বনগাঁ, 11 এপ্রিল: বনগাঁ উপ সংশোধনাগারে এক বন্দীর অস্বাভাবিক মৃত্যু। মৃতের নাম তপন দাস (40)। বাড়ি গাইঘাটা থানার অন্তর্গত চাঁদপাড়া ফুলসেরা পাঁচপোঁতা এলাকায়।
গত 8 এপ্রিল আগ্নেয়াস্ত্র-সহ তপনকে গ্রেপ্তার করেছিল গাইঘাটা থানার পুলিশ। 9 এপ্রিল বনগাঁ মহকুমা আদালতে তোলা হয়েছিল তাকে। বিচারক তার জেল হেপাজতের নির্দেশ দিয়েছিলেন। কিন্তু আজ সকালে সংশোধনাগারের ভিতরেই গলায় ফাঁস লাগানো অবস্থায় তার ঝুলন্ত দেহ দেখতে পায় অন্য বন্দীরা।
প্রাথমিকভাবে অনুমান আত্মহত্যা। তবে পরিবারের অভিযোগ, তপনকে মিথ্যে অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। তপন পেশায় একজন অটোচালক ছিল। তার কাছে পিস্তল আসবে কোথা থেকে ? তপনের পরিবারের সদস্য অরবিন্দ বিশ্বাস বলেন, "আমাদের ধারণা ও আত্মহত্যা করেনি। ওকে মারা হয়েছে। ও কোনও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিল না। খেটে খেত। আমরা ওর মৃত্যুর তদন্ত চাই।"
বন্দী মৃত্যু নিয়ে জেল সুপারের সঙ্গে যোগাযোগের চেষ্টা হয়। কিন্তু তিনি সংবাদিকদের সঙ্গে দেখা করেননি। তপনের দেহ ময়নাতদন্তের জন্য বনগাঁ মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে।