ETV Bharat / state

Old Man Drowned: তর্পণ করতে গিয়ে গঙ্গায় তলিয়ে গেলেন বৃদ্ধ - উত্তর 24 পরগনা

Old Man Drowned in Ganges: শনিবার উত্তর 24 পরগনার পানিহাটির গঙ্গার ঘাটে তর্পণ করতে গিয়েছিলেন এক বৃদ্ধ ৷ গঙ্গার ঘাটে পা পিছলে তলিয়ে গেলেন কেন্দ্রীয় সরকারের অবসরপ্রাপ্ত কর্মী ওই বৃদ্ধ। ডুবুরি নামিয়ে চলছে তল্লাশি শুরু হয়েছে । পরিবারের অভিযোগ, সেই ঘাটে যাঁরা ছিলেন, তাঁদের কেউই ওই বৃদ্ধকে বাঁচাতে এগিয়ে আসেননি ৷

Old Man Drowned
Old Man Drowned
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 14, 2023, 4:20 PM IST

Updated : Oct 14, 2023, 7:07 PM IST

তর্পণ করতে গিয়ে গঙ্গায় তলিয়ে গেলেন বৃদ্ধ

ব‍্যারাকপুর, 14 অক্টোবর: তর্পণ করতে গিয়ে গঙ্গার ঘাটে পা পিছলে তলিয়ে গেলেন কেন্দ্রীয় সরকারের অবসরপ্রাপ্ত এক কর্মী । তাঁর নাম শেখর মণ্ডল । মহালয়ার দিনে (শনিবার) এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে উত্তর 24 পরগনার পানিহাটির গিরিবালা গঙ্গার ঘাটে । খবর পেয়ে ডিজাস্টার ম‍্যানেজমেন্টের লোকজন এসে পৌঁছেছে ঘটনাস্থলে । স্পিড বোর্ডের সাহায্যে গঙ্গায় ডুবুরি নামিয়ে চলছে তল্লাশি । তবে, প্রতিবেদন পাঠানোর আগে পর্যন্ত কোনও সন্ধান মেলেনি বছর 65-র ওই বৃদ্ধের । প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, অবসরপ্রাপ্ত ওই কর্মী স্নান করার পর ভিজে পায়ে সিঁড়ি দিয়ে ঘাটে উঠতে গিয়ে পা পিছলে গঙ্গার জলে পড়ে তলিয়ে যান । তারপর থেকে আর কোনও খোঁজ নেই তাঁর । স্বভাবতই কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা ।

জানা গিয়েছে, উত্তর 24 পরগনার মধ‍্যমগ্রামের বাসিন্দা ওই বৃদ্ধ প্রতিবছরই পানিহাটির গিরিবালা গঙ্গার ঘাটে যেতেন তর্পণ করতে । এবছরও তার ব‍্যতিক্রম হয়নি । এ দিন সকালে স্ত্রীকে সঙ্গে নিয়ে মধ‍্যমগ্রামের বাড়ি থেকে তিনি সেখানে যান পূর্বপুরুষদের স্মৃতির উদ্দেশ্যে তর্পণ করতে । স্ত্রী মহুয়া মণ্ডল দাঁড়িয়ে ছিলেন গঙ্গার ঘাটে । তাঁর কাছে জামাকাপড়, মানি ব‍্যাগ রেখে তিনি স্নান করতে নামেন গঙ্গার জলে । এমনই সময় ঘটে বিপত্তি । নিমেষে গঙ্গায় তলিয়ে যান তিনি । ঘটনার সময় ঘাটে অনেকে থাকলেও কেউ তাঁকে বাঁচাতে এগিয়ে আসেননি বলে অভিযোগ ।

Old Man Drowned
নিখোঁজ বৃদ্ধ শেখর মণ্ডল

ফলে সকলের চোখের সামনেই পা পিছলে গঙ্গায় তলিয়ে যায় ওই বৃদ্ধ । পরে অবশ্য অনেক খোঁজাখুঁজি করা হলেও বৃদ্ধের কোনও সন্ধান পাওয়া যায়নি । শেষমেশ খবর দেওয়া হয় বিপর্যয় মোকাবিলা বাহিনীকে । তারাই সেখানে এসে ডুবুরি নামিয়ে বৃদ্ধের খোঁজ করছে । কিন্তু, গঙ্গার ঘাটে পুলিশি নিরাপত্তা থাকা সত্ত্বেও কীভাবে সকলের সামনে ওই বৃদ্ধ তলিয়ে গেলেন ? তাহলে সবটাই কি নাম কে ওয়াস্তে ? ঘটনার পর এমনই সব প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে ।

পরিবার সূত্রে খবর, ওই বৃদ্ধ একসময় কাশীপুর গান অ্যান্ড শেল ফ‍্যাক্টরিতে চাকরি করতেন । কয়েক মাস আগে তিনি অবসর নিয়েছেন । রক্তচাপজনিত অসুখে ভুগছিলেন তিনি । তার জেরে কোনোভাবে এই ঘটনা ঘটেছে কি না, সেটাও খতিয়ে দেখছে পুলিশ ।

Old Man Drowned
গঙ্গায় নিখোঁজ বৃদ্ধের উদ্বিগ্ন স্ত্রী৷ শনিবার উত্তর 24 পরগনার পানিহাটির গিরিবালা গঙ্গার ঘাটে৷

এই বিষয়ে বৃদ্ধের স্ত্রী মহুয়া মণ্ডল বলেন, "স্বামী যখন ডুবে যাচ্ছিল, তখন ঘাটে অনেকের কাছেই অনুরোধ করা হয়েছিল তাঁকে বাঁচানোর জন্য । কিন্তু কেউই কোনও সহযোগিতা করেননি । যদি সেই সময় সহযোগিতা পেত তাহলে হয়তো ওঁর সঙ্গে এই ঘটনা ঘটত না । ডুবুরি নামিয়ে তল্লাশি চালানো হচ্ছে । এখনও ওর কোনও হদিস মেলেনি । চিন্তায় রয়েছি আমরা ৷"

এদিকে, এই ঘাটে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কোনও সমস্যা নেই বলে দাবি করেছেন স্থানীয় তৃণমূল কাউন্সিলর বিশ্বনাথ দে । তিনি বলেন, "সকালে এখানে যখন ছিলাম তখন এই ঘটনার কথা শুনিনি । পরে ঘটনার কথা কানে আসে । প্রশাসন তো ডুবুরি নামিয়ে সন্ধান চালাচ্ছে । আশা করছি, দ্রুত ওই বৃদ্ধের খোঁজ পাওয়া যাবে ৷"

আরও পড়ুন: তর্পণ করতে নেমে অজয় নদে ডুবে মৃত্যু প্রৌঢ়ের

তর্পণ করতে গিয়ে গঙ্গায় তলিয়ে গেলেন বৃদ্ধ

ব‍্যারাকপুর, 14 অক্টোবর: তর্পণ করতে গিয়ে গঙ্গার ঘাটে পা পিছলে তলিয়ে গেলেন কেন্দ্রীয় সরকারের অবসরপ্রাপ্ত এক কর্মী । তাঁর নাম শেখর মণ্ডল । মহালয়ার দিনে (শনিবার) এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে উত্তর 24 পরগনার পানিহাটির গিরিবালা গঙ্গার ঘাটে । খবর পেয়ে ডিজাস্টার ম‍্যানেজমেন্টের লোকজন এসে পৌঁছেছে ঘটনাস্থলে । স্পিড বোর্ডের সাহায্যে গঙ্গায় ডুবুরি নামিয়ে চলছে তল্লাশি । তবে, প্রতিবেদন পাঠানোর আগে পর্যন্ত কোনও সন্ধান মেলেনি বছর 65-র ওই বৃদ্ধের । প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, অবসরপ্রাপ্ত ওই কর্মী স্নান করার পর ভিজে পায়ে সিঁড়ি দিয়ে ঘাটে উঠতে গিয়ে পা পিছলে গঙ্গার জলে পড়ে তলিয়ে যান । তারপর থেকে আর কোনও খোঁজ নেই তাঁর । স্বভাবতই কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা ।

জানা গিয়েছে, উত্তর 24 পরগনার মধ‍্যমগ্রামের বাসিন্দা ওই বৃদ্ধ প্রতিবছরই পানিহাটির গিরিবালা গঙ্গার ঘাটে যেতেন তর্পণ করতে । এবছরও তার ব‍্যতিক্রম হয়নি । এ দিন সকালে স্ত্রীকে সঙ্গে নিয়ে মধ‍্যমগ্রামের বাড়ি থেকে তিনি সেখানে যান পূর্বপুরুষদের স্মৃতির উদ্দেশ্যে তর্পণ করতে । স্ত্রী মহুয়া মণ্ডল দাঁড়িয়ে ছিলেন গঙ্গার ঘাটে । তাঁর কাছে জামাকাপড়, মানি ব‍্যাগ রেখে তিনি স্নান করতে নামেন গঙ্গার জলে । এমনই সময় ঘটে বিপত্তি । নিমেষে গঙ্গায় তলিয়ে যান তিনি । ঘটনার সময় ঘাটে অনেকে থাকলেও কেউ তাঁকে বাঁচাতে এগিয়ে আসেননি বলে অভিযোগ ।

Old Man Drowned
নিখোঁজ বৃদ্ধ শেখর মণ্ডল

ফলে সকলের চোখের সামনেই পা পিছলে গঙ্গায় তলিয়ে যায় ওই বৃদ্ধ । পরে অবশ্য অনেক খোঁজাখুঁজি করা হলেও বৃদ্ধের কোনও সন্ধান পাওয়া যায়নি । শেষমেশ খবর দেওয়া হয় বিপর্যয় মোকাবিলা বাহিনীকে । তারাই সেখানে এসে ডুবুরি নামিয়ে বৃদ্ধের খোঁজ করছে । কিন্তু, গঙ্গার ঘাটে পুলিশি নিরাপত্তা থাকা সত্ত্বেও কীভাবে সকলের সামনে ওই বৃদ্ধ তলিয়ে গেলেন ? তাহলে সবটাই কি নাম কে ওয়াস্তে ? ঘটনার পর এমনই সব প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে ।

পরিবার সূত্রে খবর, ওই বৃদ্ধ একসময় কাশীপুর গান অ্যান্ড শেল ফ‍্যাক্টরিতে চাকরি করতেন । কয়েক মাস আগে তিনি অবসর নিয়েছেন । রক্তচাপজনিত অসুখে ভুগছিলেন তিনি । তার জেরে কোনোভাবে এই ঘটনা ঘটেছে কি না, সেটাও খতিয়ে দেখছে পুলিশ ।

Old Man Drowned
গঙ্গায় নিখোঁজ বৃদ্ধের উদ্বিগ্ন স্ত্রী৷ শনিবার উত্তর 24 পরগনার পানিহাটির গিরিবালা গঙ্গার ঘাটে৷

এই বিষয়ে বৃদ্ধের স্ত্রী মহুয়া মণ্ডল বলেন, "স্বামী যখন ডুবে যাচ্ছিল, তখন ঘাটে অনেকের কাছেই অনুরোধ করা হয়েছিল তাঁকে বাঁচানোর জন্য । কিন্তু কেউই কোনও সহযোগিতা করেননি । যদি সেই সময় সহযোগিতা পেত তাহলে হয়তো ওঁর সঙ্গে এই ঘটনা ঘটত না । ডুবুরি নামিয়ে তল্লাশি চালানো হচ্ছে । এখনও ওর কোনও হদিস মেলেনি । চিন্তায় রয়েছি আমরা ৷"

এদিকে, এই ঘাটে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কোনও সমস্যা নেই বলে দাবি করেছেন স্থানীয় তৃণমূল কাউন্সিলর বিশ্বনাথ দে । তিনি বলেন, "সকালে এখানে যখন ছিলাম তখন এই ঘটনার কথা শুনিনি । পরে ঘটনার কথা কানে আসে । প্রশাসন তো ডুবুরি নামিয়ে সন্ধান চালাচ্ছে । আশা করছি, দ্রুত ওই বৃদ্ধের খোঁজ পাওয়া যাবে ৷"

আরও পড়ুন: তর্পণ করতে নেমে অজয় নদে ডুবে মৃত্যু প্রৌঢ়ের

Last Updated : Oct 14, 2023, 7:07 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.