ETV Bharat / state

Acid Attack at Basirhat পঞ্চায়েতের 2 মহিলা কর্মীর উপর অ্যাসিড হামলা, গ্রেফতার অভিযুক্ত - crime in basirhat

নিজস্ব পঞ্চায়েত এলাকার কাজ করার সময় অ্যাসিড হামলা ৷ আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি এক মহিলা কর্মী ৷ অন্যজনও চিকিৎসাধীন ৷ অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে পুলিশ (Acid Attack at Basirhat)৷

Etv Bharat
বসিরহাটে অ্যাসিড হামলা
author img

By

Published : Aug 23, 2022, 9:55 PM IST

বসিরহাট, 23 অগস্ট: অ্যাসিড হামলার শিকার পঞ্চায়েতের দুই মহিলা কর্মী । এদের মধ্যে একজনের অবস্থা সঙ্কটজনক । অন‍্যজনের অবস্থা আপাতত স্থিতিশীল বলেই জানা গিয়েছে । এই ঘটনাকে ঘিরে মঙ্গলবার ব‍্যাপক চাঞ্চল‍্য ছড়িয়েছে উত্তর 24 পরগনার স্বরূপনগরে ৷ ঘটনায় অভিযুক্ত যুবক পিন্টু লাল মুখোপাধ্যায়কে গ্রেফতার করেছে পুলিশ(one arrested for allegation of acid attack)। তবে কী কারণে এই অ্যাসিড হামলা তা খতিয়ে দেখতে ঘটনার তদন্ত শুরু হয়েছে ।

জানা গিয়েছে, অ্যাসিড হামলার শিকার হওয়া ওই দুই মহিলা পঞ্চায়েতের ভিআরপি কর্মী । দু'জনেই বিবাহিত । তাঁরা এদিন পঞ্চায়েত কাজ করার সময় পিছন থেকে এসে লক্ষ্য করে অ্যাসিড ছোড়ে দুষ্কৃতীরা । জ্বালা যন্ত্রণায় চিৎকার করতে থাকেন দুই মহিলা । তাঁদের চিৎকারে স্থানীয় লোকজন ছুটে আসার আগেই এলাকা থেকে চম্পট দেয় হামলাকারীরা । এরপর, আহত দু'জনকে উদ্ধার করে প্রথমে নিয়ে যাওয়া হয় স্থানীয় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ।

আরও পড়ুন : গৃহবধূর দ্বিতীয় বিয়ে, রাগে মুখে অ্যাসিড মারার অভিযোগ প্রাক্তন স্বামীর বিরুদ্ধে

কিন্তু এদের মধ্যে একজনের অবস্থার অবনতি হওয়ায় পরে তাঁকে সেখান থেকে স্থানান্তরিত করা হয় কলকাতার আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে । ওই মহিলার চোখেমুখে অ্যাসিড লেগে পুড়ে গিয়েছে । তাঁর অবস্থা যথেষ্ট সঙ্কটজনক বলে খবর হাসপাতাল সূত্রে । এই ঘটনার জেরে এদিন রীতিমতো শোরগোল পড়ে যায় এলাকায় ।

এদিকে, ঘটনার পরই হামলাকারীদের ধরতে তৎপর হয়ে ওঠে স্বরূপনগর(crime in basirhat)থানার পুলিশ । এরপরই ধরা পড়ে অভিযুক্ত ৷ ধৃতকে জেরা করে অ্যাসিড হামলার কারণ জানার চেষ্টা করছে তদন্তকারীরা ৷ মঙ্গলবার দুপুরে ধৃতকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাকে তিনদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন ।

আরও পড়ুন : সন্দেহের জের, স্ত্রী'র মুখে অ্যাসিড ঢেলে রাস্তায় ফেলে দিয়ে গেল স্বামী

বসিরহাট, 23 অগস্ট: অ্যাসিড হামলার শিকার পঞ্চায়েতের দুই মহিলা কর্মী । এদের মধ্যে একজনের অবস্থা সঙ্কটজনক । অন‍্যজনের অবস্থা আপাতত স্থিতিশীল বলেই জানা গিয়েছে । এই ঘটনাকে ঘিরে মঙ্গলবার ব‍্যাপক চাঞ্চল‍্য ছড়িয়েছে উত্তর 24 পরগনার স্বরূপনগরে ৷ ঘটনায় অভিযুক্ত যুবক পিন্টু লাল মুখোপাধ্যায়কে গ্রেফতার করেছে পুলিশ(one arrested for allegation of acid attack)। তবে কী কারণে এই অ্যাসিড হামলা তা খতিয়ে দেখতে ঘটনার তদন্ত শুরু হয়েছে ।

জানা গিয়েছে, অ্যাসিড হামলার শিকার হওয়া ওই দুই মহিলা পঞ্চায়েতের ভিআরপি কর্মী । দু'জনেই বিবাহিত । তাঁরা এদিন পঞ্চায়েত কাজ করার সময় পিছন থেকে এসে লক্ষ্য করে অ্যাসিড ছোড়ে দুষ্কৃতীরা । জ্বালা যন্ত্রণায় চিৎকার করতে থাকেন দুই মহিলা । তাঁদের চিৎকারে স্থানীয় লোকজন ছুটে আসার আগেই এলাকা থেকে চম্পট দেয় হামলাকারীরা । এরপর, আহত দু'জনকে উদ্ধার করে প্রথমে নিয়ে যাওয়া হয় স্থানীয় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ।

আরও পড়ুন : গৃহবধূর দ্বিতীয় বিয়ে, রাগে মুখে অ্যাসিড মারার অভিযোগ প্রাক্তন স্বামীর বিরুদ্ধে

কিন্তু এদের মধ্যে একজনের অবস্থার অবনতি হওয়ায় পরে তাঁকে সেখান থেকে স্থানান্তরিত করা হয় কলকাতার আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে । ওই মহিলার চোখেমুখে অ্যাসিড লেগে পুড়ে গিয়েছে । তাঁর অবস্থা যথেষ্ট সঙ্কটজনক বলে খবর হাসপাতাল সূত্রে । এই ঘটনার জেরে এদিন রীতিমতো শোরগোল পড়ে যায় এলাকায় ।

এদিকে, ঘটনার পরই হামলাকারীদের ধরতে তৎপর হয়ে ওঠে স্বরূপনগর(crime in basirhat)থানার পুলিশ । এরপরই ধরা পড়ে অভিযুক্ত ৷ ধৃতকে জেরা করে অ্যাসিড হামলার কারণ জানার চেষ্টা করছে তদন্তকারীরা ৷ মঙ্গলবার দুপুরে ধৃতকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাকে তিনদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন ।

আরও পড়ুন : সন্দেহের জের, স্ত্রী'র মুখে অ্যাসিড ঢেলে রাস্তায় ফেলে দিয়ে গেল স্বামী

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.