতো গুরুত্বপূর্ণ রেল স্টেশনে সর্বক্ষণ পুলিশি প্রহরা থাকে সেখানে কি ভাবে এই দুষ্কৃতী কার্য্যকলাপ ঘটে। সে কারণেই এই রেল স্টেশনের যাত্রী নিরাপত্তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।Conclusion:একটা ভিসুয়াল এস আর পি শিয়ালদহ অশেষ বিশ্বাস বক্তব্য এবং মৃতের স্টিল ছবি আছে
Last Updated : Sep 14, 2019, 2:25 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.