ETV Bharat / state

কেন্দ্রীয় বাহিনী না থাকলে পৌরনির্বাচনে অবাধ রিগিংয়ের আশঙ্কা মুকুলের - মুকুল রায়ের আশঙ্কা

মুকুল রায়ের মতে, পৌরনির্বাচনে মানুষই লড়াই করবে । পঞ্চায়েত ভোটেও মানুষ লড়াই করেছে । 100 জন BJP কর্মী খুন হয়েছেন । তারপরও BJP লড়াই করে 8000 পঞ্চায়েত দখল করেছে ।

মুকুল রায়
mukul roy
author img

By

Published : Jan 17, 2020, 7:04 PM IST

বারাসত, 17 জানুয়ারি : পঞ্চায়েত ভোটের পুনরাবৃত্তি পৌরভোটেও হতে পারে বলে আশঙ্কা BJP নেতা মুকুল রায়ের । আজ পুরোনো একটি রাজনৈতিক মামলায় বারাসত বিশেষ আদালতে হাজিরা দিতে আসেন তিনি । হাজিরা দেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মুকুল রায় বলেন, "পৌরভোটে কেন্দ্রীয় বাহিনী রাজ্য সরকার কিংবা হাইকোর্ট চাইলেই আসতে পারে । না হলে কেন্দ্রীয় বাহিনী আসতে পারে না ।"

মুকুল রায় আরও বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যা মামলায় BJP-র 2000 কর্মীকে এখনও জেলে পুরে রেখেছেন । ইতিমধ্যে 90 জন কর্মী খুন হয়েছেন । রাজ্যের আইন-শৃঙ্খলার কী অবস্থা, তা আর বলার অপেক্ষা রাখে না । "

মিথ্যা মামলায় BJP-র 2000 কর্মীকে এখনও জেলে পুরে রেখেছেন মমতা, অভিযোগ করলেন মুকুল

এরপর মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে তিনি বলেন, " মমতা বন্দ্যোপাধ্যায় কোনওদিন কেন্দ্রীয় বাহিনী চাইবেন না । কারণ, তাঁর নিজস্ব বাহিনী রয়েছে । " এদিকে পৌরভোটে BJP-র সাফল্যের বিষয়ে মুকুল রায় বলেন, "মানুষ যদি অবাধে ভোট দিতে পারে, EVM-এর কাছে যদি পৌঁছাতে পারে এবং শান্তিপূর্ণ ভোট হলে BJP অভূতপূর্ব ফল করবে ।"

এদিকে নিজের উদাহরণ টেনে তিনি বলেন, "আমি 35 বছর ধরে রাজনীতি করছি । আমার বিরুদ্ধে একটি মামলাও ছিল না । অথচ, এই দু-বছরে আমার বিরুদ্ধে 41 টি মামলা করেছে রাজ্য সরকার । "

মানুষকে কীভাবে ভোটমুখী করবে BJP? এই প্রশ্নের উত্তরে মুকুল রায় বলেন, "মানুষই লড়াই করবে । পঞ্চায়েত ভোটেও মানুষ লড়াই করেছে । 100 জন মানুষ খুন হয়েছেন । তারপরও BJP লড়াই করে 8000 পঞ্চায়েত দখল করেছে । "

CAA নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনকে কটাক্ষ করে তিনি বলেন, "রাজ্যে সাংবিধানিক সংকট তৈরি হয়েছে । CAA পাশ হওয়ার আগে সংসদের দুই কক্ষে আলোচনা হয়েছে, ভোটাভুটি হয়েছে । তারপর রাষ্ট্রপতি স্বাক্ষর করেছেন । এরপরই তা আইনে রূপান্তরিত হয়েছে । সেই আইন না মানার এক্তিয়ার রাজ্য সরকারের নেই । ফলে, রাজ্যে সাংবিধানিক সঙ্কট দেখা দিয়েছে ।"

এ বিষয়ে কেন্দ্রীয় সরকার হস্তক্ষেপ করবে কি না সে বিষয়ে মুকুল রায় বলেন, "এটা দেখার জন্য কেন্দ্রীয় সরকারের সাংবিধানিক বিশেষজ্ঞরা রয়েছেন । তাঁরাই বিষয়টি দেখছেন । "

বিশ্বভারতীতে পড়ুয়াদের উপর হামলায় ইতিমধ্যে নাম জড়িয়েছে ABVP-র । সেই অভিযোগ উড়িয়ে পালটা তিনি এই ঘটনায় অতি বাম প্রতিক্রিয়াশীল শক্তির উপরেই দায় চাপিয়েছেন । এ প্রসঙ্গে মুকুল রায় বলেন, "শুধু পশ্চিমবঙ্গে নয়, গোটা ভারতেই অতি বাম প্রতিক্রিয়াশীল শক্তি সক্রিয় । এর বিরুদ্ধে সমস্ত মানুষকে এক হয়ে লড়াই করতে হবে । "

বারাসত, 17 জানুয়ারি : পঞ্চায়েত ভোটের পুনরাবৃত্তি পৌরভোটেও হতে পারে বলে আশঙ্কা BJP নেতা মুকুল রায়ের । আজ পুরোনো একটি রাজনৈতিক মামলায় বারাসত বিশেষ আদালতে হাজিরা দিতে আসেন তিনি । হাজিরা দেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মুকুল রায় বলেন, "পৌরভোটে কেন্দ্রীয় বাহিনী রাজ্য সরকার কিংবা হাইকোর্ট চাইলেই আসতে পারে । না হলে কেন্দ্রীয় বাহিনী আসতে পারে না ।"

মুকুল রায় আরও বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যা মামলায় BJP-র 2000 কর্মীকে এখনও জেলে পুরে রেখেছেন । ইতিমধ্যে 90 জন কর্মী খুন হয়েছেন । রাজ্যের আইন-শৃঙ্খলার কী অবস্থা, তা আর বলার অপেক্ষা রাখে না । "

মিথ্যা মামলায় BJP-র 2000 কর্মীকে এখনও জেলে পুরে রেখেছেন মমতা, অভিযোগ করলেন মুকুল

এরপর মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে তিনি বলেন, " মমতা বন্দ্যোপাধ্যায় কোনওদিন কেন্দ্রীয় বাহিনী চাইবেন না । কারণ, তাঁর নিজস্ব বাহিনী রয়েছে । " এদিকে পৌরভোটে BJP-র সাফল্যের বিষয়ে মুকুল রায় বলেন, "মানুষ যদি অবাধে ভোট দিতে পারে, EVM-এর কাছে যদি পৌঁছাতে পারে এবং শান্তিপূর্ণ ভোট হলে BJP অভূতপূর্ব ফল করবে ।"

এদিকে নিজের উদাহরণ টেনে তিনি বলেন, "আমি 35 বছর ধরে রাজনীতি করছি । আমার বিরুদ্ধে একটি মামলাও ছিল না । অথচ, এই দু-বছরে আমার বিরুদ্ধে 41 টি মামলা করেছে রাজ্য সরকার । "

মানুষকে কীভাবে ভোটমুখী করবে BJP? এই প্রশ্নের উত্তরে মুকুল রায় বলেন, "মানুষই লড়াই করবে । পঞ্চায়েত ভোটেও মানুষ লড়াই করেছে । 100 জন মানুষ খুন হয়েছেন । তারপরও BJP লড়াই করে 8000 পঞ্চায়েত দখল করেছে । "

CAA নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনকে কটাক্ষ করে তিনি বলেন, "রাজ্যে সাংবিধানিক সংকট তৈরি হয়েছে । CAA পাশ হওয়ার আগে সংসদের দুই কক্ষে আলোচনা হয়েছে, ভোটাভুটি হয়েছে । তারপর রাষ্ট্রপতি স্বাক্ষর করেছেন । এরপরই তা আইনে রূপান্তরিত হয়েছে । সেই আইন না মানার এক্তিয়ার রাজ্য সরকারের নেই । ফলে, রাজ্যে সাংবিধানিক সঙ্কট দেখা দিয়েছে ।"

এ বিষয়ে কেন্দ্রীয় সরকার হস্তক্ষেপ করবে কি না সে বিষয়ে মুকুল রায় বলেন, "এটা দেখার জন্য কেন্দ্রীয় সরকারের সাংবিধানিক বিশেষজ্ঞরা রয়েছেন । তাঁরাই বিষয়টি দেখছেন । "

বিশ্বভারতীতে পড়ুয়াদের উপর হামলায় ইতিমধ্যে নাম জড়িয়েছে ABVP-র । সেই অভিযোগ উড়িয়ে পালটা তিনি এই ঘটনায় অতি বাম প্রতিক্রিয়াশীল শক্তির উপরেই দায় চাপিয়েছেন । এ প্রসঙ্গে মুকুল রায় বলেন, "শুধু পশ্চিমবঙ্গে নয়, গোটা ভারতেই অতি বাম প্রতিক্রিয়াশীল শক্তি সক্রিয় । এর বিরুদ্ধে সমস্ত মানুষকে এক হয়ে লড়াই করতে হবে । "

Intro:পঞ্চায়েত ভোটের পুনরাবৃত্তি পুরভোটেও হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করলেন বিজেপি নেতা মুকুল রায়।আজ পুরোনো একটি রাজনৈতিক মামলায় বারাসত বিশেষ আদালতে হাজিরা দিতে আসেন তিনি। সেখান থেকে বেরোনোর পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মুকুল রায় বলেন,' পুরভোটে কেন্দ্রীয় বাহিনী রাজ্য সরকার কিংবা হাইকোর্ট চাইলেই আসতে পারে।না হলে কেন্দ্রীয় বাহিনী আসতে পারেনা'। Body:বারাসতঃপঞ্চায়েত ভোটের পুনরাবৃত্তি পুর ভোটেও হতে পারে বলে আশংকা প্রকাশ করলেন বিজেপি নেতা মুকুল রায়।আজ পুরনো একটি রাজনৈতিক মামলায় বারাসত বিশেষ আদালতে হাজিরা দিতে আসেন তিনি।সেখান থেকে বেরনোর পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মুকুল রায় বলেন,' পুরভোটে রাজ্য সরকার কিংবা হাইকোর্ট চাইলেই একমাত্র কেন্দ্র বাহিনী আসতে পারে।না হলে আসতে পারেনা'।এরপরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে তিনি বলেন,'মমতা বন্দ্যোপাধ্যায় কোনদিনও কেন্দ্রীয় বাহিনী চাইবেন না।কারন,ওনার নিজস্ব বাহিনী রয়েছে'।পুরভোটে বিজেপি সাফল্যের বিষয়ে মুকুল রায় বলেন,' মানুষ যদি অবাধে ভোট দিতে পারে,ভোট বাস্কের কাছে যদি পৌঁছাতে পারে, শান্তিপূর্ণ ভোট হলে বিজেপি অভূতপূর্ব ফল করবে'। বিজেপি কি পুরভোট একসঙ্গে করানোর দাবি জানাবে?এই প্রশ্নের উত্তরে তিনি বলেন,'এটা রাজ্য সরকারের অধীনে নির্বাচন।প্রতিবার পুরভোট একসাথেই হয়।দু-একদিনের ব্যবধানে।রাজ্য সরকারই এবিষয়ে ঠিক করবে'।পুরভোটে কেন্দ্রীয় বাহিনী না আসলে পঞ্চায়েত ভোটের পুনরাবৃত্তি হতে পারে কিনা,সে বিষয়ে প্রশ্ন করা হলে মুকুল রায় বলেন,'আমার তো সেটাই মনে হয়।তা না হলে মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যা মামলায় প্রতিটি জেলে বিজেপির 2000 কর্মীকে এখনও জেলে পুরে রেখেছেন। ইতিমধ্যে 90 জন কর্মী খুন হয়েছেন।রাজ্যের আইন-শৃঙ্খলা কি অবস্থা,তা আর বলার অপেক্ষা রাখে না'।নিজের উদাহরণ টেনে তিনি বলেন,' আমি 35 বছর ধরে রাজনীতি করছি।আমার বিরুদ্ধে একটি মামলাও ছিলনা।অথচ,এই দু-বছরে আমার বিরুদ্ধে 41 টি মামলা করেছে রাজ্য সরকার'।তা হলে মানুষকে কিভাবে ভোট মুখী করবেন আপনারা?এই প্রশ্নের উত্তরে মুকুল রায় বলেন,'মানুষই লড়াই করবে।পঞ্চায়েত ভোটেও মানুষ লড়াই করেছে।100 মানুষ খুন হয়েছেন।তারপরও বিজেপি লড়াই করে 8000 পঞ্চায়েত দখল করেছে'।CAA নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনকে কটাক্ষ করে তিনি বলেন,' রাজ্যে সাংবিধানিক সংকট তৈরি হয়েছে।CAA পাস হওয়ার আগে সংসদের দুই কক্ষে আলোচনা হয়েছে।তারপর রাষ্ট্রপতি স্বাক্ষর করেছেন।এরপরই তা আইনে রূপান্তরিত হয়েছে।সেই আইন না মানার এক্তিয়ার রাজ্য সরকারের নেই।ফলে,রাজ্যে সাংবিধানিক সঙ্কট দেখা দিয়েছে।এ বিষয়ে কেন্দ্রীয় সরকার হস্তক্ষেপ করবে কিনা সে বিষয়ে মুকুল রায় বলেন,' এটা দেখার জন্য কেন্দ্রীয় সরকারের সাংবিধানিক বিশেষজ্ঞরা রয়েছেন।তারাই বিষয়টি দেখছেন'। বিশ্বভারতীতে পড়ুয়াদের ওপর হামলায় ইতিমধ্যে নাম জড়িয়েছে বিজেপির ছাত্র সংগঠন ABVP-র। সেই অভিযোগ উড়িয়ে পাল্টা তিনি এই ঘটনায় অতি বাম প্রতিক্রিয়াশীল শক্তির ওপরেই দায় চাপিয়েছেন।এ প্রসঙ্গে মুকুল রায় বলেন,' শুধু পশ্চিমবঙ্গে নয়,গোটা ভারতবর্ষেই অতি বাম প্রতিক্রিয়াশীল শক্তি সক্রিয়।এর বিরুদ্ধে সমস্ত মানুষকে এক হয়ে লড়াই করতে হবে'।Conclusion:অতি বাম প্রতিক্রিয়াশীল শক্তির বিরুদ্ধে সমস্ত মানুষকে এক হয়ে লড়াই করার ডাক দিয়েছেন বিজেপি নেতা মুকুল রায়।
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.