বাদুড়িয়া, 18 জুন : পাকিস্তানের জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবার লিংকম্যান সন্দেহে ধৃত তানিয়া পারভিনের বাড়িতে NIA তদন্তকারী দল । বুধবার রাতে তদন্তকারী আধিকারিকরা উত্তর 24 পরগনার বাদুড়িয়ার মালেয়াপুরে তানিয়ার বাড়িতে যান । সেখানে বাড়ির সদস্যদের সঙ্গে কথা বলেন তাঁরা ৷
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত 19 মার্চ বাদুড়িয়ার মলেয়াপুর থেকে STF তানিয়াকে গ্রেপ্তার করে । সে কলকাতার মৌলানা আজাদ কলেজ থেকে আরবি ভাষা নিয়ে পড়াশোনা করত । গ্রেপ্তারের পর থেকে তানিয়া STF-র হেপাজতে ছিল । সম্প্রতি তানিয়াকে NIA নিজেদের হেপাজতে নিয়েছে । এদিন তাকে সঙ্গে নিয়ে NIA আধিকারিকরা রাত আটটা নাগাদ তার বাড়িতে যান । মোট দু'টি গাড়িতে তাঁরা এসেছিলেন । বাড়িতে ঢোকার পরেই বাইরে গেটে তালা বন্ধ করে দেওয়া হয় । তদন্তকারীরা বেশ কিছুক্ষণ তানিয়ার পরিবারের লোকেদের সঙ্গে কথা বলেন । তারপর আবার তাকে নিয়ে চলে যান । তদন্তকারী আধিকারিকরা অবশ্য সংবাদমাধ্যমকে কিছু জানাননি ।
সূত্রের খবর, তানিয়ার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে পাকিস্তানের জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবার যোগাযোগ রয়েছে বলে অভিযোগ । সোশাল মিডিয়া ও মোবাইল ফোনে একাধিকবার ওই সংগঠনের সঙ্গে তার কথোপকথন হয়েছে । অভিযোগ, তার ব্যাংক অ্যাকাউন্টে উৎসহীন বেশ কিছু টাকাও জমা পড়েছে । এলাকার যুবক-যুবতিদের সঙ্গে জঙ্গি সংগঠনের যোগাযোগ তৈরি করা ও ধর্মীয় উন্মাদনা সৃষ্টির কাজে লিপ্ত হওয়ার অভিযোগও রয়েছে তানিয়ার বিরুদ্ধে । ওই যুবতির কাছ থেকে একটি ডায়েরি ও বেশ কিছু সন্দেহজনক মোবাইল নম্বর পাওয়া গিয়েছিল । দেড় বছর ধরে লস্কর গোষ্ঠীর সঙ্গে তার যোগাযোগ রয়েছে বলে জানা গিয়েছে । গত 19 মার্চ ভোররাতে কলকাতা পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্সের প্রতিনিধিরা বাদুড়িয়ার মালেয়াপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে ।