ETV Bharat / state

ব্যাঙ্ক থেকে উধাও লক্ষাধিক টাকা, সাইবার প্রতারণার শিকার প্রাক্তন BSF কর্মী - Barasat

সম্প্রতি তিনি ব্যাঙ্কে গেলে জানতে পারেন, অ্যাকাউন্টে মাত্র 51 টাকা পড়ে রয়েছে । অথচ গত মাসের শেষের দিকে পেনশনের টাকা জমা পড়েছিল তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টে । অ্যাকাউন্টে সব মিলিয়ে লক্ষাধিক টাকা ছিল ।

Aa
author img

By

Published : Oct 2, 2020, 2:10 PM IST

বারাসত, 2. অক্টোবর: সাইবার প্রতারণার শিকার হলের BSF-এর এক প্রাক্তন কর্মী । রামকৃষ্ণ চট্টোপাধ্যায় নামে ওই কর্মীর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে লক্ষাধিক টাকা গায়েব হয়ে গিয়েছে বলে অভিযোগ । বিষয়টি ব্যাঙ্ক কর্তৃপক্ষকে জানানো হয়েছে । কিন্তু তারা কোনওরকম সহযোগিতা করেনি বলে অভিযোগ রামকৃষ্ণবাবুর । শেষে পুলিশের দ্বারস্থ হন তিনি । লিখিত অভিযোগ দায়ের হয় পুলিশের সাইবার সেলে ।

রামকৃষ্ণ চট্টোপাধ্যায়ের বাড়ি বারাসত শহর এলাকায় । সম্প্রতি তিনি ব্যাঙ্কে গেলে জানতে পারেন, তাঁর অ্যাকাউন্টে মাত্র 51 টাকা পড়ে রয়েছে । অথচ গত মাসের শেষের দিকে পেনশনের টাকা জমা পড়েছিল তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টে । অ্যাকাউন্টে সব মিলিয়ে লক্ষাধিক টাকা ছিল । কীভাবে তিনি প্রতারণার শিকার হলেন তা বুঝে উঠতে পারছেন না । কারণ কেউ ফোন করে তাঁর কাছ থেকে ব্যাঙ্কের পাসবইয়ের ডিটেলস কিংবা ATM-এর OTP জানতে চায়নি । টাকা গায়েব হওয়ার পরও মোবাইলে কোনও SMS আসেনি ।

এই বিষয়ে তিনি বলেন, "সম্প্রতি ছেলে ব্যাঙ্কে গিয়ে আমার অ্যাকাউন্টে টাকা জমা করেছিল । তারপর টাকা তোলার জন্য ব্যাঙ্কে গিয়ে পাসবই আপডেট করতে গিয়েই চক্ষু চড়কগাছ । লক্ষ্য করি মাত্র 51 টাকা পড়ে রয়েছে আমার অ্যাকাউন্টে । অথচ আমার অ্যাকাউন্টে সবমিলিয়ে 1 লাখ 6 হাজার টাকা ছিল । ব্যাঙ্কের পাসবইয়ের স্টেটমেন্ট থেকে জানতে পারি যত টাকা তোলা হয়েছে তা সবই বিহার থেকে ।"

বারাসত থানার সাইবার সেলে অভিযোগ দায়ের করেছেন রামকৃষ্ণবাবু । প্রতারণার অভিযোগ দায়ের হলেও এখনও ঘটনার কিনারা করতে পারেনি পুলিশ । চিহ্নিত করা সম্ভব হয়নি অপরাধীদেরও । এই বিষয়ে বারাসত থানার পুলিশ জানিয়েছে, "ঘটনার কিনারা করার চেষ্টা চলছে । আশা করা যায় দ্রুত কিনারা করা সম্ভব হবে ।"

বারাসত, 2. অক্টোবর: সাইবার প্রতারণার শিকার হলের BSF-এর এক প্রাক্তন কর্মী । রামকৃষ্ণ চট্টোপাধ্যায় নামে ওই কর্মীর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে লক্ষাধিক টাকা গায়েব হয়ে গিয়েছে বলে অভিযোগ । বিষয়টি ব্যাঙ্ক কর্তৃপক্ষকে জানানো হয়েছে । কিন্তু তারা কোনওরকম সহযোগিতা করেনি বলে অভিযোগ রামকৃষ্ণবাবুর । শেষে পুলিশের দ্বারস্থ হন তিনি । লিখিত অভিযোগ দায়ের হয় পুলিশের সাইবার সেলে ।

রামকৃষ্ণ চট্টোপাধ্যায়ের বাড়ি বারাসত শহর এলাকায় । সম্প্রতি তিনি ব্যাঙ্কে গেলে জানতে পারেন, তাঁর অ্যাকাউন্টে মাত্র 51 টাকা পড়ে রয়েছে । অথচ গত মাসের শেষের দিকে পেনশনের টাকা জমা পড়েছিল তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টে । অ্যাকাউন্টে সব মিলিয়ে লক্ষাধিক টাকা ছিল । কীভাবে তিনি প্রতারণার শিকার হলেন তা বুঝে উঠতে পারছেন না । কারণ কেউ ফোন করে তাঁর কাছ থেকে ব্যাঙ্কের পাসবইয়ের ডিটেলস কিংবা ATM-এর OTP জানতে চায়নি । টাকা গায়েব হওয়ার পরও মোবাইলে কোনও SMS আসেনি ।

এই বিষয়ে তিনি বলেন, "সম্প্রতি ছেলে ব্যাঙ্কে গিয়ে আমার অ্যাকাউন্টে টাকা জমা করেছিল । তারপর টাকা তোলার জন্য ব্যাঙ্কে গিয়ে পাসবই আপডেট করতে গিয়েই চক্ষু চড়কগাছ । লক্ষ্য করি মাত্র 51 টাকা পড়ে রয়েছে আমার অ্যাকাউন্টে । অথচ আমার অ্যাকাউন্টে সবমিলিয়ে 1 লাখ 6 হাজার টাকা ছিল । ব্যাঙ্কের পাসবইয়ের স্টেটমেন্ট থেকে জানতে পারি যত টাকা তোলা হয়েছে তা সবই বিহার থেকে ।"

বারাসত থানার সাইবার সেলে অভিযোগ দায়ের করেছেন রামকৃষ্ণবাবু । প্রতারণার অভিযোগ দায়ের হলেও এখনও ঘটনার কিনারা করতে পারেনি পুলিশ । চিহ্নিত করা সম্ভব হয়নি অপরাধীদেরও । এই বিষয়ে বারাসত থানার পুলিশ জানিয়েছে, "ঘটনার কিনারা করার চেষ্টা চলছে । আশা করা যায় দ্রুত কিনারা করা সম্ভব হবে ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.