ETV Bharat / state

Missing patient : সাগরদত্ত হাসপাতাল থেকে নিখোঁজ রোগী - Missing patient

কামারহাটির সাগরদত্ত হাসপাতাল থেকে নিখোঁজ রোগী(Missing patient)। 6 ঘন্টা পরও রোগীর হদিস না মেলায় উদ্বিগ্ন পরিবার। হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে সরব রোগীর পরিজন । তদন্তে পুলিশ ।

Missing patient news
সাগরদত্ত হাসপাতাল থেকে নিখোঁজ রোগী
author img

By

Published : May 18, 2022, 9:24 PM IST

কামারহাটি, 18 মে : হাসপাতাল থেকে রোগী নিখোঁজ হওয়ার ঘটনায় বুধবার চাঞ্চল্য ছড়াল কামারহাটির সাগরদত্ত মেডিক্যাল কলেজ ও হাসপাতাল চত্বরে(Missing patient)। নিখোঁজ রোগীর নাম অমর দাস । নিখোঁজ হওয়ার 6 ঘন্টা পরও হদিস মেলেনি 61 বছরের ওই রোগীর । ফলে যথেষ্ট উদ্বিগ্ন পরিবারের লোকেরা । নার্স, নিরাপত্তারক্ষী থাকা সত্ত্বেও কীভাবে তাদের চোখ এড়িয়ে হাসপাতাল থেকে রোগী নিখোঁজ হয়ে যেতে পারে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তাঁরা । এনিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে সরবও হয়েছেন রোগীর পরিবার । হাসপাতালের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ । যদিও এই বিষয়ে মুখ খুলতে চায়নি হাসপাতাল কর্তৃপক্ষ ।

পরিবার সূত্রে জানা গিয়েছে, ওই প্রৌঢ়ের বাড়ি খড়দার পাতুলিয়ার শান্তি পল্লীতে । দীর্ঘদিন ধরেই পায়ে সংক্রমণ নিয়ে ভুগছিলেন তিনি । তার জেরে প্রৌঢ়ের হাঁটা চলার ক্ষেত্রে সমস্যা হচ্ছিল । তারই চিকিৎসার জন্য মঙ্গলবার সাগরদত্ত হাসপাতালে ভর্তি হন তিনি । রাতে প্রৌঢ়ের পায়ে অস্ত্রোপচারও হয় । দেখভালের জন্য রাতের দিকে একজন আয়াও রেখে যান পরিবারের লোকেরা । পরেরদিন অর্থাৎ বুধবার সকালে রোগীকে দেখতে এসে পরিবারের লোকেরা লক্ষ্য করেন, ওয়ার্ডের ভিতর বেডে নেই প্রৌঢ় । পাশের ওয়ার্ড এবং হাসপাতালের বিভিন্ন রুমে তন্নতন্ন করে খুঁজেও সন্ধান মেলেনি তাঁর । এরপরই হাসপাতাল কর্তৃপক্ষের দ্বারস্থ হন পরিবারের লোকেরা । বিষয়টি জানানোর পরও হাসপাতাল কর্তৃপক্ষের কোনও ভ্রুক্ষেপ নেই । দেখছি, দেখব বলে তাঁদের শুধু আশ্বাস দিয়ে গিয়েছেন । এমনই অভিযোগ রোগীর পরিজনদের ।

সাগরদত্ত হাসপাতাল থেকে নিখোঁজ রোগী

খবর পেয়ে বুধবার দুপুরে হাসপাতালে আসে কামারহাটি থানার পুলিশ । তাঁদের সামনেই হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন পরিবারের সদস্যরা । ফলে সাময়িক উত্তেজনার সৃষ্টি হয় সেখানে । পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয় । এই বিষয়ে নিখোঁজ প্রৌঢ়ের ছেলে সঞ্জয় দাস বলেন, "বাবার পায়ে মঙ্গলবার রাতে অস্ত্রোপচার হয়েছে । সেই অবস্থায় উনি হাসপাতালের ওয়ার্ড থেকে পায়ে হেঁটে কীভাবে বাইরে যাবেন সেটাই বোধগম্য হচ্ছে না আমাদের । বাবা কোথায় রয়েছে, কী অবস্থায় রয়েছে তা আমরা কিছুই জানি না । হাসপাতাল কর্তৃপক্ষও সেভাবে উদ্যোগ নিচ্ছে না রোগীকে খুঁজে বার করতে । তাঁদের গাফিলতির জন‍্যই এই ঘটনা ।"

আরও পড়ুন : হাসপাতাল থেকে নিখোঁজ রোগী, 6 দিনেও মিলল না খোঁজ

এদিকে, হাসপাতালের সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে ওই রোগীকে ওয়ার্ডের বাইরে যেতে । তাহলেও প্রশ্ন, সকলের চোখ এড়িয়ে তিনি কীভাবে বাইরে বেরোলেন? উত্তর খুঁজছে পুলিশ ।

কামারহাটি, 18 মে : হাসপাতাল থেকে রোগী নিখোঁজ হওয়ার ঘটনায় বুধবার চাঞ্চল্য ছড়াল কামারহাটির সাগরদত্ত মেডিক্যাল কলেজ ও হাসপাতাল চত্বরে(Missing patient)। নিখোঁজ রোগীর নাম অমর দাস । নিখোঁজ হওয়ার 6 ঘন্টা পরও হদিস মেলেনি 61 বছরের ওই রোগীর । ফলে যথেষ্ট উদ্বিগ্ন পরিবারের লোকেরা । নার্স, নিরাপত্তারক্ষী থাকা সত্ত্বেও কীভাবে তাদের চোখ এড়িয়ে হাসপাতাল থেকে রোগী নিখোঁজ হয়ে যেতে পারে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তাঁরা । এনিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে সরবও হয়েছেন রোগীর পরিবার । হাসপাতালের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ । যদিও এই বিষয়ে মুখ খুলতে চায়নি হাসপাতাল কর্তৃপক্ষ ।

পরিবার সূত্রে জানা গিয়েছে, ওই প্রৌঢ়ের বাড়ি খড়দার পাতুলিয়ার শান্তি পল্লীতে । দীর্ঘদিন ধরেই পায়ে সংক্রমণ নিয়ে ভুগছিলেন তিনি । তার জেরে প্রৌঢ়ের হাঁটা চলার ক্ষেত্রে সমস্যা হচ্ছিল । তারই চিকিৎসার জন্য মঙ্গলবার সাগরদত্ত হাসপাতালে ভর্তি হন তিনি । রাতে প্রৌঢ়ের পায়ে অস্ত্রোপচারও হয় । দেখভালের জন্য রাতের দিকে একজন আয়াও রেখে যান পরিবারের লোকেরা । পরেরদিন অর্থাৎ বুধবার সকালে রোগীকে দেখতে এসে পরিবারের লোকেরা লক্ষ্য করেন, ওয়ার্ডের ভিতর বেডে নেই প্রৌঢ় । পাশের ওয়ার্ড এবং হাসপাতালের বিভিন্ন রুমে তন্নতন্ন করে খুঁজেও সন্ধান মেলেনি তাঁর । এরপরই হাসপাতাল কর্তৃপক্ষের দ্বারস্থ হন পরিবারের লোকেরা । বিষয়টি জানানোর পরও হাসপাতাল কর্তৃপক্ষের কোনও ভ্রুক্ষেপ নেই । দেখছি, দেখব বলে তাঁদের শুধু আশ্বাস দিয়ে গিয়েছেন । এমনই অভিযোগ রোগীর পরিজনদের ।

সাগরদত্ত হাসপাতাল থেকে নিখোঁজ রোগী

খবর পেয়ে বুধবার দুপুরে হাসপাতালে আসে কামারহাটি থানার পুলিশ । তাঁদের সামনেই হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন পরিবারের সদস্যরা । ফলে সাময়িক উত্তেজনার সৃষ্টি হয় সেখানে । পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয় । এই বিষয়ে নিখোঁজ প্রৌঢ়ের ছেলে সঞ্জয় দাস বলেন, "বাবার পায়ে মঙ্গলবার রাতে অস্ত্রোপচার হয়েছে । সেই অবস্থায় উনি হাসপাতালের ওয়ার্ড থেকে পায়ে হেঁটে কীভাবে বাইরে যাবেন সেটাই বোধগম্য হচ্ছে না আমাদের । বাবা কোথায় রয়েছে, কী অবস্থায় রয়েছে তা আমরা কিছুই জানি না । হাসপাতাল কর্তৃপক্ষও সেভাবে উদ্যোগ নিচ্ছে না রোগীকে খুঁজে বার করতে । তাঁদের গাফিলতির জন‍্যই এই ঘটনা ।"

আরও পড়ুন : হাসপাতাল থেকে নিখোঁজ রোগী, 6 দিনেও মিলল না খোঁজ

এদিকে, হাসপাতালের সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে ওই রোগীকে ওয়ার্ডের বাইরে যেতে । তাহলেও প্রশ্ন, সকলের চোখ এড়িয়ে তিনি কীভাবে বাইরে বেরোলেন? উত্তর খুঁজছে পুলিশ ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.