নোয়াপাড়া, 16 জুন : BJP-তে যোগ দিতে পারেন নোয়াপাড়ার তৃণমূল বিধায়ক সুনীল সিং । সূত্রের খবর, আজ দিল্লি গেছেন নোয়াপাড়ার বিধায়ক । তাঁর সঙ্গে গেছেন গারুলিয়া পৌরসভার 12 জন কাউন্সিলর ।
এর আগেও একাধিকবার সুনীলের BJP যোগের সম্ভাবনা তৈরি হয়েছিল । যদিও খোদ সুনীল জানিয়েছিলেন, তিনি দল ছাড়ছেন না । প্রসঙ্গত, অর্জুন সিং BJP-তে যোগদানের পরই একাধিক নেতা, কর্মীকে গেরুয়া পতাকা ধরিয়েছেন । অর্জুনের ছেলে পবন সিংও ভাটপাড়ার বিধায়ক । সূত্রের খবর, এবার BJP-তে যোগ দিতে চলেছেন অর্জুনের আত্মীয় সুনীল ।
14 জুন কাঁচরাপাড়ায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় উপস্থিত ছিলেন সুনীল সিং । সূত্রের খবর, দলনেত্রীর কাছে তিনি ধমকও খেয়েছিলেন । অন্যদিকে, যারা চলে যেতে চান, তাঁদের জন্য সাতদিন সময়সীমা বেঁধে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় । এরপরই আজ সুনীল সিং-এর দলবদলের জল্পনা বেড়েছে । অন্যদিকে, ভাটপাড়া পৌরসভার উপ পৌরপ্রধান সোমনাথ তালুকদার সহ উত্তর 24 পরগনার জেলা পরিষদের বেশ কয়েকজন সদস্যের BJP-তে যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে ।