ETV Bharat / state

BJP-র কার্যালয় ভাঙল পৌরসভা, উত্তেজনা নৈহাটিতে - North 24 paragana

BJP-র বিরুদ্ধে অভিযোগ, যুবকদের কর্মসংস্থানের নাম করে একটি ক্লাব তৈরি করা হয় ৷ কিন্তু কর্মসংস্থান তো দূর, বরং পূর্ত দপ্তরের জমির উপর তৈরি ক্লাবটিকে বেআইনিভাবে BJP দলীয় কার্যালয়ে পরিণত করে বলে অভিযোগ ৷ স্থানীয় মানুষের অভিযোগের ভিত্তিতে নৈহাটি পৌরসভা কার্যালয়টি ভেঙে ফেলে ৷

BJP party office is demolished
BJP-র কার্যালয় ভেঙে ফেলল নৈহাটি পৌরসভা
author img

By

Published : Feb 10, 2020, 10:58 PM IST

নৈহাটি, 10 ফেব্রুয়ারি : পূর্ত দপ্তরের জমিতে বেআইনিভাবে তৈরি BJP-র দলীয় কার্যালয় ভেঙে দিল নৈহাটি পৌরসভা ৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা তৈরি হয় ৷ ঘটনাস্থানে পুলিশ ও RAF মোতায়েন রয়েছে ৷

নৈহাটি পৌরসভার 11 নম্বর ওয়ার্ডের গোয়ালা ফটকে BJP-র একটি দলীয় কার্যালয় ভেঙে ফেলায় উত্তেজনা ছড়াল ৷ আজ নৈহাটি পৌরসভার পক্ষ থেকে সেটি বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হয় ৷ পৌরসভার পৌর পারিষদ সনৎ দে বলেন, ‘‘পূর্ত দপ্তরের জমিতে বেআইনিভাবে দলের নামে BJP কার্যালয় তৈরি করেছিল ৷ সেখান থেকে বিভিন্ন অসামাজিক কাজও চলছিল ৷ এছাড়া ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে BJP জয়লাভের পর থেকে স্থানীয় ছেলেদের চাকরির লোভ দেখিয়ে দলে টেনে আনছিল ৷ কিন্তু আট মাস কেটে গেলেও কেউ চাকরি পায়নি ৷ তারাই আজ পৌরসভায় অভিযোগ জানায় ৷ তারপর পৌরসভার পক্ষ থেকে এই পদক্ষেপ গ্রহণ করা হয় ৷’’ তিনি আরও জানান, দলীয় কার্যালয়ের পাশে একটি ভ্যাট থাকায় সেখানে ময়লাও ফেলাতেও অসুবিধা হচ্ছিল ৷ BJP-র অফিস ভেঙে ফেলায় এবার অনেকটাই সুবিধা হবে বলে জানান তিনি ৷

BJP-র কার্যালয় ভাঙল নৈহাটি পৌরসভা

অন্যদিকে BJP-র পক্ষ থেকে নৈহাটি পৌরসভার 8 নাম্বার ওয়ার্ডের কাউন্সিলর গণেশ দাস জানান, তাঁদের দলীয় কার্যালয় দখল করতে না পেরে পরিকল্পিতভাবে তৃণমূল পরিচালিত পৌরসভা এটা করেছে ৷ এই বিষয়ে নৈহাটি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে BJP-র পক্ষ থেকে ৷ এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়ায় ৷ ঘটনাস্থলে RAF মোতায়েন রয়েছে ৷

নৈহাটি, 10 ফেব্রুয়ারি : পূর্ত দপ্তরের জমিতে বেআইনিভাবে তৈরি BJP-র দলীয় কার্যালয় ভেঙে দিল নৈহাটি পৌরসভা ৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা তৈরি হয় ৷ ঘটনাস্থানে পুলিশ ও RAF মোতায়েন রয়েছে ৷

নৈহাটি পৌরসভার 11 নম্বর ওয়ার্ডের গোয়ালা ফটকে BJP-র একটি দলীয় কার্যালয় ভেঙে ফেলায় উত্তেজনা ছড়াল ৷ আজ নৈহাটি পৌরসভার পক্ষ থেকে সেটি বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হয় ৷ পৌরসভার পৌর পারিষদ সনৎ দে বলেন, ‘‘পূর্ত দপ্তরের জমিতে বেআইনিভাবে দলের নামে BJP কার্যালয় তৈরি করেছিল ৷ সেখান থেকে বিভিন্ন অসামাজিক কাজও চলছিল ৷ এছাড়া ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে BJP জয়লাভের পর থেকে স্থানীয় ছেলেদের চাকরির লোভ দেখিয়ে দলে টেনে আনছিল ৷ কিন্তু আট মাস কেটে গেলেও কেউ চাকরি পায়নি ৷ তারাই আজ পৌরসভায় অভিযোগ জানায় ৷ তারপর পৌরসভার পক্ষ থেকে এই পদক্ষেপ গ্রহণ করা হয় ৷’’ তিনি আরও জানান, দলীয় কার্যালয়ের পাশে একটি ভ্যাট থাকায় সেখানে ময়লাও ফেলাতেও অসুবিধা হচ্ছিল ৷ BJP-র অফিস ভেঙে ফেলায় এবার অনেকটাই সুবিধা হবে বলে জানান তিনি ৷

BJP-র কার্যালয় ভাঙল নৈহাটি পৌরসভা

অন্যদিকে BJP-র পক্ষ থেকে নৈহাটি পৌরসভার 8 নাম্বার ওয়ার্ডের কাউন্সিলর গণেশ দাস জানান, তাঁদের দলীয় কার্যালয় দখল করতে না পেরে পরিকল্পিতভাবে তৃণমূল পরিচালিত পৌরসভা এটা করেছে ৷ এই বিষয়ে নৈহাটি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে BJP-র পক্ষ থেকে ৷ এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়ায় ৷ ঘটনাস্থলে RAF মোতায়েন রয়েছে ৷

Intro:নৈহাটি গোয়ালা ফটক এলাকায় বিজেপির একটি পার্টি অফিস বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিলো নৈহাটি পৌরসভা .. এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা। মোতায়েন র‍্যাফ পুলিশ।Body:নৈহাটি পৌরসভার 11 নম্বর ওয়ার্ডের গোয়ালা ফটক এলাকায় বিজেপির একটি পার্টি অফিস বুলডোজার দিয়ে ভেঙ্গে গুড়িয়ে দিল নৈহাটি পৌরসভা। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায় এই মুহূর্তে ঘটনাস্থলে নৈহাটি থানার বিশাল পুলিশবাহিনী ও র‌্যাফ মোতায়েন করা রয়েছে। নৈহাটি পৌরসভার পৌর পারিষদ সনৎ দে বলেন পূর্ত দপ্তরের জমিতে ক্লাব এর নাম করে বেআইনিভাবে এই পার্টি অফিস নির্মাণ করে অসামাজিক কার্যকলাপ চালাচ্ছিল বিজেপি। এছাড়াও ব্যারাকপুর লোকসভা কেন্দ্র থেকে বিজেপি জয়লাভ করার পর এলাকার যুবকদের চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে নিজেদের দলে টেনে আনে। কিন্তু দীর্ঘ আট মাস কেটে যাওয়ার পরেও কেউ চাকরি না পাওয়ায় ক্ষোভে ফেটে পড়ে এলাকার যুবকেরা। তারাই আজ পৌরসভায় অভিযোগ জানানোর পর পৌরসভার তরফ থেকে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এছারাও পার্টি অফিসের পাশে একটি ভ্যাট থাকায় সেখানে ময়লা ফেলার ক্ষেত্রে পৌরসভার অসুবিধার সম্মুখীন হতে হচ্ছিল। সেটার ক্ষেত্রেও অনেকটাই সুবিধা হবে। কিন্তু এদিকে বিজেপির পক্ষ থেকে নৈহাটি পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর গণেশ দাস জানান এই পার্টি অফিসটি তাদের ছিল। পরিকল্পিতভাবে এটি দখল করতে না পেরে এইভাবে ভেঙ্গে দিল তৃণমূল পরিচালিত পৌরসভা। এবিষয়ে নৈহাটি থানায় অভিযোগ দায়ের করা হলেও পুলিশ প্রথমে অভিযোগ নিতে গড়িমসি করলেও পরে অভিযোগ নেয়।Conclusion:wb_bkp_03_naihati_bjp office ransack_vis_10020
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.