বাগদা, 24 মে : আমফানে ভেঙে পড়া গাছ কাটাকে কেন্দ্র করে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষ ৷ উত্তর 24 পরগনার বাগদা থানার রণঘাট পঞ্চায়েতের ডহরপোঁতা এলাকার ঘটনা । অভিযোগ, গতকাল রাতে রণঘাট অঞ্চল যুব তৃণমূল সভাপতিকে শুভেন্দু মণ্ডল ওরফে সদাকে অঞ্চল সভাপতি গৌতম মণ্ডল ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে ৷ গুরুতর অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভরতি করেন স্থানীয় বাসিন্দারা । পালটা শুভেন্দুর বিরুদ্ধে বাড়ি ভাঙচুর করার অভিযোগ তোলে গৌতম মণ্ডল । ঘটনায় গ্রেপ্তার 1 ৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আহত শুভেন্দু মণ্ডল ওরফে সদা পঞ্চায়েত সমিতির সভাপতি গোপা রায়ের অনুগামী বলে পরিচিত । অন্যদিকে, গৌতম মণ্ডল তৃণমূল জেলা পরিষদের সদস্য পরিতোষ সাহার অনুগামী । এই দুই গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিন ধরে বিভিন্ন বিষয় নিয়ে বিবাদ চলছিল । গতকাল আমফান ঝড়ের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত রণঘাট গ্রাম পঞ্চায়েত এলাকা শুভেন্দুকে নিয়ে পরিদর্শন করেন গোপা রায় । সে সময় রাস্তার উপরে পড়ে থাকা তৃণমূলের এক পঞ্চায়েত সদস্যের গাছ কাটা নিয়ে বাগবিতণ্ডা শুরু হয় দুই গোষ্ঠীর মধ্যে । সে সময়ের মতো থেমে গেলেও ফের রাতে বিবাদ চরমে পৌঁছায় । অভিযোগ, গৌতম সদার উপর দাঁ নিয়ে আক্রমণ করে । মাথায় কোপ লাগে সদার । এরপর শুভেন্দু তার দলবল নিয়ে গৌতমের বাড়িতে ভাঙচুর চালায় । ঘটনার জেরে তৃণমূলের দুই গোষ্ঠীর কর্মী-সমর্থকদের মধ্যে তীব্র উত্তেজনা সৃষ্টি হয় । খবর পেয়ে ঘটনাস্থানে আসে পুলিশ ৷ পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ।
বর্তমানে শুভেন্দু গুরুতর আহত অবস্থায় বাগদা গ্রামীণ হাসপাতালে ভরতি রয়েছেন । যদিও মারধরের অভিযোগ অস্বীকার করেছেন গৌতম । গৌতমের স্ত্রী রমা মণ্ডল বলেন, " এক তৃণমূল সদস্যের গাছকে কেন্দ্র করে শুভেন্দু তাদের বাড়িতে লোকজন নিয়ে ভাঙচুর চালায় ৷ তাদের নিজেদের লোকজনের লাঠির আঘাতেই সদার মাথা ফেটেছে । " পুলিশ সুশান্ত মণ্ডল নামে এক তৃণমূল কর্মীকে গ্রেপ্তার করে ঘটনার তদন্ত শুরু করেছে । এলাকায় পুলিশি টহল চলছে ।