ব্যারাকপুর, 6 জুলাই : চার দিন কেটে গেলও কিনারা হয়নি খুনের । ভাটপাড়া থানার পুলিশ তদন্তে নামলেও মৃতদেহ উদ্ধারের চারটে দিন কেটে গেলেও এখনও পর্যন্ত পুলিশ খুনের কোন কিনারাই করতে পারেনি। কাউকেই এখনও পর্যন্ত গ্রেপ্তারও করতে পারেনি ।
গত 3 জুলাই দুপুরে কাঁকিনাড়া স্টেশনের লাইনের ধারে ঝোঁপের মধ্যে গলাকাটা দেহ উদ্ধার হয় । পরে সেই কাটা মুণ্ডু উদ্ধার হয় বারাসত-ডাউন হাসনাবাদ লোকালের ভিতর থেকে । পুলিশ জানতে পারে মৃত ওই ব্যক্তির নাম লালা চৌধুরি । 32 বছরের লালা পেশায় ফুচকা বিক্রেতা । ঘটনায় লালা চৌধুরি পরিবারের লোকজন খুনের অভিযোগ তোলেন । এত দিন হয়ে গেলেও কাউকে গ্রেপ্তার না করার ক্ষোভ ছড়িয়েছে ।
এ দিকে, ব্যারাকপুর কমিশনারেটের প্রধান মনোজ ভার্মা এবং ডেপুটি পুলিশ কমিশনার (জো়ন ওয়ান) অজয় ঠাকুর গতকাল মৃত লালা চৌধুরির বাড়িতে গিয়ে 10 হাজার টাকার একটি খাম দিয়ে আসেন । ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিংয়ের দাবি, পুলিশের দেওয়া এই টাকা সম্পূর্ণ অনৈতিক । পরিবারের লোককে মুখ বন্ধ করতেই তারা এই টাকা দিয়েছে । তাঁর অভিযোগ পৌরমন্ত্রী ফিরহাদ হাকিমের নেতৃত্বে তৃণমূলের পরিষদীয় দল এসেছিল কিছুদিন আগেই । ফিরহাদের উসকানিতেই এই খুন, অভিযোগ অর্জুনের ।