ETV Bharat / state

আজ ভাটপাড়া পৌরসভায় অনাস্থা ভোট - bhatpara

ভাটপাড়া পৌরসভার ২২ জন কাউন্সিলর অর্জুন সিংয়ের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনেন। সেই অনাস্থা প্রস্তাবের ভিত্তিতেই এই ভোট হবে। পৌরসভার এই অনাস্থা ভোটে মূলত পৌরপ্রধান অর্জুন সিং ও উপ পৌরপ্রধান সোমনাথ তালুকদারের মধ্যে লড়াই হবে।

অর্জুন সিং
author img

By

Published : Apr 8, 2019, 10:58 AM IST

Updated : Apr 8, 2019, 6:05 PM IST

ভাটপাড়া, 8 এপ্রিল : আজ ভাটপাড়া পৌরসভায় অনাস্থা ভোট। গোপন ব্যালটে হবে এই ভোট। পৌরসভার এই অনাস্থা ভোটে মূলত পৌরপ্রধান অর্জুন সিং ও উপ পৌরপ্রধান সোমনাথ তালুকদারের মধ্যে লড়াই হবে। ভাটপাড়া পৌরসভার ২২ জন কাউন্সিলর অর্জুন সিংয়ের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনেন। সেই অনাস্থা প্রস্তাবের ভিত্তিতেই এই ভোট হবে।

এই অনাস্থা ভোটকে কেন্দ্র করে ভাটপাড়া পৌরসভা এলাকায় যথেষ্ট উত্তেজনা রয়েছে। এলাকায় প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে। উত্তেজনা এড়াতে রয়েছে কমব্যাট ফোর্স। এই পৌরসভায় ৩৫টি ওয়ার্ড রয়েছে। তার মধ্যে একটি ওয়ার্ডের কাউন্সিলরের মৃত্যু হয়েছে। বর্তমানে কাউন্সিলরের সংখ্যা ৩৪। তার মধ্যে ৩৩ জন তৃণমূলের এবং একজন CPI(M)-র।

ভাটপাড়া পৌরসভার পৌরপ্রধান অর্জুন সিং সম্প্রতি তৃণমূল কংগ্রেস ছেড়ে BJP-তে যোগ দেন। এরপর পৌরসভার কাউন্সিলররা তৃণমূল ও BJP-তে ভাগ হয়ে যান। জানা গেছে, ১১ জন কাউন্সিলর অর্জুন সিংয়ের পক্ষে আর বাকি কাউন্সিলররা তৃণমূল কংগ্রেসের পক্ষে রয়েছেন। কিন্তু অর্জুন সিংয়ের দাবি, তাঁর পক্ষে ২২ জন কাউন্সিলর রয়েছেন। এই নিয়ে তৃণমূল কংগ্রেস ও BJP-র মধ্যে চাপানউতোর চলছে। এরপর ভাটপাড়া পৌরসভার ২২ জন কাউন্সিলর অর্জুন সিংয়ের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনেন। আজ সেই প্রস্তাবের ভিত্তিতে অনাস্থা ভোট হবে।

ভাটপাড়া, 8 এপ্রিল : আজ ভাটপাড়া পৌরসভায় অনাস্থা ভোট। গোপন ব্যালটে হবে এই ভোট। পৌরসভার এই অনাস্থা ভোটে মূলত পৌরপ্রধান অর্জুন সিং ও উপ পৌরপ্রধান সোমনাথ তালুকদারের মধ্যে লড়াই হবে। ভাটপাড়া পৌরসভার ২২ জন কাউন্সিলর অর্জুন সিংয়ের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনেন। সেই অনাস্থা প্রস্তাবের ভিত্তিতেই এই ভোট হবে।

এই অনাস্থা ভোটকে কেন্দ্র করে ভাটপাড়া পৌরসভা এলাকায় যথেষ্ট উত্তেজনা রয়েছে। এলাকায় প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে। উত্তেজনা এড়াতে রয়েছে কমব্যাট ফোর্স। এই পৌরসভায় ৩৫টি ওয়ার্ড রয়েছে। তার মধ্যে একটি ওয়ার্ডের কাউন্সিলরের মৃত্যু হয়েছে। বর্তমানে কাউন্সিলরের সংখ্যা ৩৪। তার মধ্যে ৩৩ জন তৃণমূলের এবং একজন CPI(M)-র।

ভাটপাড়া পৌরসভার পৌরপ্রধান অর্জুন সিং সম্প্রতি তৃণমূল কংগ্রেস ছেড়ে BJP-তে যোগ দেন। এরপর পৌরসভার কাউন্সিলররা তৃণমূল ও BJP-তে ভাগ হয়ে যান। জানা গেছে, ১১ জন কাউন্সিলর অর্জুন সিংয়ের পক্ষে আর বাকি কাউন্সিলররা তৃণমূল কংগ্রেসের পক্ষে রয়েছেন। কিন্তু অর্জুন সিংয়ের দাবি, তাঁর পক্ষে ২২ জন কাউন্সিলর রয়েছেন। এই নিয়ে তৃণমূল কংগ্রেস ও BJP-র মধ্যে চাপানউতোর চলছে। এরপর ভাটপাড়া পৌরসভার ২২ জন কাউন্সিলর অর্জুন সিংয়ের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনেন। আজ সেই প্রস্তাবের ভিত্তিতে অনাস্থা ভোট হবে।

আজ আস্থাভোট, অর্জুনের অগ্নিপরীক্ষা ভাটপাড়াঃ আজ ভাটপাড়া পৌরসভার আস্থা ভোট। গোপন ব্যালটে হবে এই আস্থা ভোট। পৌরসভার এই আস্থাভোটে মূলত পৌর প্রধান অর্জুন সিং ও উপপৌরপ্রধান সোমনাথ তালুকদারের মধ্যে লড়াই।। এই লড়াইয়ে শেষ পর্যন্ত শেষ হাসি হাসবে, তার জন্য অপেক্ষা আর কিছু সময়ের। এই আস্থা ভোট কে কেন্দ্র করে যথেষ্ট উত্তেজনা রয়েছে ভাটপাড়া পৌরসভা এলাকায়। মোতায়েন রয়েছে প্রচুর পরিমাণে পুলিশ। তা ছাড়া সব রকম উত্তেজনা ঠেকাতে রয়েছে কমব্যাট ফোর্স। এই আস্থা ভোটে শেষ পর্যন্ত কে জয়ী হবে, কার দখলে যাবে এই ভাটপাড়া পৌরসভা, বিজেপি নাকি তৃণমূল সেটাই এখন দেখার। এই পৌরসভার 35টি ওয়ার্ড রয়েছে। তার মধ্যে একটি ওয়ার্ডের কাউন্সিলরের মৃত্যু হওয়ায় বর্তমানে কাউন্সিলর সংখ্যা 34 টি। তার মধ্যে তৃণমূলের 33 ও একটি সিপিএমের। এই পৌরসভার পৌর প্রধান অর্জুন সিং সম্প্রতি তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করার পর এই পৌরসভার কাউন্সিলরদের মধ্যে তৃণমূল ও বিজেপিতে দ্বিধাবিভক্ত হয়ে যায়। 11 জন কাউন্সিলর অর্জুন সিংয়ের পক্ষে ও বাকি কাউন্সিলররা তৃণমূলের পক্ষে রয়েছেন। কিন্তু অর্জুন সিং দাবি করেছিলেন তার পক্ষে 22 জন কাউন্সিলর রয়েছে। এই নিয়ে তৃণমূল-বিজেপির মধ্যে চাপানউতোর রয়েছে। এদিকে পৌরপ্রধানের বিরুদ্ধে 22 জন কাউন্সিলর অনাস্থা প্রস্তাব আনায় সেই অনাস্থা প্রস্তাবের ভিত্তিতে আজ আস্থা ভোট। এই আস্থা ভোটে শেষ হাসি কে হাসবে তার জন্য অপেক্ষা করতে হবে আর কিছু সময়।
Last Updated : Apr 8, 2019, 6:05 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.