বিরাটি, 3 জুলাই: প্রায় দু'সপ্তাহ পর বিরাটির নিখোঁজ যুবকের দেহ শনাক্তকরণ করল পরিবার(missing Student body recovered)৷ 20 জুন সাউথ পোর্ট থানা এলাকায় গঙ্গা থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার হয় ৷ সেই মৃতদেহ 2 জুলাই চিহ্নিতকরণ করে মৃত যুবকের পরিবার ৷
বিরাটির মহাজাতি নগরের বাসিন্দা তথা বঙ্গবাসী কলেজের তৃতীয় বর্ষের ছাত্র মৃত রূপম বন্দ্যোপাধ্যায়ের(21)পরিবারের দাবি, 18 জুন বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায় তাঁদের ছেলে ৷ তারপর এয়ারপোর্ট থানায় অভিযোগ দায়ের করা হয় ৷
এই বিষয়ে রূপমের বাবা লক্ষ্মী বন্দ্যোপাধ্যায় বলেন, "সাউথ পোর্ট থানা 20 জুন মৃতদেহ উদ্ধার করার পরেও জানায়নি ৷ 10 দিন ধরে মর্গে পড়েছিল দেহ ৷ 2 জুলাই আমাদের খবর দেওয়া হয় ৷ মৃত্যুর সঠিক কারণ আমি জানি না ৷ তবে শুনছি একটি মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল ৷ মেয়েটির বাড়ি থেকে আমার ছেলেকে ডেকে কিছু বলা হয় আর তারপরেই এই ঘটনা ৷ আমি থানায় অভিযোগ জানিয়েছি ৷ যদিও আমার কাছে এই বিষয়ে কোনও প্রমাণ নেই ৷"
আরও পড়ুন : ট্রামকর্মীদের আবাসন থেকে উদ্ধার ঝুলন্ত দেহ