বনগাঁ, 13 জুন : এবার বিজেপি ছাড়লেন মুকুল রায় ঘনিষ্ঠ উত্তর 24 পরগনার জেলা পরিষদের সদস্য রতন ঘোষ ৷ বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে ইমেল করে দল ছাড়ার কথা জানিয়েছেন তিনি ৷ যেখানে তিনি জানিয়েছে, রাজনীতির হাতেখড়ি হয়েছিল জাতীয়তাবাদী দলের হাত ধরে ৷ যেখানে ভেদাভেদ নয়, সম্প্রীতির পরিবেশ ছিল ৷ কিন্তু, বিজেপিতে তাঁর তিক্ত অভিজ্ঞতার কারণে দল ছাড়ছেন ৷ প্রসঙ্গত, বিধানসভা নির্বাচনের পাঁচ মাস আগেই তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়েছিলেন রতন ঘোষ ৷ এমনকি নির্বাচনে উত্তর 24 পরগনার বেশ কয়েকটি কেন্দ্রের পর্যবেক্ষকের দায়িত্ব সামলে ছিলেন তিনি ৷
বিজেপিতে যে ভাঙন শুরু হবে, তা মুকুল রায়ের তৃণমূলে প্রত্যাবর্তনের সঙ্গেই স্পষ্ট হয়ে গিয়েছিল ৷ সেই তালিকায় এবার আরও একটি নাম জুড়ল ৷ বিজেপির সদস্য পদ ত্যাগ করলেন উত্তর 24 পরগনা জেলা পরিষদের সদস্য রচতন ঘোষ ৷ মুকুল ঘনিষ্ঠ এই নেতা আজ বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে ইমেলে এ কথা জানিয়েছেন ৷ তাঁর অভিযোগ, গত 6 মাসে বিজেপিতে থাকার অভিজ্ঞতা খুবই তিক্ত ৷ ভোটের পাঁচ মাস আগে তাঁর প্রথম রাজনৈতিক দল তৃণমূলের প্রতি কিছু হতাশা বা ভুল বোঝাবুঝির কারণে তিনি বিজেপিতে গিয়েছিলেন ৷
রতন ঘোষের দাবি, তাঁর মুকুল রায়ের সঙ্গেই তৃণমূলে যোগ দেওয়ার কথা ছিল ৷ কিন্তু, দলের নিয়মের জেরে তা হয়নি ৷ তাই খুব দ্রুত তিনিও তৃণমূলে ফিরছেন ৷ তাঁর কথায় ভোটের আগেই নাকি তৃণমূলে ফিরতে চেয়ে শীর্ষ নেতৃত্বকে বার্তা দিয়েছিলেন রতন ঘোষ ৷ তখন ভোটের কারণে তৃণমূলের তরফে বিশেষ কোনও সাড়া দেওয়া হয়নি বলে জানিয়েছেন তিনি ৷
আরও পড়ুন : বিজেপিতে যোগ্য ব্যক্তিরা সম্মান পাচ্ছেন না, বেসুরো মুকুল ঘনিষ্ঠ দুলাল বরও
অন্যদিকে, রতন ঘোষের দল ছাড়ার প্রসঙ্গে বিজেপির বনগাঁর সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক দেবদাস মণ্ডল বলেন, রতন ঘোষ বিজেপিতে এসেছিলেন ক্ষমতার লোভে ৷ কারণ, সেই সময় তিনি এবং তাঁর মতো কয়েকজন নেতা ভেবেছিলেন বিজেপি ক্ষমতায় আসছে ৷ তাই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন ৷ এখন বিজেপি হেরে যাওয়ায়, ফের ক্ষমতার লোভে তৃণমূলে যাচ্ছেন রতন ঘোষ ৷
আরও পড়ুন : দিলীপের সভায় গরহাজিরার পরই, 'বেসুরো' মুকুল ঘনিষ্ঠ বিশ্বজিৎ
তবে, রতন ঘোষকে নিয়ে শুধু বিজেপিতে নয় ৷ তৃণমূলের অন্দরেও ক্ষোভ রয়েছে ৷ জানা গিয়েছে, রতন ঘোষ তৃণমূলের ফিরতে পারেন এই খবর চাউর হতেই উত্তর 24 পরগনায় তৃণমূলের নিচুস্তরের নেতা ও কর্মীরা ক্ষুব্ধ ৷ আজ উত্তর 24 পরগনা জেলা পরিষদ দফতরের বাইরে রতন ঘোষের বিরুদ্ধে পোস্টার পড়ে ৷ যেখানে লেখা হয়েছিল, মিরজাফরকে দলে ফেরানো চলবে না ৷