ETV Bharat / state

ভাটপাড়া পৌরসভায় নতুন পৌরপ্রধান

দীর্ঘদিন ধরেই চর্চিত ছিল ভাটপাড়া পৌরসভা ৷ কখনও তৃণমূলের দিকে, তো কখনও BJP-র দিকে পাল্লা ভারী ৷ পৌরসভার আস্থাভোটের জট খুলতে আদালত পর্যন্তও যেতে হয় ৷ এরপর আজ ভাটপাড়া পৌরসভার নতুন পৌরপ্রধান নির্বাচিত হলেন ৷

bhatpara
ভাটপাড়া পৌরসভা
author img

By

Published : Jan 21, 2020, 12:18 PM IST

ভাটপাড়া, 21 জানুয়ারি : ভাটপাড়া পৌরসভার নতুন পৌর প্রধান নির্বাচিত হলেন অরুণ ব্যানার্জি ৷ তিনি ভাটপাড়া পৌরসভার পৌর প্রধান 25 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর ৷ রাজনৈতিক টানাপোড়েনের কারণে দীর্ঘদিন ধরে চর্চায় ছিল ভাটপাড়া পৌরসভা ৷

তৃণমূলের থেকে BJP-র হাতে যাওয়া ভাটপাড়া পৌরসভা ফের পুনর্দখল করে তৃণমূল ৷ আজ তৃণমূলের পরিচালিত এই পৌরসভায় ছিল পৌরপ্রধান নির্বাচনের প্রক্রিয়া ৷ সকাল থেকেই এলাকায় মোতায়েন করা ছিল বিশাল পুলিশবাহিনী ৷

35 আসন বিশিষ্ট ভাটপাড়া পৌরসভায় 2015 সালের নির্বাচনে তৃণমূল পেয়েছিল 34টি আসন । একটি আসনে জয়লাভ করেছিল CPI(M) । পরে একজন কাউন্সিলর মারা যাওয়ায় তৃণমূলের কাউন্সিলর সংখ্যা এসে দাঁড়ায় 33 । লোকসভায় অর্জুন সিং BJP প্রার্থী হয়ে যাওয়ার পর কাউন্সিলর পদ থেকে পদত্যাগ করেন । তৃণমূলের আসন সংখ্যা হয়ে দাঁড়ায় 32 ।

আরও পড়ুন : ভাটপাড়ার আস্থা ভোট বৈধ, জানাল হাইকোর্ট

তৃণমূল ছেড়ে BJP-তে যোগ দেওয়া অর্জুন সিং লোকসভায় জয়লাভের পর পর তৃণমূলের আরও 18জন কাউন্সিলর BJP-তে যোগ দেন । কিন্তু BJP-তে যাওয়া 18 জন কাউন্সিলরের মধ্যে 12 জন এর পর ফিরে আসে তৃণমূলে । তাতে তৃণমূলের ক্ষমতার পাল্লা ভারী হয় । এরপর সম্প্রতি আস্থাভোটের মাধ্যমে তৃণমূলের হাতে আসে ভাটপাড়া পৌরসভা ৷

ভাটপাড়া, 21 জানুয়ারি : ভাটপাড়া পৌরসভার নতুন পৌর প্রধান নির্বাচিত হলেন অরুণ ব্যানার্জি ৷ তিনি ভাটপাড়া পৌরসভার পৌর প্রধান 25 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর ৷ রাজনৈতিক টানাপোড়েনের কারণে দীর্ঘদিন ধরে চর্চায় ছিল ভাটপাড়া পৌরসভা ৷

তৃণমূলের থেকে BJP-র হাতে যাওয়া ভাটপাড়া পৌরসভা ফের পুনর্দখল করে তৃণমূল ৷ আজ তৃণমূলের পরিচালিত এই পৌরসভায় ছিল পৌরপ্রধান নির্বাচনের প্রক্রিয়া ৷ সকাল থেকেই এলাকায় মোতায়েন করা ছিল বিশাল পুলিশবাহিনী ৷

35 আসন বিশিষ্ট ভাটপাড়া পৌরসভায় 2015 সালের নির্বাচনে তৃণমূল পেয়েছিল 34টি আসন । একটি আসনে জয়লাভ করেছিল CPI(M) । পরে একজন কাউন্সিলর মারা যাওয়ায় তৃণমূলের কাউন্সিলর সংখ্যা এসে দাঁড়ায় 33 । লোকসভায় অর্জুন সিং BJP প্রার্থী হয়ে যাওয়ার পর কাউন্সিলর পদ থেকে পদত্যাগ করেন । তৃণমূলের আসন সংখ্যা হয়ে দাঁড়ায় 32 ।

আরও পড়ুন : ভাটপাড়ার আস্থা ভোট বৈধ, জানাল হাইকোর্ট

তৃণমূল ছেড়ে BJP-তে যোগ দেওয়া অর্জুন সিং লোকসভায় জয়লাভের পর পর তৃণমূলের আরও 18জন কাউন্সিলর BJP-তে যোগ দেন । কিন্তু BJP-তে যাওয়া 18 জন কাউন্সিলরের মধ্যে 12 জন এর পর ফিরে আসে তৃণমূলে । তাতে তৃণমূলের ক্ষমতার পাল্লা ভারী হয় । এরপর সম্প্রতি আস্থাভোটের মাধ্যমে তৃণমূলের হাতে আসে ভাটপাড়া পৌরসভা ৷

Intro:তৃণমূলের দখল নেওয়া ভাটপাড়া পৌরসভার পৌর প্রধান নির্বাচিত হবে আজBody:বহু চর্চিত ভাটপাড়া পৌরসভা দীর্ঘ টানাপোড়েনের পর বিজেপির থেকে ছিনিয়ে তৃণমূল পুনর্দখল করে এই পৌরসভা। আজ তৃণমূলের দখলিকৃত এই পৌরসভার পৌর প্রধান নির্বাচিত হবে। তার আগে টানটান উত্তেজনা পৌরসভা চত্বরে। মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশবাহিনী। শেষ পর্যন্ত তৃণমূলের এই পৌরসভার পৌর প্রধান কে নির্বাচিত হয় সেটাই এখন দেখার।Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.