ভাটপাড়া, 8 এপ্রিল : আজ ভাটপাড়া পৌরসভায় অনাস্থা ভোট। গোপন ব্যালটে হবে এই ভোট। পৌরসভার এই অনাস্থা ভোটে মূলত পৌরপ্রধান অর্জুন সিং ও উপ পৌরপ্রধান সোমনাথ তালুকদারের মধ্যে লড়াই হবে। ভাটপাড়া পৌরসভার ২২ জন কাউন্সিলর অর্জুন সিংয়ের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনেন। সেই অনাস্থা প্রস্তাবের ভিত্তিতেই এই ভোট হবে।
এই অনাস্থা ভোটকে কেন্দ্র করে ভাটপাড়া পৌরসভা এলাকায় যথেষ্ট উত্তেজনা রয়েছে। এলাকায় প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে। উত্তেজনা এড়াতে রয়েছে কমব্যাট ফোর্স। এই পৌরসভায় ৩৫টি ওয়ার্ড রয়েছে। তার মধ্যে একটি ওয়ার্ডের কাউন্সিলরের মৃত্যু হয়েছে। বর্তমানে কাউন্সিলরের সংখ্যা ৩৪। তার মধ্যে ৩৩ জন তৃণমূলের এবং একজন CPI(M)-র।
ভাটপাড়া পৌরসভার পৌরপ্রধান অর্জুন সিং সম্প্রতি তৃণমূল কংগ্রেস ছেড়ে BJP-তে যোগ দেন। এরপর পৌরসভার কাউন্সিলররা তৃণমূল ও BJP-তে ভাগ হয়ে যান। জানা গেছে, ১১ জন কাউন্সিলর অর্জুন সিংয়ের পক্ষে আর বাকি কাউন্সিলররা তৃণমূল কংগ্রেসের পক্ষে রয়েছেন। কিন্তু অর্জুন সিংয়ের দাবি, তাঁর পক্ষে ২২ জন কাউন্সিলর রয়েছেন। এই নিয়ে তৃণমূল কংগ্রেস ও BJP-র মধ্যে চাপানউতোর চলছে। এরপর ভাটপাড়া পৌরসভার ২২ জন কাউন্সিলর অর্জুন সিংয়ের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনেন। আজ সেই প্রস্তাবের ভিত্তিতে অনাস্থা ভোট হবে।