ETV Bharat / state

জগদ্দলে গুলিবিদ্ধ যুবক, আটক 1 - One detained

ভোটপর্ব মিটতে না মিটতেই উত্তপ্ত হয়ে উঠেছে ভাটপাড়া ৷ আজ এক যুবক গুলিবিদ্ধ হওয়ায় ফের আতঙ্কিত সেখানকার বাসিন্দা ৷ নাম সাহিল মাহাত ৷

আক্রান্ত যুবক
author img

By

Published : Jul 21, 2019, 9:01 PM IST

জগদ্দল, 21 জুলাই : জগদ্দলের কলাবাগান এলাকায় গুলিবিদ্ধ এক যুবক ৷ নাম সাহিল মাহাত ৷ বয়স 19 ৷ এই ঘটনায় বীরেন মণ্ডল নামে স্থানীয় এক যুবককে আটক করেছে জগদ্দল থানার পুলিশ ৷

দুপুরে খাওয়াদাওয়া সেরে ঘর থেকে বেরিয়ে যায় ভাটপাড়া পৌরসভার 12 নম্বর ওয়ার্ডের কলাবাগানের বাসিন্দা সাহিল মাহাত ৷ এর কিছুক্ষণ পরেই এক বন্ধু তার বাড়ি গিয়ে খবর দেয়, সাহিল গুলিবিদ্ধ হয়েছে ৷ তার ডান হাতে গুলি লেগেছে ৷ স্থানীয়রা তাকে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেছে ৷ খবর পেয়ে সাহিলের মা সুনীতা মাহাত হাসপাতালে যায় ৷ পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সাহিলকে কল্যাণী জওহরলাল নেহরু হাসপাতালে স্থানান্তরিত করা হয় ৷

ভোটপর্ব মিটতে না মিটতেই উত্তপ্ত হয়ে উঠেছে ভাটপাড়া ৷ আজ সাহিলের গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ফের আতঙ্কিত সেখানকার বাসিন্দারা ৷ সাহিলের পরিবারের অভিযোগ, এই হামলায় স্থানীয় বীরেন মণ্ডল নামে এক যুবকের হাত রয়েছে ৷ পরিবারের অভিযোগের ভিত্তিতে বীরেন মণ্ডলকে আটক করেছে পুলিশ ৷

সাহিলের মা বলেন, বীরেন মণ্ডল কলাবাগানেরই একটি জুটমিলে শ্রমিকের কাজ করে ৷ বিহার থেকে আগ্নেয়াস্ত্র এনে এখানে বিক্রিও করত ৷ অভিযোগ, বীরেনের এইসব কার্যকলাপের প্রতিবাদ করত সাহিল ৷ আর তার জেরেই গুলি করা হয়েছে তাকে ৷

পুলিশ ইতিমধ্যেই বীরেনকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ শুরু করেছে ৷

জগদ্দল, 21 জুলাই : জগদ্দলের কলাবাগান এলাকায় গুলিবিদ্ধ এক যুবক ৷ নাম সাহিল মাহাত ৷ বয়স 19 ৷ এই ঘটনায় বীরেন মণ্ডল নামে স্থানীয় এক যুবককে আটক করেছে জগদ্দল থানার পুলিশ ৷

দুপুরে খাওয়াদাওয়া সেরে ঘর থেকে বেরিয়ে যায় ভাটপাড়া পৌরসভার 12 নম্বর ওয়ার্ডের কলাবাগানের বাসিন্দা সাহিল মাহাত ৷ এর কিছুক্ষণ পরেই এক বন্ধু তার বাড়ি গিয়ে খবর দেয়, সাহিল গুলিবিদ্ধ হয়েছে ৷ তার ডান হাতে গুলি লেগেছে ৷ স্থানীয়রা তাকে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেছে ৷ খবর পেয়ে সাহিলের মা সুনীতা মাহাত হাসপাতালে যায় ৷ পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সাহিলকে কল্যাণী জওহরলাল নেহরু হাসপাতালে স্থানান্তরিত করা হয় ৷

ভোটপর্ব মিটতে না মিটতেই উত্তপ্ত হয়ে উঠেছে ভাটপাড়া ৷ আজ সাহিলের গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ফের আতঙ্কিত সেখানকার বাসিন্দারা ৷ সাহিলের পরিবারের অভিযোগ, এই হামলায় স্থানীয় বীরেন মণ্ডল নামে এক যুবকের হাত রয়েছে ৷ পরিবারের অভিযোগের ভিত্তিতে বীরেন মণ্ডলকে আটক করেছে পুলিশ ৷

সাহিলের মা বলেন, বীরেন মণ্ডল কলাবাগানেরই একটি জুটমিলে শ্রমিকের কাজ করে ৷ বিহার থেকে আগ্নেয়াস্ত্র এনে এখানে বিক্রিও করত ৷ অভিযোগ, বীরেনের এইসব কার্যকলাপের প্রতিবাদ করত সাহিল ৷ আর তার জেরেই গুলি করা হয়েছে তাকে ৷

পুলিশ ইতিমধ্যেই বীরেনকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ শুরু করেছে ৷

দেবপ্রিয় সরকার, ব্যারাকপুর. 21/07/2019


প্রকাশ্য দিবালোকে জগদ্দলের কলাবাগান এলাকায় দুষ্কৃতীদের ছোড়া গুলিতে গুলিবিদ্ধ সাহিল মাহাতো (19)নামে এক কলেজ ছাত্র।আহত যুবককে প্রথমে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখান থেকে কল্যাণী জহরলাল নেহেরু হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। তার ডান হাতে গুলি লেগেছে। ঐ এলাকার এক যুবক বিরেন মন্ডল এর বিরুদ্ধে অভিযোগ। তাকে আটক করেছে পুলিশ। কি কারনে এই গুলি তা এখনো জানা যায়নি। পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করছে।

জগদ্দল কলাবাগান অঞ্চল ভাটপাড়া পৌরসভার অন্তর্গত 12 নম্বর ওয়ার্ডের মধ্যে পড়ে । সে কারণেই ভাটপাড়া কাঁকিনাড়ার মতো অতি স্পর্শকাতর এলাকায় এ ধরনের ঘটনায় স্বাভাবিকভাবেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। আহত সাহিল এর পরিবার সূত্রে জানা গিয়েছে বীরেন মন্ডল স্থানীয় একটি জুট মিলের শ্রমিক হিসেবে কাজ করে এবং বিহার থেকে আগ্নেয়াস্ত্র এনে এখানে বিক্রি করে বলে অভিযোগ করা হয়েছে। এই ধরনের কার্যকলাপ এর প্রতিবাদ করায় তাকে গুলি করা হয়েছে বলে অভিযোগ তোলা হয়েছে। অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সাহিলের মা সুনীতা দেবী। তিনি জানান দুপুরে খাওয়া দাওয়ার পরে সাহিল ঘর থেকে বেরিয়ে যায়। তার কিছুক্ষণের মধ্যেই তারই অন্য এক বন্ধু তার বাড়িতে এসে খবর দেয় যে সাহেবের গুলি লেগেছে। গুলি লাগার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে গিয়ে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে এই ঘটনার পেছনে আসল কি কারণ রয়েছে তা জানার চেষ্টা করছে পুলিশ। ইতিমধ্যেই সাহিল মন্ডলকে আটক করে দফায় দফায় জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে সাহিল ও বীরেন এই দুজনের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক রয়েছে। সেই বন্ধুত্বের সম্পর্কের জেরে কোন বিষয় নিয়ে কথা কাটাকাটির জেরে বীরেন এর কাছে থাকা বন্দুক দিয়ে আচমকা গুলি চালায়, তখনই গুলি লাগে সাহিল এর ডান হাতে।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.