ETV Bharat / state

Old Woman Wins Legal Battle ছেলের বিরুদ্ধে 5 বছরের আইনি লড়াইয়ে জয়, আদালতের নির্দেশে ফের গৃহপ্রবেশ বৃদ্ধার

author img

By

Published : Aug 21, 2022, 9:54 PM IST

প্রতারণা করে বাড়ি বিক্রি করে দিয়েছিল ছেলে ৷ 5 বছরের আইনি লড়াই জিতে সেই বাড়ি ফিরে পেলেন বসিরহাটের অঞ্জলি বালা ঘোষ (Old Woman Wins Legal Battle Against Son) ৷

old-woman-wins-legal-battle-against-son-for-her-house-in-basirhat
old-woman-wins-legal-battle-against-son-for-her-house-in-basirhat

বসিরহাট, 21 অগস্ট: সম্পত্তির লোভে বৃদ্ধা মাকে মারধর করে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছিল ছেলের বিরুদ্ধে ৷ ছেলের এই আচরণের বিরুদ্ধে আইনের দ্বারস্থ হয়েছিলেন 65 বছরের বৃদ্ধা অঞ্জলি বালা ঘোষ ৷ শেষমেশ আইনি লড়াই জিতে 5 বছর পর স্বামীর পৈতৃক ভিটে ফিরে পেলেন অশীতিপর বৃদ্ধা (Old Woman Wins Legal Battle Against Son) ৷ আদালতের নির্দেশে রবিবার তালা ভেঙে ওই বৃদ্ধাকে বাড়িতে ঢুকিয়ে দেওয়ার ব্যবস্থা করে স্থানীয় পুলিশ প্রশাসন ৷ উত্তর 24 পরগনার স্বরূপনগরের বিথারী-হাকিমপুর পঞ্চায়েতের ঘোষপাড়া গ্রামের ঘটনা ৷ আদালতের নির্দেশে স্বামীর ভিটে শেষ অবধি ফিরে পেয়ে খুশি অঞ্জলি বালা ঘোষ ৷

জানা গিয়েছে, ওই বৃদ্ধার স্বামী নাড়ু ঘোষ 7 বছর আগে মারা যান ৷ বৃদ্ধ দম্পতির এক ছেলে এবং এক মেয়ে রয়েছে ৷ মারা যাওয়ার আগে পৈতৃক ভিটে ও 15 কাঠা জমি স্ত্রী'র নামে লিখে দিয়ে গিয়েছিলেন নাড়ু ঘোষ ৷ যা দম্পতির ছেলে মেনে নিতে পারেননি ৷ যদিও ছেলে দীপঙ্কর ঘোষ নিজে একজন প্রতিষ্ঠিত মিষ্টান্ন ব‍্যবসায়ী ৷ কর্মসূত্রে তিনি বসিরহাটে থাকেন ৷ অভিযোগ, বাবার মৃত্যুর পর থেকেই পৈতৃক সম্পত্তি নিজের নামে লিখে দেওয়ার জন্য বৃদ্ধা মাকে চাপ দিতে থাকেন দীপঙ্কর ৷ কিন্তু, সেই চাপের কাছে নতিস্বীকার করেননি অঞ্জলি বালা ঘোষ ৷ অভিযোগ প্রায়ই তাঁকে হুমকি দেওয়া হত ৷

অভিযোগ, কিছুতেই কোনও কাজ না হওয়ায়, শেষে সম্পত্তি হাতাতে বেআইনি পথ বেছে নেন বৃদ্ধার ছেলে ৷ বাড়ির দলিল জাল করে সেই বাড়ি প্রায় ত্রিশ লক্ষ টাকার বিনিময়ে স্থানীয় এক ব‍্যক্তির কাছে বিক্রি করে দেন বলে অভিযোগ ওঠে ৷ এর পর অঞ্জলি বালা ঘোষকে মারধর করে তাঁরই বাড়ি থেকে বের করে দেওয়া হয় বলেও অভিযোগ ৷ শারীরিক এবং মানসিক নির্যাতনের শিকার হয়ে স্বামীর ভিটে ছেড়ে শেষে খোলা আকাশের নিচে আশ্রয় নিতে বাধ্য হয়েছিলেন তিনি ৷ বেশ কিছুদিন রাস্তায় দিন কাটানোর পর মেয়ের শ্বশুরবাড়িতে থাকতে শুরু করেন তিনি ৷ পাশাপাশি, ছেলের অমানবিক আচরণ এবং স্বামীর পৈতৃক ভিটে ফিরে পেতে প্রশাসনের দ্বারস্থও হন তিনি ৷ সেই সঙ্গে চলতে থাকে আইনি লড়াই ৷ দীর্ঘ পাঁচ বছরের আইনি লড়াইয়ে জিতে মুখে হাসি ফুটেছে অঞ্জলি বালা ঘোষের (Old Woman Wins Legal Battle) ৷

আরও পড়ুন: বার্ধক্য ভাতা দেওয়ার নাম করে বৃদ্ধার জমি লিখিয়ে নেওয়ার অভিযোগ উপ-প্রধানের বিরুদ্ধে

বসিরহাট মহকুমা আদালত শনিবার নির্দেশ দেয়, 24 ঘণ্টার মধ্যে ওই বৃদ্ধাকে তাঁর বাড়িতে ঢুকিয়ে দেওয়ার ব্যবস্থা করতে হবে স্বরূপনগর থানার পুলিশকে ৷ এই কাজে কোনও বাধা আসলে আইনি ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয় পুলিশকে ৷ আদালতের নির্দেশে রবিবার বৃদ্ধাকে তাঁর বাড়িতে ফেরানোর ব্যবস্থা করল পুলিশ প্রশাসন ৷

বসিরহাট, 21 অগস্ট: সম্পত্তির লোভে বৃদ্ধা মাকে মারধর করে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছিল ছেলের বিরুদ্ধে ৷ ছেলের এই আচরণের বিরুদ্ধে আইনের দ্বারস্থ হয়েছিলেন 65 বছরের বৃদ্ধা অঞ্জলি বালা ঘোষ ৷ শেষমেশ আইনি লড়াই জিতে 5 বছর পর স্বামীর পৈতৃক ভিটে ফিরে পেলেন অশীতিপর বৃদ্ধা (Old Woman Wins Legal Battle Against Son) ৷ আদালতের নির্দেশে রবিবার তালা ভেঙে ওই বৃদ্ধাকে বাড়িতে ঢুকিয়ে দেওয়ার ব্যবস্থা করে স্থানীয় পুলিশ প্রশাসন ৷ উত্তর 24 পরগনার স্বরূপনগরের বিথারী-হাকিমপুর পঞ্চায়েতের ঘোষপাড়া গ্রামের ঘটনা ৷ আদালতের নির্দেশে স্বামীর ভিটে শেষ অবধি ফিরে পেয়ে খুশি অঞ্জলি বালা ঘোষ ৷

জানা গিয়েছে, ওই বৃদ্ধার স্বামী নাড়ু ঘোষ 7 বছর আগে মারা যান ৷ বৃদ্ধ দম্পতির এক ছেলে এবং এক মেয়ে রয়েছে ৷ মারা যাওয়ার আগে পৈতৃক ভিটে ও 15 কাঠা জমি স্ত্রী'র নামে লিখে দিয়ে গিয়েছিলেন নাড়ু ঘোষ ৷ যা দম্পতির ছেলে মেনে নিতে পারেননি ৷ যদিও ছেলে দীপঙ্কর ঘোষ নিজে একজন প্রতিষ্ঠিত মিষ্টান্ন ব‍্যবসায়ী ৷ কর্মসূত্রে তিনি বসিরহাটে থাকেন ৷ অভিযোগ, বাবার মৃত্যুর পর থেকেই পৈতৃক সম্পত্তি নিজের নামে লিখে দেওয়ার জন্য বৃদ্ধা মাকে চাপ দিতে থাকেন দীপঙ্কর ৷ কিন্তু, সেই চাপের কাছে নতিস্বীকার করেননি অঞ্জলি বালা ঘোষ ৷ অভিযোগ প্রায়ই তাঁকে হুমকি দেওয়া হত ৷

অভিযোগ, কিছুতেই কোনও কাজ না হওয়ায়, শেষে সম্পত্তি হাতাতে বেআইনি পথ বেছে নেন বৃদ্ধার ছেলে ৷ বাড়ির দলিল জাল করে সেই বাড়ি প্রায় ত্রিশ লক্ষ টাকার বিনিময়ে স্থানীয় এক ব‍্যক্তির কাছে বিক্রি করে দেন বলে অভিযোগ ওঠে ৷ এর পর অঞ্জলি বালা ঘোষকে মারধর করে তাঁরই বাড়ি থেকে বের করে দেওয়া হয় বলেও অভিযোগ ৷ শারীরিক এবং মানসিক নির্যাতনের শিকার হয়ে স্বামীর ভিটে ছেড়ে শেষে খোলা আকাশের নিচে আশ্রয় নিতে বাধ্য হয়েছিলেন তিনি ৷ বেশ কিছুদিন রাস্তায় দিন কাটানোর পর মেয়ের শ্বশুরবাড়িতে থাকতে শুরু করেন তিনি ৷ পাশাপাশি, ছেলের অমানবিক আচরণ এবং স্বামীর পৈতৃক ভিটে ফিরে পেতে প্রশাসনের দ্বারস্থও হন তিনি ৷ সেই সঙ্গে চলতে থাকে আইনি লড়াই ৷ দীর্ঘ পাঁচ বছরের আইনি লড়াইয়ে জিতে মুখে হাসি ফুটেছে অঞ্জলি বালা ঘোষের (Old Woman Wins Legal Battle) ৷

আরও পড়ুন: বার্ধক্য ভাতা দেওয়ার নাম করে বৃদ্ধার জমি লিখিয়ে নেওয়ার অভিযোগ উপ-প্রধানের বিরুদ্ধে

বসিরহাট মহকুমা আদালত শনিবার নির্দেশ দেয়, 24 ঘণ্টার মধ্যে ওই বৃদ্ধাকে তাঁর বাড়িতে ঢুকিয়ে দেওয়ার ব্যবস্থা করতে হবে স্বরূপনগর থানার পুলিশকে ৷ এই কাজে কোনও বাধা আসলে আইনি ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয় পুলিশকে ৷ আদালতের নির্দেশে রবিবার বৃদ্ধাকে তাঁর বাড়িতে ফেরানোর ব্যবস্থা করল পুলিশ প্রশাসন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.