ETV Bharat / state

Chiranjeet Mocks Mithun: মিঠুন গুলের রাজা, মানসিক রোগী ! কটাক্ষ চিরঞ্জিত-কাকলির - চিরঞ্জিত চক্রবর্তী

তাঁর সঙ্গে শাসকদলের বিধায়করা যোগাযোগ রাখছেন ৷ এই দাবি করার জন্য মিঠুন চক্রবর্তীকে (Mithun Chakraborty) গুলের রাজা বলে কটাক্ষ করলেন চিরঞ্জিত চক্রবর্তী (Chiranjeet Chakraborty)৷ মিঠুনকে মানসিক রোগী বলেছেন কাকলি ঘোষ দস্তিদার (Kakoli Ghosh Dastidar)৷

Mithun Chakraborty is king of liars, says Chiranjeet Chakraborty
মিঠুন গুলের রাজা, মানসিক রোগী ! কটাক্ষ চিরঞ্জিত-কাকলির
author img

By

Published : Sep 25, 2022, 7:12 PM IST

বারাসত, 25 সেপ্টেম্বর: বিজেপির তারকা নেতা মিঠুন চক্রবর্তীকে 'গুল দেওয়ার রাজা' বলে তীব্র কটাক্ষ করলেন তৃণমূলের অভিনেতা-বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী (Chiranjeet Chakraborty)। শনিবার বিজেপির রাজ্য দফতরে সাংবাদিক সম্মেলন করে মিঠুন দাবি করেছিলেন, "আমার সঙ্গে শাসকদলের 21 জন বিধায়কের সরাসরি যোগাযোগ রয়েছে । আগেও বলেছি । আবারও বলছি । শুধু অপেক্ষা করুন ।" সেই দাবি প্রসঙ্গে রবিবার চিরঞ্জিত (Chiranjeet Mocks Mithun) বললেন, "ও গুল দেওয়ার রাজা ৷ " মিঠুনের এই মন্তব্যের জন্য তাঁকে বিঁধতে ছাড়েননি তৃণমূলের অপর নেত্রী তথা সাংসদ কাকলি ঘোষ দস্তিদার ৷ তিনি আবার বাংলার 'মহাগুরু'কে মানসিক রোগী বলে কটাক্ষ করেছেন ৷

রবিবার বারাসতে এক কর্মসূচিতে যোগ দেন তৃণমূলের তারক বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী । কর্মসূচি শেষে মিঠুন চক্রবর্তীর (Mithun Chakraborty) দাবি নিয়ে তাঁকে প্রশ্ন করা হলে তাতে গুরুত্ব দেননি তিনি । উলটে মিঠুনকে 'গুলের রাজা'-বলে কটাক্ষ করেন চিরঞ্জিত । তাঁর কথায়,"মিঠুন কেন ঘনঘন বাংলায় আসছেন তা বুঝতে পারছি না । পশ্চিমবঙ্গ তৃণমূলের শক্ত ঘাঁটি । এখানে মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন । তাই মিঠুনের আসাতে বিশেষ কোনও লাভ হবে না বিজেপির ৷" তৃণমূল বিধায়ক আরও বলেন, "মিঠুনকে ফোন করে দেখব, ও যদি আমাকে নামগুলো দিয়ে দেয় । তাহলেই বুঝতে পারব কী হচ্ছে ৷"

পুজো উদ্বোধনে বালুরঘাটে এসে মিঠুন চক্রবর্তী সার্কিট বেঞ্চে উঠতে না পারায় তুঙ্গে উঠেছে রাজনীতি । এই ইস্যুতে শাসকদলকে আক্রমণ করেছে গেরুয়া শিবির । এ বিষয়ে তৃণমূল বিধায়ককে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, "এরকমটা হতেই পারে । আমরাও অনেক সময় সার্কিট বেঞ্চ চেয়েও পাইনি । এটা এমন কোনও বড় ব‍্যাপার নয় । কোথায়ও টেকনিক্যাল সমস্যার কারণে এমনটা হয়ে থাকতে পারে । বিজেপি যখন নেতাজির মূর্তি উন্মোচন করে, তখন তো ডাকা হয় না মমতা বন্দ্যোপাধ্যায়কে ! অযথা বিতর্ক তৈরি করার চেষ্টা করছেন বিজেপি নেতারা ৷"

আরও পড়ুন: দেবীপক্ষের সূচনায় মঙ্গল কামনায় দুর্গার কাছে প্রার্থনা মিঠুন চক্রবর্তীর

এ দিকে, চিরঞ্জিতের মতোই মিঠুনের দাবিকে উড়িয়ে দিয়েছেন তৃণমূল সাংসদ তথা দলের জাতীয় মুখপাত্র কাকলি ঘোষ দস্তিদার । তিনি বলেন, "পারিবারিক প্যাঁচে পড়ে উনি বিজেপির পতাকা নিয়ে ঘুরে বেড়াচ্ছেন । আমার মনে হয় ওনার মানসিক সমস্যা রয়েছে । তাই চিকিৎসা করার প্রয়োজন রয়েছে মিঠুন চক্রবর্তীর ৷"

বারাসত, 25 সেপ্টেম্বর: বিজেপির তারকা নেতা মিঠুন চক্রবর্তীকে 'গুল দেওয়ার রাজা' বলে তীব্র কটাক্ষ করলেন তৃণমূলের অভিনেতা-বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী (Chiranjeet Chakraborty)। শনিবার বিজেপির রাজ্য দফতরে সাংবাদিক সম্মেলন করে মিঠুন দাবি করেছিলেন, "আমার সঙ্গে শাসকদলের 21 জন বিধায়কের সরাসরি যোগাযোগ রয়েছে । আগেও বলেছি । আবারও বলছি । শুধু অপেক্ষা করুন ।" সেই দাবি প্রসঙ্গে রবিবার চিরঞ্জিত (Chiranjeet Mocks Mithun) বললেন, "ও গুল দেওয়ার রাজা ৷ " মিঠুনের এই মন্তব্যের জন্য তাঁকে বিঁধতে ছাড়েননি তৃণমূলের অপর নেত্রী তথা সাংসদ কাকলি ঘোষ দস্তিদার ৷ তিনি আবার বাংলার 'মহাগুরু'কে মানসিক রোগী বলে কটাক্ষ করেছেন ৷

রবিবার বারাসতে এক কর্মসূচিতে যোগ দেন তৃণমূলের তারক বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী । কর্মসূচি শেষে মিঠুন চক্রবর্তীর (Mithun Chakraborty) দাবি নিয়ে তাঁকে প্রশ্ন করা হলে তাতে গুরুত্ব দেননি তিনি । উলটে মিঠুনকে 'গুলের রাজা'-বলে কটাক্ষ করেন চিরঞ্জিত । তাঁর কথায়,"মিঠুন কেন ঘনঘন বাংলায় আসছেন তা বুঝতে পারছি না । পশ্চিমবঙ্গ তৃণমূলের শক্ত ঘাঁটি । এখানে মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন । তাই মিঠুনের আসাতে বিশেষ কোনও লাভ হবে না বিজেপির ৷" তৃণমূল বিধায়ক আরও বলেন, "মিঠুনকে ফোন করে দেখব, ও যদি আমাকে নামগুলো দিয়ে দেয় । তাহলেই বুঝতে পারব কী হচ্ছে ৷"

পুজো উদ্বোধনে বালুরঘাটে এসে মিঠুন চক্রবর্তী সার্কিট বেঞ্চে উঠতে না পারায় তুঙ্গে উঠেছে রাজনীতি । এই ইস্যুতে শাসকদলকে আক্রমণ করেছে গেরুয়া শিবির । এ বিষয়ে তৃণমূল বিধায়ককে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, "এরকমটা হতেই পারে । আমরাও অনেক সময় সার্কিট বেঞ্চ চেয়েও পাইনি । এটা এমন কোনও বড় ব‍্যাপার নয় । কোথায়ও টেকনিক্যাল সমস্যার কারণে এমনটা হয়ে থাকতে পারে । বিজেপি যখন নেতাজির মূর্তি উন্মোচন করে, তখন তো ডাকা হয় না মমতা বন্দ্যোপাধ্যায়কে ! অযথা বিতর্ক তৈরি করার চেষ্টা করছেন বিজেপি নেতারা ৷"

আরও পড়ুন: দেবীপক্ষের সূচনায় মঙ্গল কামনায় দুর্গার কাছে প্রার্থনা মিঠুন চক্রবর্তীর

এ দিকে, চিরঞ্জিতের মতোই মিঠুনের দাবিকে উড়িয়ে দিয়েছেন তৃণমূল সাংসদ তথা দলের জাতীয় মুখপাত্র কাকলি ঘোষ দস্তিদার । তিনি বলেন, "পারিবারিক প্যাঁচে পড়ে উনি বিজেপির পতাকা নিয়ে ঘুরে বেড়াচ্ছেন । আমার মনে হয় ওনার মানসিক সমস্যা রয়েছে । তাই চিকিৎসা করার প্রয়োজন রয়েছে মিঠুন চক্রবর্তীর ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.