রাজারহাট, 27 অগস্ট : সাতসকালে বাড়ির পাশে কান্নার শব্দ ৷ সেই শব্দের উৎস খুঁজতে গিয়ে স্থানীয় বাসিন্দাদের নজরে পড়ল এক সদ্যোজাত কন্যাসন্তানের ৷ ঝোপের আড়ালে তাকে কেউ বা কারা ফেলে দিয়ে গিয়েছে ৷ শুক্রবার সকালে এই ঘটনাটি ঘটে উত্তর 24 পরগনার রাজারহাটের কাজিয়াল পাড়ায় ৷ এই নিয়ে ওই এলাকায় রীতিমতো হইচই পড়ে যায় ৷
আরও পড়ুন : Shot in Kamarhati : কামারহাটিতে গুলি, আহত 6; নেপথ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ
স্থানীয় বাসিন্দা পরিতোষ কলি জানিয়েছেন, তিনি কান্নার শব্দ পেয়ে বাড়ি থেকে বেরিয়ে আসেন ৷ দেখেন রাস্তার পাশের ঝোপের আড়াল থেকে কান্নার শব্দ শোনা যাচ্ছে ৷ তিনি প্রথমে বিড়াল বলে অনুমান করেছিলেন ৷ কিন্তু ঝোপের কাছে গিয়ে দেখেন যে, একটি সদ্যোজাত কন্যাসন্তান পড়ে রয়েছে ৷
তার পর সেখানে এলাকার আরও অনেকে ভিড় করেন ৷ যেখানে ওই সদ্যোজাত পড়েছিল, ওই জায়গাটি পিন্টু সাহা নামে এক ব্যক্তির বাড়ির পিছনেই অবস্থিত ৷ স্থানীয় বাসিন্দারা খবর দেন রাজারহাট থানায় ৷ পুলিশ গিয়ে ওই সদ্যোজাত কন্যাসন্তানকে উদ্ধার করে ৷
আরও পড়ুন : PMAY Cut Money : প্রধানমন্ত্রী আবাস যোজনায় কাটমানি নেওয়ার অভিযোগ দেগঙ্গায়
ওই সদ্যোজাতকে প্রথমে নিয়ে যাওয়া হয় স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে ৷ তার পর সেখান থেকে আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷ আপাতত ওই সদ্যোজাত সুস্থ হয়ে রয়েছে বলেই জানা গিয়েছে ৷
কিন্তু সেখানে কে ফেলে গেল সদ্যোজাত কন্যাসন্তান ? আপাতত এই প্রশ্নই ঘুরছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ৷ এলাকার বাসিন্দা সবিতা সাহা জানালেন, কারা এই কাজ করলেন, তা নিয়ে তাঁরা একেবারে অন্ধকারে ৷ পুলিশও এই প্রশ্নের উত্তর খুঁজছে ৷ গোটা বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ ৷ তবে পুলিশের তরফে প্রকাশ্যে এই নিয়ে কোনও প্রতিক্রিয়া দেওয়া হয়নি ৷
আরও পড়ুন : House Wife Death : বধূ হত্যায় অভিযুক্ত বিএসএফে কর্মরত স্বামী-সহ চার, গ্রেফতার শ্বশুর, শাশুড়ি