ETV Bharat / state

মমতার সভার দিনই রাজীব বন্দ্যোপাধ্যায়ের নামে পোস্টার ঠাকুরনগরে

মমতা বন্দ্যোপাধায়ের জনসভার আগে রাজীব বন্দ্যোপাধ্যায়ের ছবি সম্বলিত পোস্টার পড়ল ঠাকুরনগর ও সংলগ্ন এলাকায় ৷ এর আগেও রাজ্যের একাধিক জায়গায় এমনকী নবান্নের সামনেও রাজীব বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে পোস্টার পড়ে ৷

poster, Rajib Banerjee
রাজীব বন্দ্যোপাধ্যায়ের নামে পোস্টার
author img

By

Published : Dec 9, 2020, 11:22 AM IST

Updated : Dec 9, 2020, 2:33 PM IST

বনগাঁ, 9 ডিসেম্বর : আজ উত্তর 24 পরগনার গোপালনগরে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ হরিপদ ইনস্টিটিউটের মাঠে হবে জনসভা ৷ কিন্তু, তৃণমূল নেত্রী আসার আগেই ঠাকুরনগরের একাধিক জায়গায় পড়ল তৃণমূল নেতা তথা রাজ্যের বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়ের ছবিসহ পোস্টার, ব্যানার ৷ কোথাও লেখা, "ছাত্র -যুবর নয়নের মণি ", কোথাওবা "কাজের মানুষ, কাছের মানুষ ৷" নিচে লেখা- পশ্চিমবঙ্গ বন্যপ্রাণী সংরক্ষক লাভার্স সংগঠন ৷ তৃণমূল সুপ্রিমোর সভার আগে রাজীব বন্দ্যোপাধ্যায়ের পোস্টার পড়াকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর ৷

আরও পড়ুন : আজ গোপালনগরে দিলীপের পালটা জনসভা মমতার

গত কয়েকমাস ধরে বারাসত, মধ্যমগ্রাম, কাঁথি, হাওড়া, সল্টলেকসহ রাজ্যের একাধিক জায়গায় শুভেন্দু অধিকারীর ছবিসহ পোস্টার পড়তে শুরু করে ৷ বেশিরভাগ ক্ষেত্রে পোস্টারের নিচে লেখা- "আমরা দাদার অনুগামী" ৷ শুভেন্দুর পর বিগত কয়েকদিন ধরে রাজীব বন্দ্যোপাধ্যায়ের ছবিসহ পোস্টার পড়তে শুরু করে রাজ্যের একাধিক জায়গায় ৷ কে বা কারা পোস্টারগুলি সাঁটিয়েছেন বেশিরভাগ ক্ষেত্রেই তা স্পষ্ট নয় ৷

আরও পড়ুন : এবার নবান্নের সামনে রাজীব বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে পোস্টার

আজ সকালে ঠাকুরনগর স্টেশন সংলগ্ন রেল পার্কিংয়েও রাজীব বন্দ্যোপাধ্যায়ের ছবিসহ দু'টি ব্যানার দেখতে পাওয়া যায় । এছাড়া ঠাকুরনগর বাজার, সবেদা তলা, চিকনপাড়া এলাকাতেও একাধিক পোস্টার দেখা যায় । এক্ষেত্রেও স্পষ্ট নয় কে বা কারা এই পোস্টারগুলি সাঁটিয়েছেন ৷

আরও পড়ুন : এবার রাজীব বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে শহরে ব্য়ানার

অন্যদিকে ইতিমধ্যেই হরিপদ ইনস্টিটিউটের মাঠে মুখ্যমন্ত্রীর সভা ঘিরে জোরকদমে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি । বনগাঁ-চাকদা সড়কের গোপালনগরের বাজারের দু'পাশ দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাটআউট সাজানো হয়েছে । সভাস্থানের পাশে পশ্চিমবঙ্গ সরকারের নানা উন্নয়নমূলক প্রকল্পের খতিয়ান সম্বলিত ফ্লেক্সও টাঙানো হয়েছে । বহু কর্মী-সমর্থক জমায়েত করতে পরে বলে মনে করছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব ৷

মমতার সভার দিনই রাজীব বন্দ্যোপাধ্যায়ের নামে পোস্টার ঠাকুরনগরে

গত মাসের 27 তারিখে এই হরিপদ ইনস্টিটিউটের মাঠেই সভা করে যান বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ৷ ঠিক 12 দিনের মাথায় পালটা সভা তৃণমূল নেত্রীর ৷ এখন দেখার মতুয়া অধ্যুষিত এই এলাকা নির্বাচনকে পাখির চোখ করে কী বার্তা দেন তৃণমূল নেত্রী ৷

বনগাঁ, 9 ডিসেম্বর : আজ উত্তর 24 পরগনার গোপালনগরে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ হরিপদ ইনস্টিটিউটের মাঠে হবে জনসভা ৷ কিন্তু, তৃণমূল নেত্রী আসার আগেই ঠাকুরনগরের একাধিক জায়গায় পড়ল তৃণমূল নেতা তথা রাজ্যের বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়ের ছবিসহ পোস্টার, ব্যানার ৷ কোথাও লেখা, "ছাত্র -যুবর নয়নের মণি ", কোথাওবা "কাজের মানুষ, কাছের মানুষ ৷" নিচে লেখা- পশ্চিমবঙ্গ বন্যপ্রাণী সংরক্ষক লাভার্স সংগঠন ৷ তৃণমূল সুপ্রিমোর সভার আগে রাজীব বন্দ্যোপাধ্যায়ের পোস্টার পড়াকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর ৷

আরও পড়ুন : আজ গোপালনগরে দিলীপের পালটা জনসভা মমতার

গত কয়েকমাস ধরে বারাসত, মধ্যমগ্রাম, কাঁথি, হাওড়া, সল্টলেকসহ রাজ্যের একাধিক জায়গায় শুভেন্দু অধিকারীর ছবিসহ পোস্টার পড়তে শুরু করে ৷ বেশিরভাগ ক্ষেত্রে পোস্টারের নিচে লেখা- "আমরা দাদার অনুগামী" ৷ শুভেন্দুর পর বিগত কয়েকদিন ধরে রাজীব বন্দ্যোপাধ্যায়ের ছবিসহ পোস্টার পড়তে শুরু করে রাজ্যের একাধিক জায়গায় ৷ কে বা কারা পোস্টারগুলি সাঁটিয়েছেন বেশিরভাগ ক্ষেত্রেই তা স্পষ্ট নয় ৷

আরও পড়ুন : এবার নবান্নের সামনে রাজীব বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে পোস্টার

আজ সকালে ঠাকুরনগর স্টেশন সংলগ্ন রেল পার্কিংয়েও রাজীব বন্দ্যোপাধ্যায়ের ছবিসহ দু'টি ব্যানার দেখতে পাওয়া যায় । এছাড়া ঠাকুরনগর বাজার, সবেদা তলা, চিকনপাড়া এলাকাতেও একাধিক পোস্টার দেখা যায় । এক্ষেত্রেও স্পষ্ট নয় কে বা কারা এই পোস্টারগুলি সাঁটিয়েছেন ৷

আরও পড়ুন : এবার রাজীব বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে শহরে ব্য়ানার

অন্যদিকে ইতিমধ্যেই হরিপদ ইনস্টিটিউটের মাঠে মুখ্যমন্ত্রীর সভা ঘিরে জোরকদমে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি । বনগাঁ-চাকদা সড়কের গোপালনগরের বাজারের দু'পাশ দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাটআউট সাজানো হয়েছে । সভাস্থানের পাশে পশ্চিমবঙ্গ সরকারের নানা উন্নয়নমূলক প্রকল্পের খতিয়ান সম্বলিত ফ্লেক্সও টাঙানো হয়েছে । বহু কর্মী-সমর্থক জমায়েত করতে পরে বলে মনে করছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব ৷

মমতার সভার দিনই রাজীব বন্দ্যোপাধ্যায়ের নামে পোস্টার ঠাকুরনগরে

গত মাসের 27 তারিখে এই হরিপদ ইনস্টিটিউটের মাঠেই সভা করে যান বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ৷ ঠিক 12 দিনের মাথায় পালটা সভা তৃণমূল নেত্রীর ৷ এখন দেখার মতুয়া অধ্যুষিত এই এলাকা নির্বাচনকে পাখির চোখ করে কী বার্তা দেন তৃণমূল নেত্রী ৷

Last Updated : Dec 9, 2020, 2:33 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.