ডায়মন্ড হারবার, 13 এপ্রিল : হাঁসখালি, বীরভূমের এবার ডায়মন্ড হারবারে ঘটল ধর্ষণের ঘটনা । নবালিকাকে ধর্ষণের অভিযোগ প্রতিবেশী প্রৌঢ়ের বিরুদ্ধে । নির্যাতিতার মুখ বন্ধ রাখতে প্রাণনাশের হুমকি প্রৌঢ়ের । ধৃতের নাম এমাদুল আখন । ডায়মন্ড হারবার এলাকার নেতড়ার উত্তর শেওড়াদাহ এলাকার বাসিন্দা । নাবালিকার পরিবারের অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ । মঙ্গলবার ডায়মন্ড হারবার এলাকার ঘটনা (Man Arrested For Raping A Minor Girl)।
আরও পড়ুন : Ranaghat Rape Case : ধর্ষণ করে খুনের অপরাধে দোষীদের যাবজ্জীবন কারাদন্ড রানাঘাট আদালতের
জানা গিয়েছে, পেশায় ফেরিওয়ালা এমাদুল আখন গত বৃহস্পতিবার ডায়মন্ড হারবারের এক নাবালিকাকে একাধিকবার ধর্ষণ করে । এমনকী এই ঘটনার কথা প্রকাশ করলে নির্যাতিতাকে প্রাণনাশের ভয় দেখায় । সম্প্রতি নির্যাতিতা নাবালিকার কাকার মেয়ে জানতে পারে সমস্ত ঘটনাটি । সেই সমস্ত ঘটনাটি বাড়িতে জানিয়ে দেয় । এরপরেই ডায়মন্ড হারবার থানায় অভিযোগ দায়ের করে নির্যাতিতার পরিবার ।
নির্যাতিতার পরিবারের অভিযোগের ভিত্তিতেই অভিযুক্তকে গ্রেফতার করেছে স্থানীয় পুলিশ । ঘটনার তদন্ত শুরু করেছে ।