খড়দা, 18 অক্টোবর : পানিহাটি পৌরসভার কংগ্রেস কাউন্সিলর সন্ময় বন্দ্যোপাধ্যায় গ্রেপ্তার না অপহৃত, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে । স্থানীয় পুলিশের দাবি তাঁকে সাইবার ক্রাইমের ঘটনায় তাঁকে পুরুলিয়া জেলা পুলিশ গ্রেপ্তার করে নিয়ে গেছে। কিন্তু সন্ময়বাবুর পরিবারের অভিযোগ তাঁকে অপহরণ করা হয়েছে। অপহরণের অভিযোগ জানিয়ে তৃণমূল আশ্রিত কয়েকজন দুষ্কৃতীর বিরুদ্ধে FIR করেছে সন্ময়বাবুর পরিবার ।
পানিহাটির 6 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সন্ময়বাবু ও তাঁর পিসুতুতো বোন ইন্দ্রাণী মুখার্জি মিলে একটি ইউটিউব চ্যানেল চালাতেন। এছাড়া সন্ময়বাবু রাজনৈতিক বিষয় নিয়ে ফেসবুকে নিয়মিত নানা পোস্ট করতেন । স্থানীয় কংগ্রেস নেতৃত্বের কেউ কেউ মনে করছেন, রাজ্য সরকার বিরোধী কোনও পোস্টের জন্য শাসকদলের রোষের মুখে পড়তে হয়েছে সন্ময়বাবুকে ।
6 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে প্রায় 20 বছর রয়েছেন সন্ময়বাবু ৷ পানিহাটি পৌরসভার মেয়াদ শেষ হয়েছে প্রায় বছরখানেক আগে ৷ এই মুহূর্তে সেখানে প্রশাসক বসিয়েছে রাজ্য সরকার ৷
সন্ময়বাবুর পরিবারের অভিযোগ, তৃণমূল কংগ্রেস আশ্রিত কয়েকজন দুষ্কৃতী সন্ময়বাবুকে খুঁজছিল । সন্ময়বাবু আগরপাড়ায় ইন্দ্রণীর বাড়িতে ছিলেন । গতকাল দুষ্কৃতীরা সেখানে গিয়ে লুটপাট চালায় ও সন্ময়বাবুকে মারধর করে অপহরণ করে । এরপর পরিবারের লোকজন খড়দহ থানায় অপহরণের অভিযোগ দায়ের করতে যান । কিন্তু পুলিশ অপহরণের অভিযোগ নিতে অস্বীকার করে। খড়দহ পুলিশের দাবি সাইবার ক্রাইমের ঘটনায় পুরুলিয়া জেলা পুলিশ এসে সন্ময়বাবুকে গ্রেপ্তার করে নিয়ে গেছে। কিন্তু কোনও গ্রেপ্তারি পরোয়ানা ছাড়াই পুলিশ একজন কাউন্সিলরকে কীভাবে গ্রেপ্তার করে নিয়ে গেল, তার সদুত্তর দিতে পারেনি খড়দহ পুলিশ।