ETV Bharat / state

Mysterious Death: গৃহবধূর রহস্য মৃত্যু, পরিবারের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার স্বামী - Mysterious Death

গৃহবধূর রহস্য মৃত্যু ৷ মৃতার নাম পায়েল রায় ৷ ঘটনাটি ঘটেছে লেকটাউনের দক্ষিণদারিতে (Mysterious Death) ৷

Mysterious Death
গৃহবধূর রহস্য মৃত্যু
author img

By

Published : Aug 8, 2022, 8:33 PM IST

লেকটাউন, 8 অগস্ট: গৃহবধূর রহস্য মৃত্যু ৷ ঘটনাটি ঘটে লেকটাউনের দক্ষিণদারিতে(Mysterious Death)৷ ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায় ৷

পরিবার সূত্রে জানা গিয়েছে, 2018 সালে সল্টলেকের বাসিন্দা পায়েল রায় (29) এর সঙ্গে বিয়ে হয় দক্ষিণদারির বাসিন্দা সুমন রায়ের । দেখাশোনা করে বিয়ে হয় তাঁদের । একটি তিন বছরের সন্তান রয়েছে । অভিযোগ, মাস ছয় ধরে দু'জনের মধ্যে ঝামেলা শুরু হয় । কখনও কখনও তা হাতাহাতিতেও পৌঁছয় । সন্দেহ স্ত্রী'র অন্য কোথাও সম্পর্ক রয়েছে । সেই নিয়েই ঝামেলা বলে অনুমান পায়েলের পরিবারের । এর পাশাপাশি পায়েলকে ঠিক করে খেতে দিত না বলে অভিযোগ ৷ রবিবার রাতে ঝামেলা হয় বলে জানা গিয়েছে ৷ সন্ধেবেলায় বাড়িতে কেউ ছিলেন না । পরে পায়েলের পরিবারের কাছে ফোন যায় যে তিনি গলায় দড়ি দিয়েছেন ।

আরও পড়ুন: আবাসনের নীচ থেকে উদ্ধার মহিলার রক্তাক্ত দেহ ! নেপথ্যে কোন রহস্য ?

খবর শুনে পায়েলের পরিবার হাসপাতালে পৌঁছয় । পরিবারের অভিযোগ, তাঁকে খুন করা হয়েছে । কারণ সুমনের ঘাড়ে নখের আঁচরের দাগ রয়েছে । নিশ্চই তাঁকে খুন করতে গিয়ে ধস্তাধস্তি হয়েছে । সেই কারণেই এই আঁচড় বলে অনুমান পরিবারের । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। দেহের ময়নাতদন্ত করা হবে । তারপর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে।

লেকটাউন, 8 অগস্ট: গৃহবধূর রহস্য মৃত্যু ৷ ঘটনাটি ঘটে লেকটাউনের দক্ষিণদারিতে(Mysterious Death)৷ ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায় ৷

পরিবার সূত্রে জানা গিয়েছে, 2018 সালে সল্টলেকের বাসিন্দা পায়েল রায় (29) এর সঙ্গে বিয়ে হয় দক্ষিণদারির বাসিন্দা সুমন রায়ের । দেখাশোনা করে বিয়ে হয় তাঁদের । একটি তিন বছরের সন্তান রয়েছে । অভিযোগ, মাস ছয় ধরে দু'জনের মধ্যে ঝামেলা শুরু হয় । কখনও কখনও তা হাতাহাতিতেও পৌঁছয় । সন্দেহ স্ত্রী'র অন্য কোথাও সম্পর্ক রয়েছে । সেই নিয়েই ঝামেলা বলে অনুমান পায়েলের পরিবারের । এর পাশাপাশি পায়েলকে ঠিক করে খেতে দিত না বলে অভিযোগ ৷ রবিবার রাতে ঝামেলা হয় বলে জানা গিয়েছে ৷ সন্ধেবেলায় বাড়িতে কেউ ছিলেন না । পরে পায়েলের পরিবারের কাছে ফোন যায় যে তিনি গলায় দড়ি দিয়েছেন ।

আরও পড়ুন: আবাসনের নীচ থেকে উদ্ধার মহিলার রক্তাক্ত দেহ ! নেপথ্যে কোন রহস্য ?

খবর শুনে পায়েলের পরিবার হাসপাতালে পৌঁছয় । পরিবারের অভিযোগ, তাঁকে খুন করা হয়েছে । কারণ সুমনের ঘাড়ে নখের আঁচরের দাগ রয়েছে । নিশ্চই তাঁকে খুন করতে গিয়ে ধস্তাধস্তি হয়েছে । সেই কারণেই এই আঁচড় বলে অনুমান পরিবারের । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। দেহের ময়নাতদন্ত করা হবে । তারপর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.