অশোকনগর, 16 ফেব্রুয়ারি: অশোকনগর পৌরসভার 13 এবং 21 নম্বর ওয়ার্ডে বিজেপির দুই প্রার্থী শ্লীলতাহানি এবং ধর্ষণের অভিযোগে অভিযুক্ত (Bengal Civic Polls 2022)। বুধবার 13 নম্বর ওয়ার্ডে এমনই পোস্টার ঘিরে রাজনৈতিক উত্তাপ ছড়িয়েছে এলাকায়। অভিযোগের তির তৃণমূলের দিকে। যদিও অভিযোগ অস্বীকার করেছে শাসক শিবির।
এদিন সকালে অশোকনগর কমিউনিটি হলের পাঁচিলে দুটি পোস্টার দেখতে পান স্থানীয় বাসিন্দারা। সেখানে লেখা রয়েছে, অশোকনগর 13 নং ওয়ার্ডের প্রার্থী শ্রী শ্যামলেন্দু দে এবং অশোকনগর 21 নং ওয়ার্ডের বিজেপি প্রার্থী নীলরতন মিত্র দু'জনেই শ্লীলতাহানি ও ধর্ষণের অভিযোগে অভিযুক্ত। ধর্ষকদের বিরুদ্ধে ভোট দিন। আর সেই পোস্টারকে ঘিরে পৌরভোটের আগে অশোকনগরে শুরু হয়েছে শাসক-বিরোধী তরজা। এই বিষয়ে বিজেপি প্রার্থী শ্যামলেন্দু দে বলেন, "আমার বিরুদ্ধে একটি মারামারির অভিযোগ ছাড়া আর কোনও অভিযোগ নেই। এছাড়া, আমার বিরুদ্ধে যদি আর কেউ কোনও অভিযোগ দেখাতে পারে আমি প্রার্থী পদ ছেড়ে দেব।" তাঁর দাবি, শাসক পক্ষ হেরে যাওয়ার ভয়ে এই খেলায় নেমেছে। অন্যদলের এটা করার ক্ষমতা বা সাহস নেই। মিথ্যা প্রচার যারা করছে তাদেরই ক্ষতি হবে।
আরও পড়ুন: ওর থেকে বড় চোর আর নেই, নাম না করে অভিষেককে আক্রমণ সুকান্তর
অন্যদিকে বিজেপির তোলা অভিযোগ অস্বীকার করেছেন 13 নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী সুমন পাল ৷ তিনি বলেন, "ভারতীয় জনতা পার্টির যিনি প্রার্থী হয়েছেন তিনি আমার থেকে বয়সে বড়। তাঁর সম্বন্ধে এই ধরনের মন্তব্য করতে আমাদের রুচিতে বাঁধে।" তিনি আরও বলেন, "বিজেপি কি করল তা নিয়ে তৃণমূল কংগ্রেস চিন্তা করে না। অশোকনগরে ভারতীয় জনতা পার্টির মধ্যে যে গোষ্ঠীদ্বন্দ্ব চলছে এটা সেই গোষ্ঠীদ্বন্দ্বের ফল।"