ETV Bharat / state

একমাস পর দিল্লি থেকে উদ্ধার দেগঙ্গার কিশোরী

ওই কিশোরীর বাড়ি দেগঙ্গার আমুলিয়া পঞ্চায়েত এলাকায় । সে দেগঙ্গার একটি স্কুলের একাদশ শ্রেণির ছাত্রী । 9 সেপ্টেম্বর বাড়ির কাছ থেকে নিখোঁজ হয়ে যায় সে ।

north 24 parganas news
north 24 parganas news
author img

By

Published : Oct 9, 2020, 6:25 PM IST

দেগঙ্গা, 9 অক্টোবর : একমাস পর দেগঙ্গার নিখোঁজ কিশোরীকে দিল্লি থেকে উদ্ধার করল পুলিশ । তবে পুলিশ আসার আগেই গা ঢাকা দেয় সিরাজুল মণ্ডল । ওই কিশোরীকে সল্টলেকের একটি হোমে পাঠানো হয়েছে ।

ওই কিশোরীর বাড়ি দেগঙ্গার আমুলিয়া পঞ্চায়েত এলাকায় । সে দেগঙ্গার একটি স্কুলের একাদশ শ্রেণির ছাত্রী । 9 সেপ্টেম্বর বাড়ির কাছ থেকে নিখোঁজ হয়ে যায় সে । এরপর বিভিন্ন জায়গায় তার খোঁজ করা হয় । কিন্তু কোথাও খোঁঝ না পেয়ে দেগঙ্গা থানায় নিখোঁজ ডায়েরি করেন পরিবারের সদস্যরা । বিভিন্ন জায়গায় তল্লাশি চালায় পুলিশও ।

এরই মাঝে সম্প্রতি কিশোরীর এক আত্মীয় পরিচিত একজনের কাছ থেকে জানতে পারেন, দিল্লিতে সিরাজুল মণ্ডল নামে এক যুবকের সঙ্গে রয়েছে সে । সঙ্গে সঙ্গে বিষয়টি জানানো হয় দেগঙ্গা থানায় । এরপর দেগঙ্গা থানার পুলিশ যোগাযোগ করে দিল্লির স্থানীয় থানার সঙ্গে । তাদের সহযোগিতায় দিল্লি থেকে অপহৃত ওই কিশোরীকে উদ্ধার করা হয় । নিয়ে আসা হয় দেগঙ্গা থানায় । গতকাল সেখান থেকে সল্টলেকের একটি হোমে পাঠানো হয় ওই কিশোরীকে ।

কিশোরীর ওই আত্মীয় বলেন, "কর্মসূত্রে দিল্লিতে থাকায় অনেকের সঙ্গেই পরিচিতি রয়েছে । তাঁরাও কর্মসূত্রে রয়েছে দিল্লিতে । তাঁদের মধ্যে একজন কিশোরীকে দেখে চিনতে পেরে বিষয়টি আমাকে বলে । এরপর পরিবারের লোকেদের ঘটনাটি জানাই ।" তিনি আরও বলেন, দেগঙ্গার সোহাই কুমারপুর গ্রামের ওই যুবক এর আগেও একটি মেয়েকে নিয়ে থাকতে শুরু করে দিল্লিতে । ফলে ওই কিশোরীকে তার সঙ্গে থাকতে দেখে সন্দেহ হয় পরিচিতের ।

এবিষয়ে দেগঙ্গা থানার পুলিশ বলে, কিশোরীকে অপহরণ করা হয়েছিল নাকি সে স্বেচ্ছায় ওই যুবকের সঙ্গে দিল্লিতে গিয়েছিল তা তদন্ত করে দেখা হচ্ছে । পলাতক যুবকের খোঁজ পাওয়ার চেষ্টা চলছে । সমস্ত বিষয়ই খতিয়ে দেখা হচ্ছে ।"

দেগঙ্গা, 9 অক্টোবর : একমাস পর দেগঙ্গার নিখোঁজ কিশোরীকে দিল্লি থেকে উদ্ধার করল পুলিশ । তবে পুলিশ আসার আগেই গা ঢাকা দেয় সিরাজুল মণ্ডল । ওই কিশোরীকে সল্টলেকের একটি হোমে পাঠানো হয়েছে ।

ওই কিশোরীর বাড়ি দেগঙ্গার আমুলিয়া পঞ্চায়েত এলাকায় । সে দেগঙ্গার একটি স্কুলের একাদশ শ্রেণির ছাত্রী । 9 সেপ্টেম্বর বাড়ির কাছ থেকে নিখোঁজ হয়ে যায় সে । এরপর বিভিন্ন জায়গায় তার খোঁজ করা হয় । কিন্তু কোথাও খোঁঝ না পেয়ে দেগঙ্গা থানায় নিখোঁজ ডায়েরি করেন পরিবারের সদস্যরা । বিভিন্ন জায়গায় তল্লাশি চালায় পুলিশও ।

এরই মাঝে সম্প্রতি কিশোরীর এক আত্মীয় পরিচিত একজনের কাছ থেকে জানতে পারেন, দিল্লিতে সিরাজুল মণ্ডল নামে এক যুবকের সঙ্গে রয়েছে সে । সঙ্গে সঙ্গে বিষয়টি জানানো হয় দেগঙ্গা থানায় । এরপর দেগঙ্গা থানার পুলিশ যোগাযোগ করে দিল্লির স্থানীয় থানার সঙ্গে । তাদের সহযোগিতায় দিল্লি থেকে অপহৃত ওই কিশোরীকে উদ্ধার করা হয় । নিয়ে আসা হয় দেগঙ্গা থানায় । গতকাল সেখান থেকে সল্টলেকের একটি হোমে পাঠানো হয় ওই কিশোরীকে ।

কিশোরীর ওই আত্মীয় বলেন, "কর্মসূত্রে দিল্লিতে থাকায় অনেকের সঙ্গেই পরিচিতি রয়েছে । তাঁরাও কর্মসূত্রে রয়েছে দিল্লিতে । তাঁদের মধ্যে একজন কিশোরীকে দেখে চিনতে পেরে বিষয়টি আমাকে বলে । এরপর পরিবারের লোকেদের ঘটনাটি জানাই ।" তিনি আরও বলেন, দেগঙ্গার সোহাই কুমারপুর গ্রামের ওই যুবক এর আগেও একটি মেয়েকে নিয়ে থাকতে শুরু করে দিল্লিতে । ফলে ওই কিশোরীকে তার সঙ্গে থাকতে দেখে সন্দেহ হয় পরিচিতের ।

এবিষয়ে দেগঙ্গা থানার পুলিশ বলে, কিশোরীকে অপহরণ করা হয়েছিল নাকি সে স্বেচ্ছায় ওই যুবকের সঙ্গে দিল্লিতে গিয়েছিল তা তদন্ত করে দেখা হচ্ছে । পলাতক যুবকের খোঁজ পাওয়ার চেষ্টা চলছে । সমস্ত বিষয়ই খতিয়ে দেখা হচ্ছে ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.