ETV Bharat / state

Anglo Indian Jute Mill : চাপদানী জুট মিলে সাসপেনশন অফ ওয়ার্কের নোটিস, কর্মহীন 600 শ্রমিক

সাসপেনশন অফ ওয়ার্কের নোটিস অ্যাঙ্গলো ইন্ডিয়া চাপদানী জুটমিলে (Anglo Indian Jute Mill) ৷ কর্মহীন প্রায় 600 শ্রমিক ৷ বিক্ষোভে শ্রমিকরা ৷

Suspension of Work Notice
বন্ধ চাপদানী জুট মিল
author img

By

Published : May 1, 2022, 5:49 PM IST

উত্তর 24 পরগনা, 1 মে: সাসপেনশন অফ ওয়ার্কের নোটিস জগদ্দলের অ্যাঙ্গলো ইন্ডিয়া চাপদানী জুটমিলে (Anglo Indian Jute Mill) । শনিবার মিলের বাইরে নোটিস ঝুলিয়ে দেয় মিল কর্তৃপক্ষ ৷ কর্মহীন মিলের প্রায় 600 শ্রমিক ৷ তারপরেই বিক্ষোভ দেখান শ্রমিকরা ৷

জুট শিল্পের বেহাল দশা নিয়ে সরব হয়েছেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং । তার মধ্যেই কাঁচামালের অভাব এবং নিয়মশৃঙ্খলা অমান্য করার কারণ দেখিয়ে শনিবার দুপুরে সাসপেনশন অফ ওয়ার্কস এর নোটিস ঝুলিয়ে দেয় মিল কর্তৃপক্ষ। কর্মহারা হলেন মিলের প্রায় 600 শ্রমিক। জুটমিলের ফাইন ইয়ার্ইন ফ্লেক্স ইউনিটটি বন্ধ করেছে মিল কর্তৃপক্ষ । মিল খোলার দাবিতে শ্রমিকরা মিলের গেটে বিক্ষোভ দেখান।

আরও পড়ুন : Bhadreshwar Shyamnagar Jute Mill closed : ভদ্রেশ্বরের জুটমিল বন্ধ, কর্মহীন 3 হাজার শ্রমিক

উল্লখ্য, 5 রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে জুটশিল্পের উন্নতিতে আন্দোলন করার আহ্বান জানিয়েছেন অর্জুন সিং। পাটশিল্পের বেহাল দশা কাটাতে গতকাল কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রীর ডাকে দিল্লি গিয়েছিলেন এলাকার সাংসদ অর্জুন সিং ৷ তারপরই একটি জুটমিলে সাসপেনশন অফ ওয়ার্কের নোটিস ঝোলানো হল ।

উত্তর 24 পরগনা, 1 মে: সাসপেনশন অফ ওয়ার্কের নোটিস জগদ্দলের অ্যাঙ্গলো ইন্ডিয়া চাপদানী জুটমিলে (Anglo Indian Jute Mill) । শনিবার মিলের বাইরে নোটিস ঝুলিয়ে দেয় মিল কর্তৃপক্ষ ৷ কর্মহীন মিলের প্রায় 600 শ্রমিক ৷ তারপরেই বিক্ষোভ দেখান শ্রমিকরা ৷

জুট শিল্পের বেহাল দশা নিয়ে সরব হয়েছেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং । তার মধ্যেই কাঁচামালের অভাব এবং নিয়মশৃঙ্খলা অমান্য করার কারণ দেখিয়ে শনিবার দুপুরে সাসপেনশন অফ ওয়ার্কস এর নোটিস ঝুলিয়ে দেয় মিল কর্তৃপক্ষ। কর্মহারা হলেন মিলের প্রায় 600 শ্রমিক। জুটমিলের ফাইন ইয়ার্ইন ফ্লেক্স ইউনিটটি বন্ধ করেছে মিল কর্তৃপক্ষ । মিল খোলার দাবিতে শ্রমিকরা মিলের গেটে বিক্ষোভ দেখান।

আরও পড়ুন : Bhadreshwar Shyamnagar Jute Mill closed : ভদ্রেশ্বরের জুটমিল বন্ধ, কর্মহীন 3 হাজার শ্রমিক

উল্লখ্য, 5 রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে জুটশিল্পের উন্নতিতে আন্দোলন করার আহ্বান জানিয়েছেন অর্জুন সিং। পাটশিল্পের বেহাল দশা কাটাতে গতকাল কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রীর ডাকে দিল্লি গিয়েছিলেন এলাকার সাংসদ অর্জুন সিং ৷ তারপরই একটি জুটমিলে সাসপেনশন অফ ওয়ার্কের নোটিস ঝোলানো হল ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.