ETV Bharat / state

বারাসাতে লরির ধাক্কায় প্রাণ হারালেন বৃদ্ধ

author img

By

Published : Jan 16, 2021, 8:58 PM IST

মত্ত অবস্থায় গাড়ির স্টিয়ারিং হাতে নিয়ে পিছনের দিকে ব্যাক করছিল লরির খালাসি । কাছেই দাঁড়িয়ে সাইকেল খুলছিলেন ওই বৃদ্ধ । লরি পিছনের দিকে এগিয়ে আসতেই চিৎকার করতে শুরু করেন সহকর্মীরা । কিন্তু নেশাগ্রস্ত থাকায় চিৎকার কানে পৌঁছায়নি খালাসির । পরপর দুই বার ধাক্কা মারে লরিটি ।

লরি
লরি

বারাসত, 16 জানুয়ারি : মত্ত অবস্থায় গাড়ির স্টিয়ারিং খালাসির হাতে । আর সেই অবস্থাতেই লড়ি পিছোতে গিয়ে, লরির ধাক্কায় বেঘোরে প্রাণ হারাতে হল এক বৃদ্ধকে । ঘটনাটি ঘটে বারাসত 11 নম্বর রেলগেট সংলগ্ন সাইডিংয়ে । মৃত ভগীরথ বর (৬০), বারাসত নবপল্লীর মধ্য বালুরিয়ার বাসিন্দা । রেলের সাইডিংয়ে মাল খালাসের কাজ করতেন তিনি । অভিযুক্ত লরির খালাসি ও চালকের কড়া শাস্তির দাবিতে সরব হন মাল বাহকরা । পরে জিআরপি ও বারাসত থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন ।

প্রতিদিনের মতো, আজ দুপুরেও বারাসত রেলের সাইডিংয়ে মাল ওঠানামার কাজ চলছিল । মাল খালাসের কাজ যখন শেষ পর্যায়ে, তখনই ঘটে দুর্ঘটনা । মত্ত অবস্থায় গাড়ির স্টিয়ারিং হাতে নিয়ে পিছনের দিকে ব্যাক করছিল লরির খালাসি । কাছেই দাঁড়িয়ে সাইকেল খুলছিলেন ওই বৃদ্ধ । লরি পিছনের দিকে এগিয়ে আসতেই চিৎকার করতে শুরু করেন সহকর্মীরা । কিন্তু নেশাগ্রস্ত থাকায় চিৎকার কানে পৌঁছায়নি খালাসির । পরপর দুই বার ধাক্কা মারে লরিটি । মাথায় ও কোমরে গুরুতর আঘাত লাগে বৃদ্ধের । রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন তিনি । অতিরিক্ত রক্তক্ষরণের জেরে ঘটনাস্থানেই মৃত্যু হয় তাঁর । ঘটনার পরই ক্ষোভে ফেটে পড়েন মাল বাহকরা । আটকে রাখা হয় ঘাতক লরির খালাসি ও চালককে । খবর পেয়ে ঘটনাস্থানে আসে বারাসত জিআরপি ও বারাসত থানার পুলিশ । মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয় বারাসত জেলা হাসপাতালে ।
আরও পড়ুন : টিকা নিয়ে কারও সমস্যা হয়নি : বারাসত হাসপাতালের সুপার

ঘটনার প্রত্যক্ষদর্শী অরবিন্দ দাস বলেন,"সাইডিংয়ে মাল ওঠানামার সময় অধিকাংশ দিনই গাড়ির খালাসিরা নেশাগ্রস্ত অবস্থায় থাকে । এর আগেও এই ধরনের ঘটনা এখানে ঘটেছে । বহুবার ইউনিয়নকে জানিয়েও কোনও সুরাহা হয়নি । আমরা চাই অভিযুক্ত খালাসি ও চালকের কঠোর শাস্তি হোক ।" অভিযোগ পেয়ে ঘাতক লরির চালক ও খালাসিকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ । লিখিত অভিযোগ পেলে দুজনকে গ্রেপ্তার করা হবে বলে জানা গেছে পুলিশ সূত্র থেকে । লরিটিকে বাজেয়াপ্ত করা হয়েছে । একই সঙ্গে অনিচ্ছাকৃত খুনের মামলাও রুজু হয়েছে ।

বারাসত, 16 জানুয়ারি : মত্ত অবস্থায় গাড়ির স্টিয়ারিং খালাসির হাতে । আর সেই অবস্থাতেই লড়ি পিছোতে গিয়ে, লরির ধাক্কায় বেঘোরে প্রাণ হারাতে হল এক বৃদ্ধকে । ঘটনাটি ঘটে বারাসত 11 নম্বর রেলগেট সংলগ্ন সাইডিংয়ে । মৃত ভগীরথ বর (৬০), বারাসত নবপল্লীর মধ্য বালুরিয়ার বাসিন্দা । রেলের সাইডিংয়ে মাল খালাসের কাজ করতেন তিনি । অভিযুক্ত লরির খালাসি ও চালকের কড়া শাস্তির দাবিতে সরব হন মাল বাহকরা । পরে জিআরপি ও বারাসত থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন ।

প্রতিদিনের মতো, আজ দুপুরেও বারাসত রেলের সাইডিংয়ে মাল ওঠানামার কাজ চলছিল । মাল খালাসের কাজ যখন শেষ পর্যায়ে, তখনই ঘটে দুর্ঘটনা । মত্ত অবস্থায় গাড়ির স্টিয়ারিং হাতে নিয়ে পিছনের দিকে ব্যাক করছিল লরির খালাসি । কাছেই দাঁড়িয়ে সাইকেল খুলছিলেন ওই বৃদ্ধ । লরি পিছনের দিকে এগিয়ে আসতেই চিৎকার করতে শুরু করেন সহকর্মীরা । কিন্তু নেশাগ্রস্ত থাকায় চিৎকার কানে পৌঁছায়নি খালাসির । পরপর দুই বার ধাক্কা মারে লরিটি । মাথায় ও কোমরে গুরুতর আঘাত লাগে বৃদ্ধের । রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন তিনি । অতিরিক্ত রক্তক্ষরণের জেরে ঘটনাস্থানেই মৃত্যু হয় তাঁর । ঘটনার পরই ক্ষোভে ফেটে পড়েন মাল বাহকরা । আটকে রাখা হয় ঘাতক লরির খালাসি ও চালককে । খবর পেয়ে ঘটনাস্থানে আসে বারাসত জিআরপি ও বারাসত থানার পুলিশ । মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয় বারাসত জেলা হাসপাতালে ।
আরও পড়ুন : টিকা নিয়ে কারও সমস্যা হয়নি : বারাসত হাসপাতালের সুপার

ঘটনার প্রত্যক্ষদর্শী অরবিন্দ দাস বলেন,"সাইডিংয়ে মাল ওঠানামার সময় অধিকাংশ দিনই গাড়ির খালাসিরা নেশাগ্রস্ত অবস্থায় থাকে । এর আগেও এই ধরনের ঘটনা এখানে ঘটেছে । বহুবার ইউনিয়নকে জানিয়েও কোনও সুরাহা হয়নি । আমরা চাই অভিযুক্ত খালাসি ও চালকের কঠোর শাস্তি হোক ।" অভিযোগ পেয়ে ঘাতক লরির চালক ও খালাসিকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ । লিখিত অভিযোগ পেলে দুজনকে গ্রেপ্তার করা হবে বলে জানা গেছে পুলিশ সূত্র থেকে । লরিটিকে বাজেয়াপ্ত করা হয়েছে । একই সঙ্গে অনিচ্ছাকৃত খুনের মামলাও রুজু হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.