ETV Bharat / state

কোরোনার ভুয়ো ওষুধ বিক্রির অভিযোগে গ্রেপ্তার ব্যবসায়ী - কোরোনার ওষুধ

কোরোনার ভুয়ো ওষুধ বিক্রির অভিযোগে গ্রেপ্তার এক ওষুধ বিক্রেতা ৷ তার দোকান সিল করে দেওয়া হয়েছে ৷ বাজেয়াপ্ত করা হয়েছে 355 প্যাকেট ওষুধ ৷

aa
ধৃত সুজিত বিশ্বাস
author img

By

Published : Mar 24, 2020, 10:23 AM IST

বাদুড়িয়া, 24 মার্চ: কোরোনার ভুয়ো ওষুধ বিক্রির অভিযোগে গ্রেপ্তার এক ব্যবসায়ী ৷ গতকাল বাদুড়িয়ার সলুয়া বাজার এলাকা থেকে তাকে গ্রপ্তার করা হয় । ধৃতের নাম সুজিত বিশ্বাস ।

ওই ওষুধ বিক্রেতার দোকান থেকে 355 প্যাকেট ওষুধ বাজেয়াপ্ত করেছে পুলিশ ৷ দোকানটিও সিল করে দেওয়া হয়েছে ৷ গতকাল সুজিতকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হলে তার 14 দিনের জেল হেপাজতের নির্দেশ দিয়েছেন বিচারক ৷

বেশ কয়েকদিন ধরে সুজিত কোরোনা প্রতিষেধক বলে এক ধরনের ট্যাবলেট বিক্রি করছিল । অনেকে তার দোকান থেকে ওই ওষুধ কিনেওছিলেন। অভিযোগ যায় স্থানীয় প্রশাসনের কাছে ৷ এরপরেই গতকাল দুপুরে সুজিতকে গ্রেপ্তার করে পুলিশ । সুজিতের সঙ্গে আরও কোনও বড় চক্রের যোগ আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে ৷

বাদুড়িয়া, 24 মার্চ: কোরোনার ভুয়ো ওষুধ বিক্রির অভিযোগে গ্রেপ্তার এক ব্যবসায়ী ৷ গতকাল বাদুড়িয়ার সলুয়া বাজার এলাকা থেকে তাকে গ্রপ্তার করা হয় । ধৃতের নাম সুজিত বিশ্বাস ।

ওই ওষুধ বিক্রেতার দোকান থেকে 355 প্যাকেট ওষুধ বাজেয়াপ্ত করেছে পুলিশ ৷ দোকানটিও সিল করে দেওয়া হয়েছে ৷ গতকাল সুজিতকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হলে তার 14 দিনের জেল হেপাজতের নির্দেশ দিয়েছেন বিচারক ৷

বেশ কয়েকদিন ধরে সুজিত কোরোনা প্রতিষেধক বলে এক ধরনের ট্যাবলেট বিক্রি করছিল । অনেকে তার দোকান থেকে ওই ওষুধ কিনেওছিলেন। অভিযোগ যায় স্থানীয় প্রশাসনের কাছে ৷ এরপরেই গতকাল দুপুরে সুজিতকে গ্রেপ্তার করে পুলিশ । সুজিতের সঙ্গে আরও কোনও বড় চক্রের যোগ আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.