ETV Bharat / state

Police Arrests 2 with Firearms : আগ্নেয়াস্ত্র-সহ দুই দুষ্কৃতী গ্রেফতার নারায়ণপুরে - Narayanpur Police Arrests Two Miscreants with Firearms

বিধাননগরের নারায়ণপুর থানার পুলিশ আগ্নেয়াস্ত্র-সহ দুই দুষ্কৃতীকে গ্রেফতার করেছে (Narayanpur Police Arrests Two Miscreants with Firearms) ৷ ধৃতদের বিরুদ্ধে রাজ্য়ের একাধিক থানায় অভিযোগ রয়েছে বলে পুলিশ সূত্রে খবর ৷

narayanpur-police-arrests-two-miscreants-with-firearms
Police Arrests 2 with Firearms : আগ্নেয়াস্ত্র-সহ দুই দুষ্কৃতী গ্রেফতার নারায়ণপুরে
author img

By

Published : May 30, 2022, 2:38 PM IST

নারায়ণপুর (বিধাননগর), 30 মে : আগ্নেয়াস্ত্র-সহ দুই দুষ্কৃতীকে গ্রেফতার করল নারায়ণপুর থানার পুলিশ (Narayanpur Police Arrests Two Miscreants with Firearms) । ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে দু’টি আগ্নেয়াস্ত্র ও দুই রাউন্ড গুলি ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিধাননগরের নারায়ণপুর শরৎপল্লী এলাকা থেকে ওই দু’জনকে গ্রেফতার করা হয়েছে ৷ ধৃতদের নাম রবি চৌহান ও আসিফ আলি মণ্ডল । ধৃতদের কাছ থেকে উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রর একটি সেভেন এমএম পিস্তল ৷ আর দ্বিতীয়টি ওয়ান শটার বন্দুক ৷

পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে যে ধৃত দুই দুষ্কৃতীর বিরুদ্ধে বিধাননগর-সহ রাজ্যের বিভিন্ন থানায় অভিযোগ রয়েছে । বিভিন্ন লোকের থেকে তোলা চাওয়া, হুমকি দেওয়া-সহ একাধিক অভিযোগ রয়েছে এদের বিরুদ্ধে । কিন্তু সেই কাজ তারা নিজেরাই করত, নাকি তারা কোনও বড় চক্রের সঙ্গে জড়িত ছিল, তা জানার চেষ্টা করছে পুলিশ ৷ সেই কারণেই ধৃতদের হেফাজতে নিতে চান তদন্তকারীরা ৷

ধৃত রবি ও আসিফকে আজ, সোমবার ব্যারকপুর আদালতে (Barrackpore Court) পেশ করার কথা পুলিশের ৷ আদালতের কাছে ধৃতদের পুলিশি হেফাজতে পাঠানোর আবেদন করা হবে ৷ তবে আদালত কী নির্দেশ দিল, শেষ খবর পাওয়া পর্যন্ত তা জানা যায়নি ৷

আরও পড়ুন : Fire in Restaurant : রেস্তোরাঁয় ভয়াবহ আগুন

নারায়ণপুর (বিধাননগর), 30 মে : আগ্নেয়াস্ত্র-সহ দুই দুষ্কৃতীকে গ্রেফতার করল নারায়ণপুর থানার পুলিশ (Narayanpur Police Arrests Two Miscreants with Firearms) । ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে দু’টি আগ্নেয়াস্ত্র ও দুই রাউন্ড গুলি ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিধাননগরের নারায়ণপুর শরৎপল্লী এলাকা থেকে ওই দু’জনকে গ্রেফতার করা হয়েছে ৷ ধৃতদের নাম রবি চৌহান ও আসিফ আলি মণ্ডল । ধৃতদের কাছ থেকে উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রর একটি সেভেন এমএম পিস্তল ৷ আর দ্বিতীয়টি ওয়ান শটার বন্দুক ৷

পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে যে ধৃত দুই দুষ্কৃতীর বিরুদ্ধে বিধাননগর-সহ রাজ্যের বিভিন্ন থানায় অভিযোগ রয়েছে । বিভিন্ন লোকের থেকে তোলা চাওয়া, হুমকি দেওয়া-সহ একাধিক অভিযোগ রয়েছে এদের বিরুদ্ধে । কিন্তু সেই কাজ তারা নিজেরাই করত, নাকি তারা কোনও বড় চক্রের সঙ্গে জড়িত ছিল, তা জানার চেষ্টা করছে পুলিশ ৷ সেই কারণেই ধৃতদের হেফাজতে নিতে চান তদন্তকারীরা ৷

ধৃত রবি ও আসিফকে আজ, সোমবার ব্যারকপুর আদালতে (Barrackpore Court) পেশ করার কথা পুলিশের ৷ আদালতের কাছে ধৃতদের পুলিশি হেফাজতে পাঠানোর আবেদন করা হবে ৷ তবে আদালত কী নির্দেশ দিল, শেষ খবর পাওয়া পর্যন্ত তা জানা যায়নি ৷

আরও পড়ুন : Fire in Restaurant : রেস্তোরাঁয় ভয়াবহ আগুন

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.