গাইঘাটা, 16 জানুয়ারি : তিনি পণ করেছিলেন নাগরিকত্ব আইন চালু না হওয়া পর্যন্ত দলের কোনও কর্মসূচিতে থাকবেন না। গত চার মাসে দলীয় কাজে তাঁকে দেখাও যায়নি। শুক্রবার পণ ভাঙলেন সাংসদ শান্তনু ঠাকুর। কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শেখওয়াতের পাশে দলের 'আর নয় অন্যায়' কর্মসূচিতে তাঁকে দেখা গেল।
শান্তনুর মান ভাঙাতে দলের কেন্দ্রীয় নেতারা আসরে নামেন। বিজেপির বারাসত সাংগঠনিক জেলা ভেঙে বনগাঁ নতুন সাংগঠনিক জেলা তৈরি করা হয়েছে। শান্তনুর অনুগামী মনস্পতি দেবকে সেই জেলার দলীয় সভাপতি করা হয়েছে। আগামী 30 জানুয়ারি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঠাকুরনগরে আসবেন। সেদিন মতুয়াদের নাগরিকত্ব নিয়ে তিনি বার্তা দেবেন বলে মনে করা হচ্ছে। সেদিন থেকে শান্তনু আবার দলীয় কর্মসূচিতে যোগ দেবেন বলে তাঁর অনুগামীরা জানিয়েছিলেন। তারই মধ্যে পণ ভেঙে শুক্রবার দলীয় কর্মসূচিতে শান্তনুকে দেখা গেল। কেন্দ্রীয় জলসম্পদ উন্নয়নমন্ত্রী গজেন্দ্র সিং শেখওয়াতের সঙ্গে গৃহসম্পর্ক অভিযানে সামিল হলেন। গজেন্দ্রর সঙ্গে ঘুরলেন পাড়ায় পাড়ায়।
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অবশ্য তিনি বলেছেন, "আমি এতদিন সময় পাচ্ছিলাম না বলে দলের কাজে থাকতে পারিনি। আজ কেন্দ্রীয় মন্ত্রী এসেছেন। আমি ফাঁকা ছিলাম। তাই মন্ত্রীর সঙ্গে থাকতেও পেরেছি।" তাঁর আগের ঘোষণা স্মরণ করিয়ে দিতেই শান্তনু বলেন, "নাগরিকত্ব আইন চালু না হলে দলের কাজে থাকব না বলেছিলাম ঠিকই। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ 30 জানুয়ারি আমাদের দাবি পূরণ করবেন বলে আশা করছি। তাই, আমরা তাঁর জন্য অপেক্ষা করছি।"