বারাসত, 28 মে : দলবদলের জন্য চার পৌরসভা কার্যত হাতছাড়া তৃণমূলের । তৃণমূলের পতাকা ছেড়ে গেরুয়া দলে যোগ দিল কাঁচরাপাড়া, হালিশহর, নৈহাটি ও ভাটপাড়া পৌরসভাগুলো । আজ বিকেলে ভাটপাড়া বাদে দিল্লিতে BJP-র সদর দপ্তরে দলবদলের কর্মসূচিতে বাকি তিন পৌরসভার কাউন্সিলররা BJP-তে যোগ দেন ।
কাঁচরাপাড়া পৌরসভার 24 জন কাউন্সিলরের মধ্যে 19 জন ও হালিশহর পৌরসভার 23 জন কাউন্সিলরের মধ্যে 17 জন যোগ দিয়েছেন BJP-তে । তৃণমূলের দুর্ভেদ্য ঘাঁটি বলে পরিচিত নৈহাটি পৌরসভা থেকেও 31 জন কাউন্সিলরের মধ্যে 22 জন নাম লেখান গেরুয়া শিবিরে । ভাটপাড়ার 35 জন কাউন্সিলরের মধ্যে 12 জন অর্জুন সিংকে সমর্থন করেছিলেন । আজ আটজন কাউন্সিলর যোগ দেন BJP-তে । তবে তাঁরা দিল্লি যাননি, অর্জুন সিংয়ের অফিসে গিয়ে BJP-তে যোগ দেন ।
কাঁচরাপাড়া, হালিশহর ও নৈহাটি পৌরসভায় অনাস্থা ডেকে পৌরবোর্ডের দখল নেওয়া এখন শুধু সময়ের অপেক্ষা । ভাটপাড়া পৌরসভায় একমাস আগেই হয়ে গেছে অনাস্থা ভোট । তাই সাংবিধানিক নিয়ম অনুযায়ী ছ'মাসের আগে অনাস্থা আনা যাবে না । আর তাই সংখ্যাগরিষ্ঠ হলেও আপাতত বোর্ড দখল করতে পারবে না BJP । BJP সূত্রে খবর, এই চার পৌরসভা ছাড়াও ব্যারাকপুর, উত্তর ব্যারাকপুর, গারুলিয়া ও টিটাগড় পৌরসভারও কয়েকজন কাউন্সিলর দলবদলের জন্য পা বাড়িয়েই রয়েছেন ।
তৃণমূল ছেড়ে BJP-তে নাম লেখানোর হিড়িক ও পৌরসভা হাতছাড়া হওয়া প্রসঙ্গে মন্ত্রী তাপস রায় বলেন, "আমরা অতীতেও CPI(M)-র বিরুদ্ধে সংগ্রাম করেছি । এমন দিন আগেও এসেছে । আমরা সংগ্রাম করে আবার ফিরব ।"