ETV Bharat / state

ফের ভাটপাড়ায় বোমাবাজি

গতকাল সন্ধ্যায় জগদ্দল গোলঘর এলাকার পাঠাগারের পাশে একটি বাড়ির নিচে সঞ্জীব বিশ্বাস, মেঘনাদ চক্রবর্তী ও রাজেশ সাউ বসেছিলেন ৷ তাঁরা পেশায় রাজমিস্ত্রি ৷ তখনই দুই বাইক আরোহী এসে তাঁদের সরে যেতে বলে ৷ এবং বোমা ছুঁড়ে চম্পট দেয় ৷

bombing at Bhatpara
ভাটপাড়ায় বোমাবাজি
author img

By

Published : Jan 23, 2020, 5:30 AM IST

ভাটপাড়া, 23 জানুয়ারি : এবার ভাটপাড়ার 10 নম্বর ওয়ার্ডের জগদ্দল গোলঘর এলাকায় বোমাবাজির ঘটনায় জখম হন তিনজন ৷ ঘটনার তদন্তে ভাটপাড়া থানার পুলিশ ।

স্থানীয় সূত্রে খবর, গতকাল সন্ধ্যায় জগদ্দল গোলঘর এলাকার পাঠাগারের পাশে একটি বাড়ির নিচে সঞ্জীব বিশ্বাস, মেঘনাদ চক্রবর্তী ও রাজেশ সাউ বসেছিলেন ৷ তাঁরা পেশায় রাজমিস্ত্রি ৷ তখনই দুই বাইক আরোহী এসে তাঁদের সরে যেতে বলে ৷ এবং বোমা ছুঁড়ে চম্পট দেয় ৷ তিনজনেই বোমার আঘাতে জখম হন ৷ তাঁদের ভাটপাড়া স্টেট জেনেরাল হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সেখানে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় ৷

আরও পড়ুন: ভাটপাড়ায় পার্টি অফিস দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, বোমাবাজি

তবে বোমাবাজির ঘটনায় আতঙ্কিত স্থানীয়রা ৷ স্থানীয় বাসিন্দা শ্যামল কুন্ডু জানান, ঘটনার কিছুক্ষণ আগেই পাঠাগারের পাশে ফাঁকা জায়গায় পাড়ার বাচ্চারা খেলছিল ৷

তবে এই বোমাবাজির পিছনে কোনও রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে কি না তা খতিয়ে দেখছে ভাটপাড়া থানার পুলিশ ৷

আরও পড়ুন : ভাটপাড়ায় পার্টি অফিস পুনর্দখলকে কেন্দ্র করে বোমাবাজি

উল্লেখ্য, মঙ্গলবার রাতে 10 নম্বর ওয়ার্ডের সুন্দিয়াপাড়া এলাকার একটি পার্টি অফিস দখলকে কেন্দ্র করে বোমাবাজির ঘটনা ঘটেছিল ৷ ভাটপাড়ার BJP বিধায়ক পবন সিং অভিযোগ করেছিলেন, তাঁকে লক্ষ্য করে বোমা ছোঁড়ে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা ৷ অন্যদিকে তৃণমূলের পক্ষ থেকে পালটা অভিযোগ করা হয়েছিল, 10 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মনোজ গুহকে লক্ষ্য করে বোমা ছোঁড়ে BJP-র লোকজন ৷

ভাটপাড়া, 23 জানুয়ারি : এবার ভাটপাড়ার 10 নম্বর ওয়ার্ডের জগদ্দল গোলঘর এলাকায় বোমাবাজির ঘটনায় জখম হন তিনজন ৷ ঘটনার তদন্তে ভাটপাড়া থানার পুলিশ ।

স্থানীয় সূত্রে খবর, গতকাল সন্ধ্যায় জগদ্দল গোলঘর এলাকার পাঠাগারের পাশে একটি বাড়ির নিচে সঞ্জীব বিশ্বাস, মেঘনাদ চক্রবর্তী ও রাজেশ সাউ বসেছিলেন ৷ তাঁরা পেশায় রাজমিস্ত্রি ৷ তখনই দুই বাইক আরোহী এসে তাঁদের সরে যেতে বলে ৷ এবং বোমা ছুঁড়ে চম্পট দেয় ৷ তিনজনেই বোমার আঘাতে জখম হন ৷ তাঁদের ভাটপাড়া স্টেট জেনেরাল হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সেখানে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় ৷

আরও পড়ুন: ভাটপাড়ায় পার্টি অফিস দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, বোমাবাজি

তবে বোমাবাজির ঘটনায় আতঙ্কিত স্থানীয়রা ৷ স্থানীয় বাসিন্দা শ্যামল কুন্ডু জানান, ঘটনার কিছুক্ষণ আগেই পাঠাগারের পাশে ফাঁকা জায়গায় পাড়ার বাচ্চারা খেলছিল ৷

তবে এই বোমাবাজির পিছনে কোনও রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে কি না তা খতিয়ে দেখছে ভাটপাড়া থানার পুলিশ ৷

আরও পড়ুন : ভাটপাড়ায় পার্টি অফিস পুনর্দখলকে কেন্দ্র করে বোমাবাজি

উল্লেখ্য, মঙ্গলবার রাতে 10 নম্বর ওয়ার্ডের সুন্দিয়াপাড়া এলাকার একটি পার্টি অফিস দখলকে কেন্দ্র করে বোমাবাজির ঘটনা ঘটেছিল ৷ ভাটপাড়ার BJP বিধায়ক পবন সিং অভিযোগ করেছিলেন, তাঁকে লক্ষ্য করে বোমা ছোঁড়ে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা ৷ অন্যদিকে তৃণমূলের পক্ষ থেকে পালটা অভিযোগ করা হয়েছিল, 10 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মনোজ গুহকে লক্ষ্য করে বোমা ছোঁড়ে BJP-র লোকজন ৷

Intro:ফের দুষ্কৃতীদের বোমাবাজি ভাটপাড়া 10 নম্বর ওয়ার্ড জগদ্দল গোলঘর এলাকায় ।বোমার আঘাতে আহত হয়েছেন স্থানীয় তিন রাজমিস্ত্রি।ঘটনার তদন্তে ভাটপাড়া থানার পুলিশ।Body:ফের বোমাবাজির ঘটনা ঘটলো ভাটপাড়া পৌরসভার 10 নম্বর ওয়ার্ড জগদ্দল গোলঘর এলাকায়।এই বোমাবাজির ঘটনায় আহত হয়েছেন তিনজন। আহতদের ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতাল চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হলে প্রাথমিক চিকিৎসার পর তাদেরকে ছেড়ে দেওয়া হলেও যথেষ্টই আতঙ্কিত এলাকার বাসিন্দারা।তবে সব থেকে বড় বিষয় হলো বোমাবাজির ঠিক আগে স্থানীয় একটি লাইব্রেরির ফাঁকা জায়গায় শিশুরা ব্যাডমিন্টন খেলছিল। কিন্তু পাশে একটি জন্মদিন বাড়ি নিমন্ত্রণ খাওয়ার জন্য সমস্ত শিশুরা সেখানে যাওয়ার পরেই বোমাবাজির ঘটনা ঘটে। কিন্তু যখন শিশুরা সেখানে খেলা করছিল সেই সময় বোমাটি ফাটলে বেশ কিছু শিশু জখম আহত হওয়ার আশঙ্কা ছিল। সে কারণেই স্থানীয় বাসিন্দারা এই ঘটনার পর যথেষ্ট আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে জগদ্দল গোলঘর এলাকার একটি পাঠাগারের পাশে একটি বাড়ির তিনজন রাজমিস্ত্রি বসে ছিলেন। তখনই দুই বাইক আরোহী মুখ ঢাকা অবস্থায় এসে তাদেরকে সেখান থেকে সরে যাওয়ার কথা বলতে বলতেই তারা বোমা ছুড়ে সেখান থেকে বাইক নিয়ে চম্পট দেয়। সেই বোমাবাজির ঘটনায় তিনজন মিস্ত্রি সঞ্জীব বিশ্বাস, মেঘনাদ চক্রবর্তী ও রাজেশ সাউ নামে তিনজন আহত হয়েছেন। তবে এই বোমাবাজির ঘটনার পেছনে কোনো রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো কারণ সেটা খতিয়ে দেখছে ভাটপাড়া থানার পুলিশ। Conclusion:বাইট 1- সঞ্জীব বিশ্বাস, আহত ব্যাক্তি

বাইট 2- শ্যামল কুন্ডু, স্থানীয় বাসিন্দা
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.