বারাসত, 7 এপ্রিল : ফরওয়ার্ড ব্লকের সর্বভারতীয় সাধারণ সম্পাদক দেবব্রত বিশ্বাসের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠল। তাঁর গাড়ির সামনে কাচে এখনও জ্বলজ্বল করছে লাল কালিতে লেখা MP। তিনি রাজ্যসভার প্রাক্তন সাংসদ ছিলেন। তাও তাঁর গাড়ির কাচে MP লেখা থাকায় সমালোচনা করেছে শাসক তৃণমূল ও BJP।
গতকাল দেবব্রতবাবু MP লেখা গাড়িতে করে উত্তর 24 পরগনা জেলার বারাসত চাঁপাডালির কাছে ফরওয়ার্ড ব্লকের জেলা কার্যালয়ের অফিসে যান। তাঁর ব্যবহৃত গাড়িতে কোথাও প্রাক্তন লেখা না থাকায় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেছে বিরোধী দলগুলি।
বারাসত পৌরসভার তৃণমূল উপ পৌরপ্রধান অশনি মুখোপাধ্যায় বলেন, "CPI(M) শুধু আমাদের আইনকানুন নিয়ে জ্ঞান দেয়। নিজেরা যে আইন সংবিধানের তোয়াক্কা করে না তা এই ঘটনাতেই স্পষ্ট। প্রশাসনকে বলব বিষয়টি খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে। লোকসভা ভোটের আগে দেশজুড়ে নির্বাচনী আচরণবিধি লাঘু হয়েছে। তারপরও কী ভাবে একজন প্রাক্তন সাংসদ MP স্টিকার লাগানো গাড়িতে করে জেলা অফিসে এসে দলীয় নেতাদের সঙ্গে মিটিং করছেন, সেটাই তো সবচেয়ে বড় আশ্চর্যের। এটা সম্পূর্ণ নির্বাচনী আচরণবিধি ভাঙার সামিল।"
BJP-র বারাসত সাংগঠনিক জেলার সভাপতি প্রদীপ ব্যানার্জিও বিষয়টি নিয়ে আক্রমণ করেছেন। তিনি বলেন, "আমরা বিষয়টি অবশ্যই জেলা নির্বাচনী আধিকারিকের নজরে আনব। এই ঘটনায় আইন ভাঙার পাশাপাশি নির্বাচনী আচরণবিধিও লঙ্ঘিত হয়েছে।"
ফরওয়ার্ড ব্লকের সর্বভারতীয় সাধারণ সম্পাদক দেবব্রত বিশ্বাস এর মধ্যে অবশ্য দোষের কিছু দেখছেন না। এই বিষয়ে তিনি বলেন, "প্রাক্তন সাংসদ হিসাবে আমি এধরনের গাড়ি ব্যবহার করতেই পারি। এর মধ্যে আদর্শ আচরণবিধির কোনও ব্যাপার নেই। প্রাক্তন সাংসদ হিসাবে আমরা গাড়ি পার্কিংয়ের জন্য এধরনের গাড়ি ব্যবহার করে থাকি। আমার গাড়ির সামনে প্রাক্তন MP শব্দটি সবসময় লেখা থাকে। এর সঙ্গে নির্বাচনের কোনও সম্পর্ক নেই।"