বারাসত, 21 অক্টোবর: "পঞ্চায়েত নির্বাচনে দুর্নীতিগ্রস্ত কোনও নেতার জায়গা হবে না প্রার্থী তালিকায় (No Place for Corrupt Leaders in Candidate List Says Barasat TMC MLA Narayan Goswami)। যে সমস্ত মানুষ দলের বিভিন্ন পদে থেকে কেবল ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করেছেন তাঁদের আটকানো হবে ।" পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে দলের অবস্থান স্পষ্ট করে শুক্রবার এমনই বার্তা দিলেন অশোকনগরের তৃণমূল বিধায়ক নারায়ণ গোস্বামী(Barasat TMC MLA Narayan Goswami)। শুক্রবার নিজের পাড়ার কালীপুজোর মণ্ডপ দেখতে এসে এই কথা বলেন তিনি ৷ তৃণমূলের প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে স্বচ্ছতা যে প্রাধান্য পাবে তাও বুঝিয়ে দিয়েছেন বিধায়ক।
এদিন তিনি বলেন, "বিষয়টি নিয়ে দলের ভিতরে স্ক্রিনিং চলছে । সেখানে কে প্রার্থী হবে আর কে বাদ যাবে সেটা এখনই বলা সম্ভব নয় । এটা সম্পূর্ণ দলের অভ্যন্তরীণ বিষয় । সবচেয়ে বড় কথা স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায় নিজেরাই বিষয়টি দেখছেন । তবে এটুকু বলতে পারি এবারের পঞ্চায়েত নির্বাচনে দুর্নীতিগ্রস্তদের কোনও জায়গা নেই ৷ মানুষ যাকে চাইবে সেই প্রার্থী হবে । দলের রাজ্য নেতৃত্বের স্পষ্ট নির্দেশ রয়েছে পঞ্চায়েত নির্বাচনে কোথাও বলপ্রয়োগ করা যাবে না । স্বচ্ছভাবে ভোট করতে হবে । এই বার্তা পার্টির সব স্তরে পৌঁছে দেওয়া হয়েছে । গণতান্ত্রিক পদ্ধতিতে মানুষ যাকে মনে করবেন তাঁকেই ভোট দেবেন । সেই রায় আমরা মাথা পেতে নেব । মানুষের রায় আমাদের বিরুদ্ধে গেলে পুনরায় জনগণের কাছে গিয়ে ভুল শুধরে নেব । এটাই তৃণমূলের পার্টি লাইন ।"