ETV Bharat / state

Didir Suraksha Kavach: 'বউমাকে ফিরিয়ে দিন', দিদির দূত জ্যোতিপ্রিয়কে আবেদন বৃদ্ধার - দিদির দূত জ্যোতিপ্রিয় মল্লিক

বৃহস্পতিবার দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে যোগ দিয়ে গাইঘাটায় যান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ৷ সেখানে মন্ত্রীর কাছে তাঁর বাউমাকে ফিরিয়ে দেওয়ার আবেদন জানান এক বৃদ্ধা (Jyotipriya Mallick as Didir Doot) ৷

ETV Bharat
দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে জ্যোতিপ্রিয় মল্লিক
author img

By

Published : Jan 27, 2023, 8:50 PM IST

জ্য়োতিপ্রিয় মল্লিকের কাছে বউমাকে ফিরিয়ে দেওয়ার আবেদন বৃদ্ধার

গাইঘাটা, 27 জানুয়ারি: 'দিদির সুরক্ষা কবচ' কর্মসূচিতে যোগ দিয়ে কয়েকদিন আগে 'দিদির দূত' সাংসদ শতাব্দী রায়কে শুনতে হয়েছিল নিখোঁজ স্বামীকে খুঁজে বাড়ি ফিরিয়ে দেওয়ার আর্জি ৷ এবার তৃণমূলের এই কর্মসূচিতে যোগ দিয়ে রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে (Jyotipriya Mallick) এক বৃদ্ধার মুখে শুনতে হল তাঁর বউমাকে ফিরিয়ে দেওয়ার আবেদন ৷

শুক্রবার উত্তর 24 পরগনার গাইঘাটা থানার ধর্মপুর দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের তরঙ্গহাটিতে 'দিদির সুরক্ষা কবচ' কর্মসূচিতে যোগ দিয়ে এসেছিলেন জ্যোতিপ্রিয় । সেখানে এলাকাবাসীর অভাব-অভিযোগ শুনছিলেন তিনি । সেই সময় তরঙ্গটির গীতা সরকার নামে এক বৃদ্ধা তাঁর কাছেই বউমাকে ফিরিয়ে দেওয়ার আবেদন জানান (old woman demands to bring back her daughter in law) ৷

15 বছর আগে নদিয়ার স্বপ্না সরকারের বিয়ে হয়েছিল উত্তর 24 পরগনার গাইঘাটার তরঙ্গহাটির গীতা সরকারের ছেলে পরেশ সরকারের সঙ্গে । গীতা দেবীর দাবি, বউমা সংসার না-করতে চেয়ে মাঝেমধ্যেই শ্বশুরবাড়ি চলে যাচ্ছিলেন গত কয়েক বছর ধরে ৷ মাঝেমধ্যে এরকম ভাবে চলে গিয়ে ক'দিন পরে সে আবার ফিরেও আসত ৷ কিন্তু গীতা সরকারের দাবি, গত দু'বছর ধরে তাঁর বউমা আর ফিরে আসছে না ।

আরও পড়ুন: স্বামীকে খুঁজে দিন, 'দিদির দূত' শতাব্দীর কাছে আর্জি গৃহবধূর

বউমা সংসার করতে চাইছে না । তাই ছেলের সংসার বাঁচাতে এবার বউমাকে ঘরে ফেরাতে সরাসরি রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের কাছে আবেদন জানালেন এই বৃদ্ধা ৷ গিতাদেবী বলেন, "ছোট একটি সন্তান রেখে স্বপ্না বাপের বাড়িতে চলে গিয়েছে । আমি চাই ছেলের সংসার বাঁচুক । এই কারণে মন্ত্রীর কাছে বিষটি জানালাম । মন্ত্রী নিজেদের মধ্যে মিটিয়ে নিতে বললেন ।" এই পারিবারিক সমস্যার মধ্যে ঢুকতে চাননি জ্যোতিপ্রিয় মল্লিক ৷

উল্লেখ্য, রাজ্যের বিভিন্ন পরিষেবা মানুষের কাছে ঠিকমতো পৌঁছচ্ছে কি না, তা জানতে ও রাজ্যের মানুষ যাতে তাঁদের বিভিন্ন অভাব-অভিযোগের কথা সরাসরি জনপ্রতিনিধিদের সামনে তুলে ধরতে পারেন সেই লক্ষ্যে 'দিদির সুরক্ষা কবচ' কর্মসূচি শুরু করেছে তৃণমূল ৷ আর সেখানেই সাংসদ-বিধায়কদের শুনতে হচ্ছে পারিবারিক সমস্যার কথাও ৷

জ্য়োতিপ্রিয় মল্লিকের কাছে বউমাকে ফিরিয়ে দেওয়ার আবেদন বৃদ্ধার

গাইঘাটা, 27 জানুয়ারি: 'দিদির সুরক্ষা কবচ' কর্মসূচিতে যোগ দিয়ে কয়েকদিন আগে 'দিদির দূত' সাংসদ শতাব্দী রায়কে শুনতে হয়েছিল নিখোঁজ স্বামীকে খুঁজে বাড়ি ফিরিয়ে দেওয়ার আর্জি ৷ এবার তৃণমূলের এই কর্মসূচিতে যোগ দিয়ে রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে (Jyotipriya Mallick) এক বৃদ্ধার মুখে শুনতে হল তাঁর বউমাকে ফিরিয়ে দেওয়ার আবেদন ৷

শুক্রবার উত্তর 24 পরগনার গাইঘাটা থানার ধর্মপুর দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের তরঙ্গহাটিতে 'দিদির সুরক্ষা কবচ' কর্মসূচিতে যোগ দিয়ে এসেছিলেন জ্যোতিপ্রিয় । সেখানে এলাকাবাসীর অভাব-অভিযোগ শুনছিলেন তিনি । সেই সময় তরঙ্গটির গীতা সরকার নামে এক বৃদ্ধা তাঁর কাছেই বউমাকে ফিরিয়ে দেওয়ার আবেদন জানান (old woman demands to bring back her daughter in law) ৷

15 বছর আগে নদিয়ার স্বপ্না সরকারের বিয়ে হয়েছিল উত্তর 24 পরগনার গাইঘাটার তরঙ্গহাটির গীতা সরকারের ছেলে পরেশ সরকারের সঙ্গে । গীতা দেবীর দাবি, বউমা সংসার না-করতে চেয়ে মাঝেমধ্যেই শ্বশুরবাড়ি চলে যাচ্ছিলেন গত কয়েক বছর ধরে ৷ মাঝেমধ্যে এরকম ভাবে চলে গিয়ে ক'দিন পরে সে আবার ফিরেও আসত ৷ কিন্তু গীতা সরকারের দাবি, গত দু'বছর ধরে তাঁর বউমা আর ফিরে আসছে না ।

আরও পড়ুন: স্বামীকে খুঁজে দিন, 'দিদির দূত' শতাব্দীর কাছে আর্জি গৃহবধূর

বউমা সংসার করতে চাইছে না । তাই ছেলের সংসার বাঁচাতে এবার বউমাকে ঘরে ফেরাতে সরাসরি রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের কাছে আবেদন জানালেন এই বৃদ্ধা ৷ গিতাদেবী বলেন, "ছোট একটি সন্তান রেখে স্বপ্না বাপের বাড়িতে চলে গিয়েছে । আমি চাই ছেলের সংসার বাঁচুক । এই কারণে মন্ত্রীর কাছে বিষটি জানালাম । মন্ত্রী নিজেদের মধ্যে মিটিয়ে নিতে বললেন ।" এই পারিবারিক সমস্যার মধ্যে ঢুকতে চাননি জ্যোতিপ্রিয় মল্লিক ৷

উল্লেখ্য, রাজ্যের বিভিন্ন পরিষেবা মানুষের কাছে ঠিকমতো পৌঁছচ্ছে কি না, তা জানতে ও রাজ্যের মানুষ যাতে তাঁদের বিভিন্ন অভাব-অভিযোগের কথা সরাসরি জনপ্রতিনিধিদের সামনে তুলে ধরতে পারেন সেই লক্ষ্যে 'দিদির সুরক্ষা কবচ' কর্মসূচি শুরু করেছে তৃণমূল ৷ আর সেখানেই সাংসদ-বিধায়কদের শুনতে হচ্ছে পারিবারিক সমস্যার কথাও ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.