ETV Bharat / state

মাথায় আঘাতের পর শ্বাসরোধ করে ভাগ্নেকে খুন, ধৃত দম্পতি - দত্তপুকুর থানা

মা-বাবা মারা যাওয়ার পর থেকে মামার কাছেই থাকত সানি শূর । প্রাথমিকভাবে পুলিশ জানিয়েছে, বেশ কিছুদিন যাবৎ অসামাজিক কার্যকলাপের সঙ্গে জড়িয়ে পড়েছিল সানি । এই নিয়ে মামার সঙ্গে প্রায়ই অশান্তি লাগত তার । গতরাতে সেই অশান্তি চরমে ওঠে । অভিযোগ, অশান্তি চলাকালীন সানির মাথায় ভারী কিছু বস্তু দিয়ে প্রথমে আঘাত করে আশিস । রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে সে । এরপর, মৃত্যু নিশ্চিত করতে শ্বাসরোধ করা হয় তার ।

murder in barasat
শ্বাসরোধ করে খুন
author img

By

Published : Dec 9, 2019, 10:19 PM IST

Updated : Dec 9, 2019, 11:55 PM IST

বারাসত, 9 ডিসেম্বর : মাথায় আঘাত করার পর শ্বাসরোধ করে ভাগ্নেকে খুনের অভিযোগ ৷ ঘটনাস্থান দত্তপুকুর থানার বামুনগাছির মাঝেরপাড়া গ্রাম । অভিযোগ উঠছে মামা ও মামির বিরুদ্ধে ৷ মৃত ওই যুবকের নাম সানি শূর (26) ৷ খুনের অভিযোগে আশিস কর ও তার স্ত্রী মাম্পি করকে গ্রেপ্তার করেছে দত্তপুকুর থানার পুলিশ । ধৃতদের আজ তোলা হয় বারাসত আদালতে ।

মা-বাবা মারা যাওয়ার পর থেকে মামার কাছেই থাকত সানি শূর । প্রাথমিকভাবে পুলিশ জানিয়েছে, বেশ কিছুদিন যাবৎ অসামাজিক কার্যকলাপের সঙ্গে জড়িয়ে পড়েছিল সানি । এই নিয়ে মামার সঙ্গে প্রায়ই অশান্তি লাগত তার । গতরাতে সেই অশান্তি চরমে ওঠে । অভিযোগ, অশান্তি চলাকালীন সানির মাথায় ভারী কিছু বস্তু দিয়ে প্রথমে আঘাত করে আশিস । রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে সে । এরপর, মৃত্যু নিশ্চিত করতে শ্বাসরোধ করা হয় তার । এই কাজে আশিসকে সঙ্গ দেয় তার স্ত্রী মাম্পি করও । গতরাতেই সানির দেহ উদ্ধার করে দত্তপুকুর থানার পুলিশ ৷ বারাসত হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয় দেহ ।

ভিডিয়োয় দেখুন কী বলছেন ধৃত আশিসের মা

প্রতিবেশীদের অভিযোগ, পারিবারিক বিবাদের জেরেই ওই যুবককে খুন করা হয়েছে । তবে, কী কারণে তাকে খুন করা হল তা এখনও খতিয়ে দেখছে পুলিশ । ঘটনার পরে মৃতের ঠাকুরমা নমিতা কর দত্তপুকুর থানায় খুনের অভিযোগ দায়ের করেন আশিস ও তার স্ত্রীর বিরুদ্ধে । সেই অভিযোগের ভিত্তিতে আশিস ও মাম্পি-কে গ্রেপ্তার করে পুলিশ ৷

দত্তপুকুর থানার IC তমাল দাস বলেন, "খুনের পিছনে পারিবারিক বিবাদ নাকি অন্য কোনও কারণ রয়েছে তা আমরা খতিয়ে দেখছি । ঘটনার তদন্ত শুরু হয়েছে । মৃতদেহ ময়নাতদন্তের জন্য বারাসত হাসপাতালে পাঠানো হয়েছে ।"

বারাসত, 9 ডিসেম্বর : মাথায় আঘাত করার পর শ্বাসরোধ করে ভাগ্নেকে খুনের অভিযোগ ৷ ঘটনাস্থান দত্তপুকুর থানার বামুনগাছির মাঝেরপাড়া গ্রাম । অভিযোগ উঠছে মামা ও মামির বিরুদ্ধে ৷ মৃত ওই যুবকের নাম সানি শূর (26) ৷ খুনের অভিযোগে আশিস কর ও তার স্ত্রী মাম্পি করকে গ্রেপ্তার করেছে দত্তপুকুর থানার পুলিশ । ধৃতদের আজ তোলা হয় বারাসত আদালতে ।

মা-বাবা মারা যাওয়ার পর থেকে মামার কাছেই থাকত সানি শূর । প্রাথমিকভাবে পুলিশ জানিয়েছে, বেশ কিছুদিন যাবৎ অসামাজিক কার্যকলাপের সঙ্গে জড়িয়ে পড়েছিল সানি । এই নিয়ে মামার সঙ্গে প্রায়ই অশান্তি লাগত তার । গতরাতে সেই অশান্তি চরমে ওঠে । অভিযোগ, অশান্তি চলাকালীন সানির মাথায় ভারী কিছু বস্তু দিয়ে প্রথমে আঘাত করে আশিস । রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে সে । এরপর, মৃত্যু নিশ্চিত করতে শ্বাসরোধ করা হয় তার । এই কাজে আশিসকে সঙ্গ দেয় তার স্ত্রী মাম্পি করও । গতরাতেই সানির দেহ উদ্ধার করে দত্তপুকুর থানার পুলিশ ৷ বারাসত হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয় দেহ ।

ভিডিয়োয় দেখুন কী বলছেন ধৃত আশিসের মা

প্রতিবেশীদের অভিযোগ, পারিবারিক বিবাদের জেরেই ওই যুবককে খুন করা হয়েছে । তবে, কী কারণে তাকে খুন করা হল তা এখনও খতিয়ে দেখছে পুলিশ । ঘটনার পরে মৃতের ঠাকুরমা নমিতা কর দত্তপুকুর থানায় খুনের অভিযোগ দায়ের করেন আশিস ও তার স্ত্রীর বিরুদ্ধে । সেই অভিযোগের ভিত্তিতে আশিস ও মাম্পি-কে গ্রেপ্তার করে পুলিশ ৷

দত্তপুকুর থানার IC তমাল দাস বলেন, "খুনের পিছনে পারিবারিক বিবাদ নাকি অন্য কোনও কারণ রয়েছে তা আমরা খতিয়ে দেখছি । ঘটনার তদন্ত শুরু হয়েছে । মৃতদেহ ময়নাতদন্তের জন্য বারাসত হাসপাতালে পাঠানো হয়েছে ।"

Intro:মাথায় আঘাত করার পর শ্বাসরোধ করে ভাগ্নেকে খুন করার অভিযোগ উঠল মামা ও মামী-রবিরুদ্ধে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম সানি শূর(২৬)। খুনের অভিযোগে আশীষ কর ও তার স্ত্রী মাম্পিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটি দত্তপুকুরের বামুনগাছি মাঝের পাড়ার। ধৃতদের আজ তোলা হবে বারাসত আদালতে।Body:রাজু বিশ্বাস,বারাসতঃ- মাথায় আঘাত করার পর শ্বাসরোধ করে ভাগ্নেকে খুন করার অভিযোগ উঠল মামা ও মামী-র বিরুদ্ধে।পুলিশ জানিয়েছে, মৃতের নাম সানি শূর(২৬)। খুনের অভিযোগে আশীষ কর ও মাম্পি করকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটি দত্তপুকুরের বামুনগাছি মাঝের পাড়ার। আজ ধৃতদের তোলা হবে বারাসত আদালতে। পুলিশ সূত্রে জানা গেছে, মা ও বাবা মারা যাওয়ার পর থেকে মামার কাছেই থাকত সানি।অভিযোগ, ইদানিং সে অসামাজিক কার্যকলাপের সঙ্গে যুক্ত হয়ে পড়েছিল।এনিয়ে মামার সঙ্গে প্রায়ই অশান্তি লেগে থাকত। গতকাল রাতে সেই অশান্তি চরমে ওঠে।অভিযোগ, অশান্তি চলাকালীন সানির মাথায় ভারী কিছু বস্তু দিয়ে প্রথমে আঘাত করে আশীষ।রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে এসে।এরপর, মৃত্যু নিশ্চিত করতে শ্বাসরোধ করা হয় তার। এই কাজে স্বামীকে সঙ্গ দেন মাম্পিও।রাতেই দত্তপুকুর থানার পুলিশ সানির নিথর দেহ উদ্ধার করে বারাসত হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠায়। প্রতিবেশীদের অভিযোগ, পারিবারিক বিবাদের জেরেই ওই যুবককে খুন করা হয়েছে।তবে,কি কারণে তাকে খুন করা হল তা খতিয়ে দেখছে পুলিশ।এদিকে, ছেলে ও বৌমার বিরুদ্ধে দত্তপুকুর থানায় খুনের অভিযোগ দায়ের করেন মৃতের ঠাকুরমা।সেই অভিযোগের ভিত্তিতে আশীষ ও মাম্পি-কে গ্রেপ্তার করা হয়।দত্তপুকুর থানার আইসি তমাল দাস বলেন,খুনের পিছনে পারিবারিক বিবাদ নাকি অন্য কোনও কারন রয়েছে তা আমরা খতিয়ে দেখছি।ঘটনার তদন্ত শুরু হয়েছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য বারাসত হাসপাতালে পাঠানো হয়েছে।Conclusion:দত্তপুকুর থানার আইসি তমাল দাস বলেন, খুনের পিছনে পারিবারিক বিবাদ নাকি অন্য কোনো কারণ রয়েছে তা আমরা খতিয়ে দেখছি। ঘটনার তদন্ত শুরু হয়েছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য বারাসত হাসপাতালে পাঠানো হয়েছে।
Last Updated : Dec 9, 2019, 11:55 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.