বারাসত, 17 জানুয়ারি : পঞ্চায়েত ভোটের পুনরাবৃত্তি পৌরভোটেও হতে পারে বলে আশঙ্কা BJP নেতা মুকুল রায়ের । আজ পুরোনো একটি রাজনৈতিক মামলায় বারাসত বিশেষ আদালতে হাজিরা দিতে আসেন তিনি । হাজিরা দেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মুকুল রায় বলেন, "পৌরভোটে কেন্দ্রীয় বাহিনী রাজ্য সরকার কিংবা হাইকোর্ট চাইলেই আসতে পারে । না হলে কেন্দ্রীয় বাহিনী আসতে পারে না ।"
মুকুল রায় আরও বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যা মামলায় BJP-র 2000 কর্মীকে এখনও জেলে পুরে রেখেছেন । ইতিমধ্যে 90 জন কর্মী খুন হয়েছেন । রাজ্যের আইন-শৃঙ্খলার কী অবস্থা, তা আর বলার অপেক্ষা রাখে না । "
এরপর মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে তিনি বলেন, " মমতা বন্দ্যোপাধ্যায় কোনওদিন কেন্দ্রীয় বাহিনী চাইবেন না । কারণ, তাঁর নিজস্ব বাহিনী রয়েছে । " এদিকে পৌরভোটে BJP-র সাফল্যের বিষয়ে মুকুল রায় বলেন, "মানুষ যদি অবাধে ভোট দিতে পারে, EVM-এর কাছে যদি পৌঁছাতে পারে এবং শান্তিপূর্ণ ভোট হলে BJP অভূতপূর্ব ফল করবে ।"
এদিকে নিজের উদাহরণ টেনে তিনি বলেন, "আমি 35 বছর ধরে রাজনীতি করছি । আমার বিরুদ্ধে একটি মামলাও ছিল না । অথচ, এই দু-বছরে আমার বিরুদ্ধে 41 টি মামলা করেছে রাজ্য সরকার । "
মানুষকে কীভাবে ভোটমুখী করবে BJP? এই প্রশ্নের উত্তরে মুকুল রায় বলেন, "মানুষই লড়াই করবে । পঞ্চায়েত ভোটেও মানুষ লড়াই করেছে । 100 জন মানুষ খুন হয়েছেন । তারপরও BJP লড়াই করে 8000 পঞ্চায়েত দখল করেছে । "
CAA নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনকে কটাক্ষ করে তিনি বলেন, "রাজ্যে সাংবিধানিক সংকট তৈরি হয়েছে । CAA পাশ হওয়ার আগে সংসদের দুই কক্ষে আলোচনা হয়েছে, ভোটাভুটি হয়েছে । তারপর রাষ্ট্রপতি স্বাক্ষর করেছেন । এরপরই তা আইনে রূপান্তরিত হয়েছে । সেই আইন না মানার এক্তিয়ার রাজ্য সরকারের নেই । ফলে, রাজ্যে সাংবিধানিক সঙ্কট দেখা দিয়েছে ।"
এ বিষয়ে কেন্দ্রীয় সরকার হস্তক্ষেপ করবে কি না সে বিষয়ে মুকুল রায় বলেন, "এটা দেখার জন্য কেন্দ্রীয় সরকারের সাংবিধানিক বিশেষজ্ঞরা রয়েছেন । তাঁরাই বিষয়টি দেখছেন । "
বিশ্বভারতীতে পড়ুয়াদের উপর হামলায় ইতিমধ্যে নাম জড়িয়েছে ABVP-র । সেই অভিযোগ উড়িয়ে পালটা তিনি এই ঘটনায় অতি বাম প্রতিক্রিয়াশীল শক্তির উপরেই দায় চাপিয়েছেন । এ প্রসঙ্গে মুকুল রায় বলেন, "শুধু পশ্চিমবঙ্গে নয়, গোটা ভারতেই অতি বাম প্রতিক্রিয়াশীল শক্তি সক্রিয় । এর বিরুদ্ধে সমস্ত মানুষকে এক হয়ে লড়াই করতে হবে । "