ETV Bharat / state

SP, IC-কে না সরালে বারাসতে অবাধ ভোট অসম্ভব : মুকুল - IC

বারাসতে জঙ্গলের রাজত্ব হয়ে রয়েছে । আজ বারাসত থানা থেকে বেরিয়ে একথা বলেন মুকুল রায় । পাশাপাশি তাঁর অভিযোগ, তৃণমূলের প্রত্যেকটা গাড়িতে টাকা আছে ।

সাংবাদিকদের মুখোমুখি মুকুল রায়
author img

By

Published : May 14, 2019, 5:34 AM IST

বারাসত, 14 মে : "বারাসতে জঙ্গলের রাজত্ব হয়ে রয়েছে ।" বারাসতে BJP নেতার বাড়িতে বৈঠক চলাকালীন হামলার ঘটনায় বারাসত থানায় এসে আজ একথা বলেন মুকুল রায় ।

গতকাল বারাসতে BJP-র জেলা সম্পাদকের বাড়িতে দলীয় বৈঠক চলাকালীন হামলা চালানোর অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে । বৈঠকে যোগ দিতে আসা BJP নেতা-কর্মীদের গাড়িতে ভাঙচুর চালানো হয় । বাড়িতেও ভাঙুচর করা হয় । এরপর খবর পেয়ে পুলিশ এসে উলটে BJP-র জেলা সম্পাদক এবং দলের বারাসত সাংগঠনিক জেলার সভাপতিকে থানায় নিয়ে যায় । খবর পেয়ে রাতেই থানায় আসেন BJP নেতা মুকুল রায় । তিনি থানার IC-র সাথে কথা বলেন ।

থানা থেকে বেরিয়ে তিনি সাংবাদিকদের মুখোমুখি হন । তাঁকে এবিষয়ে জিজ্ঞাসা করা হলে বলেন, "এটাই হল বাংলার রাজনৈতিক পরিস্থিতি । সারা ভারতবর্ষে নির্বাচন হচ্ছে । কোথাও কিছু হচ্ছে না । শুধু এখানে হচ্ছে । বাংলায় যে গণতন্ত্র নেই , এটা তার প্রকৃষ্ট প্রমাণ । BJP-র সর্বভারতীয় সাধারণ সম্পাদক অরবিন্দ মেননকে ঘিরে যে তাণ্ডব এখানে হল সেটা গণতন্ত্রের নামে প্রহসন । খবর পাওয়া মাত্র আমি SP-কে কয়েকবার ফোন করেছি । কিন্তু তিনি অসহায় । তাঁর হাত পা বাঁধা । IPS -এর একটা তকমা লাগিয়ে বসে আছেন । উনি পারলেন না মেননকে এখান থেকে বের করে দিতে ।"

গাড়ি ভাঙচুরের ঘটনায় কাকলি ঘোষদস্তিদার বলেছিলেন, "ওই গাড়িতে টাকা ও অস্ত্র আছে ।" তাঁর এই মন্তব্যের বিষয়ে মুকুলবাবুকে জিজ্ঞাসা করা হয় । তিনি বলেন, "কারোর কাছে টাকা পেয়েছে ? তৃণমূলের প্রত্যেকটা গাড়িতে টাকা রয়েছে । কারও তল্লাশি হয়েছে ?"

মুকুলবাবু আরও বলেন, "থানায় আসতে আমাকে IC বলল অন্ধকারে কেন ওদের গাড়ি গিয়েছিল ? তার মানে বারাসতে অন্ধকার আছে । সেখানে গাড়ি নিয়ে যাওয়া যায় না । আসলে বারাসত জঙ্গলের রাজত্ব হয়ে রয়েছে । "

এরপরই পুলিশ সুপার (SP) ও বারাসত থানার IC-র সমালোচনা করেন তিনি। বলেন, এই SP ও IC-কে রেখে বারাসতে অবাধ ভোট সম্ভব নয় । আজ নির্বাচন কমিশনের কাছে সমস্ত বিষয় জানিয়ে অভিযোগ জানাবেন বলে জানান তিনি ।

বারাসত, 14 মে : "বারাসতে জঙ্গলের রাজত্ব হয়ে রয়েছে ।" বারাসতে BJP নেতার বাড়িতে বৈঠক চলাকালীন হামলার ঘটনায় বারাসত থানায় এসে আজ একথা বলেন মুকুল রায় ।

গতকাল বারাসতে BJP-র জেলা সম্পাদকের বাড়িতে দলীয় বৈঠক চলাকালীন হামলা চালানোর অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে । বৈঠকে যোগ দিতে আসা BJP নেতা-কর্মীদের গাড়িতে ভাঙচুর চালানো হয় । বাড়িতেও ভাঙুচর করা হয় । এরপর খবর পেয়ে পুলিশ এসে উলটে BJP-র জেলা সম্পাদক এবং দলের বারাসত সাংগঠনিক জেলার সভাপতিকে থানায় নিয়ে যায় । খবর পেয়ে রাতেই থানায় আসেন BJP নেতা মুকুল রায় । তিনি থানার IC-র সাথে কথা বলেন ।

থানা থেকে বেরিয়ে তিনি সাংবাদিকদের মুখোমুখি হন । তাঁকে এবিষয়ে জিজ্ঞাসা করা হলে বলেন, "এটাই হল বাংলার রাজনৈতিক পরিস্থিতি । সারা ভারতবর্ষে নির্বাচন হচ্ছে । কোথাও কিছু হচ্ছে না । শুধু এখানে হচ্ছে । বাংলায় যে গণতন্ত্র নেই , এটা তার প্রকৃষ্ট প্রমাণ । BJP-র সর্বভারতীয় সাধারণ সম্পাদক অরবিন্দ মেননকে ঘিরে যে তাণ্ডব এখানে হল সেটা গণতন্ত্রের নামে প্রহসন । খবর পাওয়া মাত্র আমি SP-কে কয়েকবার ফোন করেছি । কিন্তু তিনি অসহায় । তাঁর হাত পা বাঁধা । IPS -এর একটা তকমা লাগিয়ে বসে আছেন । উনি পারলেন না মেননকে এখান থেকে বের করে দিতে ।"

গাড়ি ভাঙচুরের ঘটনায় কাকলি ঘোষদস্তিদার বলেছিলেন, "ওই গাড়িতে টাকা ও অস্ত্র আছে ।" তাঁর এই মন্তব্যের বিষয়ে মুকুলবাবুকে জিজ্ঞাসা করা হয় । তিনি বলেন, "কারোর কাছে টাকা পেয়েছে ? তৃণমূলের প্রত্যেকটা গাড়িতে টাকা রয়েছে । কারও তল্লাশি হয়েছে ?"

মুকুলবাবু আরও বলেন, "থানায় আসতে আমাকে IC বলল অন্ধকারে কেন ওদের গাড়ি গিয়েছিল ? তার মানে বারাসতে অন্ধকার আছে । সেখানে গাড়ি নিয়ে যাওয়া যায় না । আসলে বারাসত জঙ্গলের রাজত্ব হয়ে রয়েছে । "

এরপরই পুলিশ সুপার (SP) ও বারাসত থানার IC-র সমালোচনা করেন তিনি। বলেন, এই SP ও IC-কে রেখে বারাসতে অবাধ ভোট সম্ভব নয় । আজ নির্বাচন কমিশনের কাছে সমস্ত বিষয় জানিয়ে অভিযোগ জানাবেন বলে জানান তিনি ।

রাজ্যে গণতন্ত্র নেইঃ বারাসত থানা থেকে বেরিয়ে তীব্র প্রতিক্রিয়া মুকুলের বারাসতঃ রাজ্যে গণতন্ত্র নেই। আইনের নামে প্রহসন চলছে। বারাসতে বিজেপির ঘরোয়া বৈঠকে হামলা ও অরবিন্দ মেননের গাড়ি ভাঙচুরের ঘটনা এমনই প্রতিক্রিয়া জানালেন মুকুল রায়। সোমবার রাতে বারাসতে বিজেপি নেতা তুহিন মণ্ডলের বাড়িতে বৈঠক চলার সময় সেখানে হামলা চালায় তৃণমূল। অরবিন্দ মেনন-সহ কয়েকজন বিজেপি নেতার গাড়ি ভাঙচুর হয়। পুলিশ গিয়ে সেখান থেকে বিজেপি নেতাদের থানায় নিয়ে যায়। সিজ করা হয় ওই গাড়িগুলো। দলীয় নেতারা আক্রান্ত হওয়ার খবর পেয়ে রাত দেড়টা নাগাদ বারাসত থানায় আসেন মুকুল রায়। থানা থেকে বেরোনোর সময় মুকুল সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, 'রাজ্যে কোনও গণতন্ত্র নেই। আইনের নামে প্রহসন চলছে। আমরা রাত পোহালে নির্বাচন কমিশনের কাছে সমস্ত অভিযোগ জানাব। সঙ্গে জেলার পুলিশ সুপার ও বারাসত থানার আইসিকে অপসারণের দাবি জানাব। এই এসপি ও আইসিকে রেখে আগামী ১৯ তারিখ ভোট করা যাবে না।'

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.