ETV Bharat / state

চার দিন কেটে গেলেও কিনারা হল না 'গলাকাটা' খুনের - bjp

গত 3 জুলাই দুপুরে কাঁকিনাড়া স্টেশনের লাইনের ধারে ঝোঁপের মধ্যে গলাকাটা দেহ উদ্ধার হয় । চার দিন কেটে গেছে তবুও কিনারা হয়নি সেই খুনের ।

চার দিন কেটে গেলেও কিনারা হল না 'গলাকাটা' খুনের
author img

By

Published : Jul 6, 2019, 8:59 PM IST

Updated : Jul 6, 2019, 9:43 PM IST

ব্যারাকপুর, 6 জুলাই : চার দিন কেটে গেলও কিনারা হয়নি খুনের । ভাটপাড়া থানার পুলিশ তদন্তে নামলেও মৃতদেহ উদ্ধারের চারটে দিন কেটে গেলেও এখনও পর্যন্ত পুলিশ খুনের কোন কিনারাই করতে পারেনি। কাউকেই এখনও পর্যন্ত গ্রেপ্তারও করতে পারেনি ।

গত 3 জুলাই দুপুরে কাঁকিনাড়া স্টেশনের লাইনের ধারে ঝোঁপের মধ্যে গলাকাটা দেহ উদ্ধার হয় । পরে সেই কাটা মুণ্ডু উদ্ধার হয় বারাসত-ডাউন হাসনাবাদ লোকালের ভিতর থেকে । পুলিশ জানতে পারে মৃত ওই ব্যক্তির নাম লালা চৌধুরি । 32 বছরের লালা পেশায় ফুচকা বিক্রেতা । ঘটনায় লালা চৌধুরি পরিবারের লোকজন খুনের অভিযোগ তোলেন । এত দিন হয়ে গেলেও কাউকে গ্রেপ্তার না করার ক্ষোভ ছড়িয়েছে ।

ভিডিয়োয় শুনুন অর্জুন সিংয়ের বক্তব্য

এ দিকে, ব্যারাকপুর কমিশনারেটের প্রধান মনোজ ভার্মা এবং ডেপুটি পুলিশ কমিশনার (জো়ন ওয়ান) অজয় ঠাকুর গতকাল মৃত লালা চৌধুরির বাড়িতে গিয়ে 10 হাজার টাকার একটি খাম দিয়ে আসেন । ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিংয়ের দাবি, পুলিশের দেওয়া এই টাকা সম্পূর্ণ অনৈতিক । পরিবারের লোককে মুখ বন্ধ করতেই তারা এই টাকা দিয়েছে । তাঁর অভিযোগ পৌরমন্ত্রী ফিরহাদ হাকিমের নেতৃত্বে তৃণমূলের পরিষদীয় দল এসেছিল কিছুদিন আগেই । ফিরহাদের উসকানিতেই এই খুন, অভিযোগ অর্জুনের ।

ব্যারাকপুর, 6 জুলাই : চার দিন কেটে গেলও কিনারা হয়নি খুনের । ভাটপাড়া থানার পুলিশ তদন্তে নামলেও মৃতদেহ উদ্ধারের চারটে দিন কেটে গেলেও এখনও পর্যন্ত পুলিশ খুনের কোন কিনারাই করতে পারেনি। কাউকেই এখনও পর্যন্ত গ্রেপ্তারও করতে পারেনি ।

গত 3 জুলাই দুপুরে কাঁকিনাড়া স্টেশনের লাইনের ধারে ঝোঁপের মধ্যে গলাকাটা দেহ উদ্ধার হয় । পরে সেই কাটা মুণ্ডু উদ্ধার হয় বারাসত-ডাউন হাসনাবাদ লোকালের ভিতর থেকে । পুলিশ জানতে পারে মৃত ওই ব্যক্তির নাম লালা চৌধুরি । 32 বছরের লালা পেশায় ফুচকা বিক্রেতা । ঘটনায় লালা চৌধুরি পরিবারের লোকজন খুনের অভিযোগ তোলেন । এত দিন হয়ে গেলেও কাউকে গ্রেপ্তার না করার ক্ষোভ ছড়িয়েছে ।

ভিডিয়োয় শুনুন অর্জুন সিংয়ের বক্তব্য

এ দিকে, ব্যারাকপুর কমিশনারেটের প্রধান মনোজ ভার্মা এবং ডেপুটি পুলিশ কমিশনার (জো়ন ওয়ান) অজয় ঠাকুর গতকাল মৃত লালা চৌধুরির বাড়িতে গিয়ে 10 হাজার টাকার একটি খাম দিয়ে আসেন । ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিংয়ের দাবি, পুলিশের দেওয়া এই টাকা সম্পূর্ণ অনৈতিক । পরিবারের লোককে মুখ বন্ধ করতেই তারা এই টাকা দিয়েছে । তাঁর অভিযোগ পৌরমন্ত্রী ফিরহাদ হাকিমের নেতৃত্বে তৃণমূলের পরিষদীয় দল এসেছিল কিছুদিন আগেই । ফিরহাদের উসকানিতেই এই খুন, অভিযোগ অর্জুনের ।

New Delhi, July 07(ANI): Audience will get a sneak peek into the action thriller 'Batla House', as the teaser of the film is out now! John Abraham who will play a cop in the film shared the news on his Instagram account along with a new poster and the teaser of the upcoming film. Next, the teaser features scenes from the film including firing sequences and the sound of gunshots. The thriller drama is inspired by the real Batla House encounter that took place almost a decade ago on September 19, 2008, which is officially known as Operation Batla House. The incident took place against Indian Mujahideen (IM) terrorists in Batla House Locality in Jamia Nagar, Delhi.
The 'Paramanu' actor will be seen portraying the role of Sanjeev Kumar Yadav, who spearheaded the encounter. As the tagline suggests 'The story of India's Most Decorated/ Controversial Cop', the case was about this one man who has had 7 encounters, a record 22 convicts from 30 cases and nine Gallantry Awards. Helmed by Nikkhil Advani, the movie is written by Ritesh Shah who previously wrote the script of the hit film 'Pink' and will hit the big screens on August 15, 2019.
Last Updated : Jul 6, 2019, 9:43 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.