ETV Bharat / state

Sagore Dutta Medical College : সাগর দত্ত হাসপাতালে বাড়ল শয্যা সংখ্যা - Sagore Dutta Medical College

কামারহাটি সাগর দত্ত হাসপাতালে চালু হতে চলেছে 30টি শয্যাবিশিষ্ট চেস্ট ক্রিটিক্যাল কেয়ার ইউনিট (number of beds in Chest Critical Care Unit increased) । যাতে খুশি হয়েছেন রোগী-সহ তাঁদের পরিবার ।

College of Medicine & Sagore Dutta Hospital
কামারহাটির সাগর দত্ত হাসপাতাল
author img

By

Published : May 15, 2022, 9:40 PM IST

কামারহাটি, 15 মে : কামারহাটি কলেজ অফ মেডিসিন অ্যান্ড সাগর দত্ত হাসপাতালে জুড়ল নতুন বিভাগ । হাসপাতালে চালু হতে চলেছে চেস্ট ক্রিটিক্যাল কেয়ার ইউনিট (Number of beds in Chest Critical Care Unit increased) । পোশাকি নাম রেসপিরেটরি ইনটেনসিভ কেয়ার ইউনিট । জেলার মধ্যে এই প্রথম কোনও হাসপাতালে এই ধরনের উদ্যোগ চালু হতে চলেছে । হাসপাতাল কর্তৃপক্ষের এই উদ্যোগে খুশি রোগীরা ।

College of Medicine & Sagore Dutta Hospital
চেস্ট ক্রিটিক্যাল কেয়ার ইউনিট

আগামিকাল অর্থাৎ সোমবার থেকে চেস্টের এই ক্রিটিক্যাল কেয়ার ইউনিট চালু হতে চলেছে বলে খবর হাসপাতাল সূত্রে । এর আগে হাসপাতালে 24টি শয্যার চেস্টের সাধারণ ইউনিট চালু ছিল । যার মধ্যে 12টি শয্যা ছিল পুরুষদের জন্য । বাকি 12টি শয্যা মহিলাদের জন্য নির্ধারিত ছিল । এবার এই হাসপাতালে জুড়ল আরও 6টি শয্যার চেস্ট ক্রিটিক্যাল কেয়ার ইউনিট । বর্তমানে কামারহাটি সাগর দত্ত হাসপাতালে বেডের সংখ্যা বেড়ে হল 30টি ৷

জেলার মধ্যে এই প্রথম কোনও হাসপাতালে এই ধরনের উদ্যোগ চালু হতে চলেছে

আরও পড়ুন : জেলায় বাড়ছে ডেঙ্গির প্রকোপ, বারাসতে যত্রতত্র পড়ে আবর্জনা

বুকে ব্যথা নিয়ে কোনও রোগী গুরুতর অসুস্থ হয়ে পড়লে সেই রোগীদের চিকিৎসা চলবে হাসপাতালের এই রেসপিরেটরি ইনটেনসিভ কেয়ার ইউনিটে । ইতিমধ্যে এই বিভাগের যাবতীয় কাজ সম্পন্ন হয়ে গিয়েছে । শুধু বাকি রোগীদের জন্য সেই বিভাগের দরজা খুলে দেওয়া । সেটাও আগামিকাল থেকে চালু হয়ে যাবে বলে জানিয়েছেন হাসপাতাল সুপার সুজয় মিস্ত্রি ।

কামারহাটি, 15 মে : কামারহাটি কলেজ অফ মেডিসিন অ্যান্ড সাগর দত্ত হাসপাতালে জুড়ল নতুন বিভাগ । হাসপাতালে চালু হতে চলেছে চেস্ট ক্রিটিক্যাল কেয়ার ইউনিট (Number of beds in Chest Critical Care Unit increased) । পোশাকি নাম রেসপিরেটরি ইনটেনসিভ কেয়ার ইউনিট । জেলার মধ্যে এই প্রথম কোনও হাসপাতালে এই ধরনের উদ্যোগ চালু হতে চলেছে । হাসপাতাল কর্তৃপক্ষের এই উদ্যোগে খুশি রোগীরা ।

College of Medicine & Sagore Dutta Hospital
চেস্ট ক্রিটিক্যাল কেয়ার ইউনিট

আগামিকাল অর্থাৎ সোমবার থেকে চেস্টের এই ক্রিটিক্যাল কেয়ার ইউনিট চালু হতে চলেছে বলে খবর হাসপাতাল সূত্রে । এর আগে হাসপাতালে 24টি শয্যার চেস্টের সাধারণ ইউনিট চালু ছিল । যার মধ্যে 12টি শয্যা ছিল পুরুষদের জন্য । বাকি 12টি শয্যা মহিলাদের জন্য নির্ধারিত ছিল । এবার এই হাসপাতালে জুড়ল আরও 6টি শয্যার চেস্ট ক্রিটিক্যাল কেয়ার ইউনিট । বর্তমানে কামারহাটি সাগর দত্ত হাসপাতালে বেডের সংখ্যা বেড়ে হল 30টি ৷

জেলার মধ্যে এই প্রথম কোনও হাসপাতালে এই ধরনের উদ্যোগ চালু হতে চলেছে

আরও পড়ুন : জেলায় বাড়ছে ডেঙ্গির প্রকোপ, বারাসতে যত্রতত্র পড়ে আবর্জনা

বুকে ব্যথা নিয়ে কোনও রোগী গুরুতর অসুস্থ হয়ে পড়লে সেই রোগীদের চিকিৎসা চলবে হাসপাতালের এই রেসপিরেটরি ইনটেনসিভ কেয়ার ইউনিটে । ইতিমধ্যে এই বিভাগের যাবতীয় কাজ সম্পন্ন হয়ে গিয়েছে । শুধু বাকি রোগীদের জন্য সেই বিভাগের দরজা খুলে দেওয়া । সেটাও আগামিকাল থেকে চালু হয়ে যাবে বলে জানিয়েছেন হাসপাতাল সুপার সুজয় মিস্ত্রি ।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.